ঘাটাইল প্রতিনিধি
ঘাটাইলের দেওপাড়া ইউনিয়নে গুয়াপঁচা বিলে আবাদি জমির পাশে ড্রেজার বসিয়ে বালু তোলা হচ্ছে। এতে আশপাশের অনেক জমি ভেঙে যাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় জমিমালিকদের অভিযোগ, প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেও এর কোনো প্রতিকার পাচ্ছেন না তাঁরা। বিক্রি করছেন জাকির হোসেন নামে এক ব্যক্তি।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার দেওপাড়া ইউনিয়নে বারইপাড়া গ্রামের পাশেই গুয়াপঁচা বিল। বিলের চারপাশে বোরো ধান লাগিয়েছে কৃষকেরা। মাঝখানে ৬ বিঘা জমি নিয়ে গুয়াপঁচা বিল। বারইপাড়া গ্রামের জাকির হোসেন নামে এক ব্যক্তি বিলের মাঝখানে স্থানীয়ভাবে নির্মিত ড্রেজার বসিয়ে বালু তুলছেন। সেই বালু পাইপ দিয়ে একটি নির্দিষ্ট জায়গায় জমা করে সেখান থেকে বিক্রি করা হচ্ছে।
স্থানীয়রা জানান, বিল থেকে বালু তোলার কারণে প্রায় ৫০ ফুট গর্ত হয়েছে। এর ফলে চারপাশের ফসলি জমি ভেঙে যাচ্ছে। কিছু কিছু জমির মাঝ বরাবর ফাটল দেখা দিয়েছে।
বিলের পাড়ের জমি মালিক রহমান মিয়া বলেন, ‘আমার সতেরো শতাংশ জমি যে কোনো সময় ভেঙে যাবে।’
ভোজদত্ত গ্রামের স্কুলশিক্ষক মো. আবু হানিফ খান বলেন, প্রায় দুই বছর ধরে বালু তোলা হচ্ছে। স্থানীয় প্রশাসনকে বারবার জানিয়েও কোনো সমাধান হচ্ছে না। কৃষক সোলায়মান আলী জানান, বিলসংলগ্ন জমিগুলো ইতিমধ্যে দেবে গেছে।
বিলের কাছাকাছি জমির মালিক দেলোয়ার হোসেন বলেন, অভিযোগ করলে দু-এক দিন বন্ধ থাকে, আবার শুরু হয়।
এ ব্যাপারে ড্রেজার মালিক ও বারইপাড়া গ্রামের বাসিন্দা জাকির হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘কাজটি হয়তো ঠিক হচ্ছে না।’ যদি ঠিক না হয় তবে কেন বালু তুলেছেন এমন প্রশ্নে তিনি আর কথা বলতে রাজি হননি।
দেওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন হেপলু বলেন, কৃষকের ক্ষতি হয় এমন কাজ করতে দেওয়া হবে না। উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা বলে এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোহাগ হোসেন বলেন, বিষয়টি আমার জানা ছিল না। এ বিষয়ে খোঁজ নিয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
ঘাটাইলের দেওপাড়া ইউনিয়নে গুয়াপঁচা বিলে আবাদি জমির পাশে ড্রেজার বসিয়ে বালু তোলা হচ্ছে। এতে আশপাশের অনেক জমি ভেঙে যাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় জমিমালিকদের অভিযোগ, প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেও এর কোনো প্রতিকার পাচ্ছেন না তাঁরা। বিক্রি করছেন জাকির হোসেন নামে এক ব্যক্তি।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার দেওপাড়া ইউনিয়নে বারইপাড়া গ্রামের পাশেই গুয়াপঁচা বিল। বিলের চারপাশে বোরো ধান লাগিয়েছে কৃষকেরা। মাঝখানে ৬ বিঘা জমি নিয়ে গুয়াপঁচা বিল। বারইপাড়া গ্রামের জাকির হোসেন নামে এক ব্যক্তি বিলের মাঝখানে স্থানীয়ভাবে নির্মিত ড্রেজার বসিয়ে বালু তুলছেন। সেই বালু পাইপ দিয়ে একটি নির্দিষ্ট জায়গায় জমা করে সেখান থেকে বিক্রি করা হচ্ছে।
স্থানীয়রা জানান, বিল থেকে বালু তোলার কারণে প্রায় ৫০ ফুট গর্ত হয়েছে। এর ফলে চারপাশের ফসলি জমি ভেঙে যাচ্ছে। কিছু কিছু জমির মাঝ বরাবর ফাটল দেখা দিয়েছে।
বিলের পাড়ের জমি মালিক রহমান মিয়া বলেন, ‘আমার সতেরো শতাংশ জমি যে কোনো সময় ভেঙে যাবে।’
ভোজদত্ত গ্রামের স্কুলশিক্ষক মো. আবু হানিফ খান বলেন, প্রায় দুই বছর ধরে বালু তোলা হচ্ছে। স্থানীয় প্রশাসনকে বারবার জানিয়েও কোনো সমাধান হচ্ছে না। কৃষক সোলায়মান আলী জানান, বিলসংলগ্ন জমিগুলো ইতিমধ্যে দেবে গেছে।
বিলের কাছাকাছি জমির মালিক দেলোয়ার হোসেন বলেন, অভিযোগ করলে দু-এক দিন বন্ধ থাকে, আবার শুরু হয়।
এ ব্যাপারে ড্রেজার মালিক ও বারইপাড়া গ্রামের বাসিন্দা জাকির হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘কাজটি হয়তো ঠিক হচ্ছে না।’ যদি ঠিক না হয় তবে কেন বালু তুলেছেন এমন প্রশ্নে তিনি আর কথা বলতে রাজি হননি।
দেওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন হেপলু বলেন, কৃষকের ক্ষতি হয় এমন কাজ করতে দেওয়া হবে না। উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা বলে এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোহাগ হোসেন বলেন, বিষয়টি আমার জানা ছিল না। এ বিষয়ে খোঁজ নিয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
রাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
৩ দিন আগেরাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
৬ দিন আগেক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
৬ দিন আগেটিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘ধর্ষণ’ শব্দ ব্যবহার না করার অনুরোধের মাধ্যমে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন। তিনি এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, অপরাধকে লঘু করার কোনো...
১৬ মার্চ ২০২৫