বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি
বালুমহালের নামে নওগাঁর বদলগাছী উপজেলায় কৃষিজমির মাটি কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। কৃষকেরা স্থানীয় যুবলীগ নেতা শহিদুল ইসলামের বিরুদ্ধে এ অভিযোগ তুলেছেন। তাঁর সঙ্গে রয়েছেন মিলন কুমার নামের এক ঠিকাদার। আধাইপুর ইউনিয়নের কাষ্টডোব কাটানদীর চর নামক স্থানে এ ঘটনা ঘটছে।
তবে ঠিকাদারের দাবি, তাঁরা কৃষকের জমি নয়, খাসজমি থেকে মাটি কেটে ব্যবসা করছেন।
কৃষকদের অভিযোগ, তিলকপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি শহিদুল ইসলাম ও মিলন কুমার খননযন্ত্র দিয়ে উপজেলার ছোট যমুনা নদীর ওপরের দিকের ফসলি জমির মাটি কেটে নিচ্ছেন। এতে বাধা দিলে কৃষকদের নানা হুমকি দেওয়া হচ্ছে। ক্ষতিগ্রস্ত কৃষকেরা জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। কিন্তু কোনো প্রতিকার পাচ্ছেন না।
কৃষক রবিউল ইসলাম জুয়েল বলেন, তাঁর জমির পাশে খননযন্ত্রের সাহায্যে বিশাল গর্ত করে মাটি কেটে নেওয়া হয়েছে। এতে তাঁর একটি বাঁশঝাড় ও কয়েকটি মেহগনিগাছসহ কৃষিজমি নদীতে ভেঙে গেছে। তাঁর ছেলে ক্ষতিপূরণ চাইতে গেলে তাঁর নামে মামলা করা এবং তুলে নিয়ে গিয়ে মারধরের হুমকি দেওয়া হয়েছে।
মোজাহার আলী নামের আরেক কৃষক বলেন, তাঁদের আবাদি জমি থেকে খননযন্ত্রে মাটি কাটা হচ্ছে। এরপর ওই মাটি ট্রাকে করে সরবরাহ করা হচ্ছে। প্রতি গাড়ি মাটি ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। যুবলীগের নেতারা লাভবান হলেও এতে কৃষকদের যে ক্ষতি হচ্ছে, তা অপূরণীয়। তাই তাঁরা এর প্রতিকার চেয়ে জেলা প্রশাসক, ইউএনওসহ উপজেলার বিভিন্ন দপ্তরে লিখিত দিয়েছেন। কিন্তু প্রশাসন নীরব ভূমিকা পালন করছে।
ফসলি জমি থেকে মাটি কেটে কেন বিক্রি করছেন, জানতে চাইলে বালুমহালের ইজারাদার ও তিলকপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি শহিদুল ইসলাম বলেন, ‘আপনাদের লেখার ক্ষমতা আছে, আপনারা লিখতে থাকেন।’ এরপর তিনি মোবাইল ফোন কেটে দেন।
তবে এ ব্যাপারে ঠিকাদার মিলন কুমার বলেন, ‘নওগাঁ ডিসি অফিস বদলগাছী ইউএনও অফিসকে নির্দেশ দেয়। ইউএনও স্যার এসিল্যান্ড অফিসে বিষয়টি জানালে ভূমি অফিসের সার্ভেয়ার দিয়ে নদীর খাসজমির মাপজোখ করা হয়। আমরা সেই জায়গা থেকেই মাটি কাটছি। এর বেশি জানতে হলে ভূমি অফিসে যোগাযোগ করেন।’
এ ব্যাপারে জানতে চাইলে ইউএনও আলপনা ইয়াসমিন বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছেন তিনি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান বলেন, বদলগাছী উপজেলা থেকে কিছু কৃষক ছোট যমুনা নদীর বালুমহাল নিয়ে অভিযোগ করেছেন। বিষয়টি নিয়ে আলাপ-আলোচনা চলছে। তিনি আরও বলেন, তবে কোনোভাবেই কৃষিজমি নষ্ট করতে দেওয়া হবে না। ফসলি জমি থেকে বালু তোলা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ নির্দেশ না মানলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
বালুমহালের নামে নওগাঁর বদলগাছী উপজেলায় কৃষিজমির মাটি কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। কৃষকেরা স্থানীয় যুবলীগ নেতা শহিদুল ইসলামের বিরুদ্ধে এ অভিযোগ তুলেছেন। তাঁর সঙ্গে রয়েছেন মিলন কুমার নামের এক ঠিকাদার। আধাইপুর ইউনিয়নের কাষ্টডোব কাটানদীর চর নামক স্থানে এ ঘটনা ঘটছে।
তবে ঠিকাদারের দাবি, তাঁরা কৃষকের জমি নয়, খাসজমি থেকে মাটি কেটে ব্যবসা করছেন।
