Ajker Patrika

বাসে গণধর্ষণের শিকার তরুণী

বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, ০৯: ৪৩
বাসে গণধর্ষণের শিকার তরুণী

নারায়ণগঞ্জের বন্দরে যাত্রীবাহী একটি বাসে এক তরুণীকে (১৮) গণধর্ষণের অভিযোগ উঠেছে বাসটির চালক, কন্ডাক্টর ও হেলপারের বিরুদ্ধে। গত রোববার রাত ১১টার দিকে বন্দরের মদনপুর এলাকার জাহিন গার্মেন্টসের সামনে ধর্ষণের এই ঘটনা ঘটে। ভুক্তভোগী তরুণী রাজধানীর যাত্রাবাড়ী থেকে গাউছিয়া যাচ্ছিলেন।

অভিযোগে ভুক্তভোগী জানান, রোববার রাত ১০টার দিকে তিনি যাত্রাবাড়ী থেকে গাউছিয়া যাওয়ার জন্য ‘মুক্তিযোদ্ধা পরিবহন’ নামে একটি বাসে ওঠেন। বাসটি চিটাগাং রোডে আসার পর যাত্রীশূন্য হয়ে যায়। তখন ওই তরুণীই ছিলেন বাসটির একমাত্র যাত্রী। এ সময় বাসটি গাউছিয়া না গিয়ে মদনপুর জাহিন গার্মেন্টসের সামনে গিয়ে থামে এবং সেখানে বাসটির চালক, কন্ডাক্টর ও হেলপার মিলে পালাক্রমে ওই তরুণীকে ধর্ষণ করেন।

ঘটনার পর বাস থেকে নেমে জরুরি সহায়তা নম্বর ৯৯৯-এ ফোন দিয়ে সহায়তা চান ভুক্তভোগী। এরপর ঘটনাস্থলে গিয়ে আসামিদের আটক করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন কিশোরগঞ্জ জেলার মিঠামইনের হাছেন আলীর ছেলে বাসচালক নুরুল হক (২১), বরগুনা জেলার আমতলী এলাকার আল আমিনের ছেলে বাস কন্ডাক্টর শান্ত (১৬) এবং ঢাকার খিলগাঁওয়ের মীরেরটেক এলাকার আবুল হোসেনের ছেলে বাস হেলপার বুলেট (১৪)।

পরে এ ঘটনায় একটি মামলা করেন ভুক্তভোগী তরুণী। বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার পরিদর্শক (তদন্ত) মহসীন জানান, তরুণীর অভিযোগ পেয়ে আজ (সোমবার) সকালেই মামলা গ্রহণ করা হয়েছে। আটক তিন আসামিকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এর মধ্যে চালককে তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। বাকি দুই আসামি অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের কিশোর সংশোধনাগারে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত