সিলেট সংবাদদাতা
ওসমানীনগরে কয়েকজন রিটার্নিং ও প্রিসাইডিং কর্মকর্তার বিরুদ্ধে মক (অনুশীলনমূলক) ভোটে অংশ নেওয়ার সম্মানীর টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। দুই শতাধিক সহকারী প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এই অভিযোগ দেন। গত ৩১ জানুয়ারি এই উপজেলার ইউপিগুলোতে নির্বাচন অনুষ্ঠিত হয়।
অভিযোগপত্রে বলা হয়, নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী গত ২৯ জানুয়ারি সব সহকারী প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তার মক ভোটে অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু কতিপয় প্রিসাইডিং কর্মকর্তা নামমাত্র কয়েকজন ছাড়া বাকিদের মক ভোটে অংশ নিতে নিষেধ করেন। এসব সহকারী প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তার নামে বরাদ্দ করা সম্মানীর কয়েক লাখ টাকা তাঁরা আত্মসাৎ করেন।
জানা গেছে, ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোটারদের ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোটদান পদ্ধতি শেখানোর জন্য প্রতিটি কেন্দ্রেই মক (অনুশীলনমূলক ভোট) নেওয়ার নির্দেশনা দেয় নির্বাচন কমিশন। মক ভোটের জন্য রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশনাও দেওয়া হয়।
নির্দেশনা অনুযায়ী প্রতিটি ভোটকেন্দ্রে গত ২৯ জানুয়ারি মক ভোট অনুষ্ঠিত হয়। ওই মক ভোট অনুষ্ঠানে সব প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তার উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু ওসমানীনগরে নির্বাচন কমিশনের নির্দেশনা মানেননি কিছু কর্মকর্তা।
অভিযোগের ব্যাপারে জানতে চাইলে পোলিং কর্মকর্তা হিসেবে নিয়োগপ্রাপ্ত থানাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আবুল কালাম আজাদ বলেন, ‘মক ভোটের আগের দিন আমি প্রিসাইডিং কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করেছিলাম, কিন্তু তিনি আমাকে ডিউটিতে যেতে বারণ করেন।’
একই অভিযোগ করেন খাদিমপুর প্রাথমিক সরকারি বিদ্যালয়ের শিক্ষক পোলিং কর্মকর্তা কামাল মিয়া বলেন, ‘আমাকেও মক ভোটের ডিউটিতে যেতে নিষেধ করেন তাজপুর ডিগ্রি কলেজের বাংলা বিভাগের প্রভাষক প্রিসাইডিং কর্মকর্তা মাসুদ করিম।’
জানতে চাইলে উপজেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মো. আবু লায়েশ দুলাল মন্তব্য করতে রাজি হননি।
ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলিমা রায়হানা অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত শেষে সিদ্ধান্ত নেওয়া হবে।
ওসমানীনগরে কয়েকজন রিটার্নিং ও প্রিসাইডিং কর্মকর্তার বিরুদ্ধে মক (অনুশীলনমূলক) ভোটে অংশ নেওয়ার সম্মানীর টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। দুই শতাধিক সহকারী প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এই অভিযোগ দেন। গত ৩১ জানুয়ারি এই উপজেলার ইউপিগুলোতে নির্বাচন অনুষ্ঠিত হয়।
অভিযোগপত্রে বলা হয়, নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী গত ২৯ জানুয়ারি সব সহকারী প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তার মক ভোটে অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু কতিপয় প্রিসাইডিং কর্মকর্তা নামমাত্র কয়েকজন ছাড়া বাকিদের মক ভোটে অংশ নিতে নিষেধ করেন। এসব সহকারী প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তার নামে বরাদ্দ করা সম্মানীর কয়েক লাখ টাকা তাঁরা আত্মসাৎ করেন।
জানা গেছে, ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোটারদের ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোটদান পদ্ধতি শেখানোর জন্য প্রতিটি কেন্দ্রেই মক (অনুশীলনমূলক ভোট) নেওয়ার নির্দেশনা দেয় নির্বাচন কমিশন। মক ভোটের জন্য রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশনাও দেওয়া হয়।
নির্দেশনা অনুযায়ী প্রতিটি ভোটকেন্দ্রে গত ২৯ জানুয়ারি মক ভোট অনুষ্ঠিত হয়। ওই মক ভোট অনুষ্ঠানে সব প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তার উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু ওসমানীনগরে নির্বাচন কমিশনের নির্দেশনা মানেননি কিছু কর্মকর্তা।
অভিযোগের ব্যাপারে জানতে চাইলে পোলিং কর্মকর্তা হিসেবে নিয়োগপ্রাপ্ত থানাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আবুল কালাম আজাদ বলেন, ‘মক ভোটের আগের দিন আমি প্রিসাইডিং কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করেছিলাম, কিন্তু তিনি আমাকে ডিউটিতে যেতে বারণ করেন।’
একই অভিযোগ করেন খাদিমপুর প্রাথমিক সরকারি বিদ্যালয়ের শিক্ষক পোলিং কর্মকর্তা কামাল মিয়া বলেন, ‘আমাকেও মক ভোটের ডিউটিতে যেতে নিষেধ করেন তাজপুর ডিগ্রি কলেজের বাংলা বিভাগের প্রভাষক প্রিসাইডিং কর্মকর্তা মাসুদ করিম।’
জানতে চাইলে উপজেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মো. আবু লায়েশ দুলাল মন্তব্য করতে রাজি হননি।
ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলিমা রায়হানা অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত শেষে সিদ্ধান্ত নেওয়া হবে।
রাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
২ দিন আগেরাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
৫ দিন আগেক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
৬ দিন আগেটিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘ধর্ষণ’ শব্দ ব্যবহার না করার অনুরোধের মাধ্যমে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন। তিনি এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, অপরাধকে লঘু করার কোনো...
১৬ মার্চ ২০২৫