কৃষকদের অভিযোগ, তিলকপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি শহিদুল ইসলাম ও মিলন কুমার খননযন্ত্র দিয়ে উপজেলার ছোট যমুনা নদীর ওপরের দিকের ফসলি জমির মাটি কেটে নিচ্ছেন। এতে বাধা দিলে কৃষকদের নানা হুমকি দেওয়া হচ্ছে। ক্ষতিগ্রস্ত কৃষকেরা জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। কিন্তু কোনো প্রতিকার পাচ্ছেন না।
কৃষক রবিউল ইসলাম জুয়েল বলেন, তাঁর জমির পাশে খননযন্ত্রের সাহায্যে বিশাল গর্ত করে মাটি কেটে নেওয়া হয়েছে। এতে তাঁর একটি বাঁশঝাড় ও কয়েকটি মেহগনিগাছসহ কৃষিজমি নদীতে ভেঙে গেছে। তাঁর ছেলে ক্ষতিপূরণ চাইতে গেলে তাঁর নামে মামলা করা এবং তুলে নিয়ে গিয়ে মারধরের হুমকি দেওয়া হয়েছে।
মোজাহার আলী নামের আরেক কৃষক বলেন, তাঁদের আবাদি জমি থেকে খননযন্ত্রে মাটি কাটা হচ্ছে। এরপর ওই মাটি ট্রাকে করে সরবরাহ করা হচ্ছে। প্রতি গাড়ি মাটি ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। যুবলীগের নেতারা লাভবান হলেও এতে কৃষকদের যে ক্ষতি হচ্ছে, তা অপূরণীয়। তাই তাঁরা এর প্রতিকার চেয়ে জেলা প্রশাসক, ইউএনওসহ উপজেলার বিভিন্ন দপ্তরে লিখিত দিয়েছেন। কিন্তু প্রশাসন নীরব ভূমিকা পালন করছে।
ফসলি জমি থেকে মাটি কেটে কেন বিক্রি করছেন, জানতে চাইলে বালুমহালের ইজারাদার ও তিলকপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি শহিদুল ইসলাম বলেন, ‘আপনাদের লেখার ক্ষমতা আছে, আপনারা লিখতে থাকেন।’ এরপর তিনি মোবাইল ফোন কেটে দেন।
তবে এ ব্যাপারে ঠিকাদার মিলন কুমার বলেন, ‘নওগাঁ ডিসি অফিস বদলগাছী ইউএনও অফিসকে নির্দেশ দেয়। ইউএনও স্যার এসিল্যান্ড অফিসে বিষয়টি জানালে ভূমি অফিসের সার্ভেয়ার দিয়ে নদীর খাসজমির মাপজোখ করা হয়। আমরা সেই জায়গা থেকেই মাটি কাটছি। এর বেশি জানতে হলে ভূমি অফিসে যোগাযোগ করেন।’
এ ব্যাপারে জানতে চাইলে ইউএনও আলপনা ইয়াসমিন বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছেন তিনি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান বলেন, বদলগাছী উপজেলা থেকে কিছু কৃষক ছোট যমুনা নদীর বালুমহাল নিয়ে অভিযোগ করেছেন। বিষয়টি নিয়ে আলাপ-আলোচনা চলছে। তিনি আরও বলেন, তবে কোনোভাবেই কৃষিজমি নষ্ট করতে দেওয়া হবে না। ফসলি জমি থেকে বালু তোলা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ নির্দেশ না মানলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
বৈবাহিক জীবনে টানাপোড়েন, তাতে যুক্ত হয় সন্দেহ। সেই সন্দেহই কাল হয়ে দাঁড়ায় তাসলিমা আক্তারের জীবনে। রাজধানীর কলাবাগানে স্বামীর দায়ের কোপে হয়েছেন খুন। হত্যার পর স্ত্রীর লাশ ডিপ ফ্রিজে লুকিয়ে রাখেন নজরুল ইসলাম।
৪ দিন আগেদেশের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলা নিষ্পত্তির আদেশের বিরুদ্ধে করা রিভিশন মামলার শুনানি শেষে ২০ অক্টোবর রায় ঘোষণার দিন ঠিক করেছেন আদালত। আজ সোমবার ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক রায়ের দিন নির্ধারণ করেন।
৬ দিন আগেযুক্তরাষ্ট্রের এক নাগরিকের সঙ্গে প্রতারণা, ভারতে সোনা চোরাচালান এবং ৬০০ কোটি টাকা পাচারের অভিযোগে ছয়জনের বিরুদ্ধে মামলা করেছে সিআইডি। গতকাল মঙ্গলবার রাজধানীর কোতোয়ালি থানায় এই মামলা করে।
১৮ দিন আগেঢাকার পল্লবীতে অভিনব কায়দায় প্রতারণার অভিযোগে একটি সংঘবদ্ধ চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। চাকরির লোভ দেখিয়ে ও ব্যবসায়িক অংশীদারির আশ্বাস দিয়ে কোরআন ছুঁয়ে শপথ করিয়ে কোটি টাকার বেশি হাতিয়ে নিত চক্রটি।
২০ দিন আগে