Ajker Patrika

জেলা পরিষদের নির্দেশ না মেনে দেয়াল নির্মাণ

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
জেলা পরিষদের নির্দেশ না মেনে দেয়াল নির্মাণ

জেলা পরিষদের নির্দেশ অমান্য করে পটিয়ায় থানা পুকুরের পাড় দখল করে দেয়াল নির্মাণ করেছে দুর্বৃত্তরা। জেলা পরিষদের কোটি টাকার সম্পত্তি ব্যক্তিমালিকানায় দখল দেওয়ার অভিযোগ পাওয়ার পর বৃহস্পতিবার দুপুরে জেলা পরিষদের প্রধান নির্বাহীসহ প্রকৌশলীরা স্থানটি পরিদর্শন করেন।

এ সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী সাব্বির আহমদ পুকুরপাড়ের অংশটি যাঁরা লিজ নেওয়ার আবেদন করেছেন, আজ রোববার অফিস চলাকালে তাঁদের জেলা পরিষদ কার্যালয়ে যেতে এবং কোনো ধরনের কাজ না করার নির্দেশ দেন।

জানা গেছে, দোকানের মালিক ও জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজশে এ সম্পত্তি অবৈধভাবে দখল করা হচ্ছে। আগে থেকে জেলা পরিষদ তাদের জায়গার সীমানা নির্ধারণ করলেও এখন আরও একটি দেয়াল নির্মাণ শুরু করেছে। এর মধ্যে আদর্শ মিষ্টি ভান্ডারের পেছনে জেলা পরিষদের প্রায় তিন শতক জায়গা রেখে গার্ড ওয়াল করা হচ্ছে।

অভিযোগ উঠেছে, চট্টগ্রাম জেলা পরিষদের অসাধু কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজশে উচ্ছেদের পরিবর্তে গুরুত্বপূর্ণ জায়গা ব্যক্তিমালিকানায় ছেড়ে দেওয়া হচ্ছে। এ জন্য জেলা পরিষদ গার্ড ওয়াল নির্মাণের জন্য প্রায় ২০ লাখ টাকা বরাদ্দ দেয়। এক নম্বর ইট দিয়ে গার্ড ওয়ালটি নির্মাণ করতে বলা হয়েছে। কিন্তু অসাধু ঠিকাদার নাজিম উদ্দীন বেশি লাভের আশায় নিম্নমানের ইট দিয়ে ওয়ালটি নির্মাণের জন্য কিছু ইট এনে রেখেছিলেন। বৃহস্পতিবার সাংবাদিকেরা জেলা পরিষদের প্রধান নির্বাহী ও প্রকৌশলীকে নিম্নমানের ইটগুলো দেখানোর পর রাতের আধাঁরে ঠিকাদার নাজিম উদ্দীন সেগুলো সরিয়ে ফেলেন।

চট্টগ্রাম জেলা পরিষদের প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, ‘আমরা বৃহস্পতিবার স্থানটি পরিদর্শন করে নির্দেশ দিয়ে এসেছি সব ধরনের কাজ বন্ধ রাখতে। রোববার যাঁরা লিজ নিতে আবেদন করেছেন, তাঁদের অফিসে আসতে বলা হয়েছে। এর মধ্যে কেউ কাজ করতে পারবে না। আমি আপনার কাছ থেকে কাজ করার বিষয়টি জানতে পারলাম। কাজটি এ মুহূর্তে বন্ধ রাখতে আমি নির্দেশ দিচ্ছি।’

গার্ড ওয়াল নির্মাণের ঠিকাদার নাজিম উদ্দীনের বক্তব্য নেওয়ার জন্য তাঁকে কয়েকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত