বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের বন্দরে যাত্রীবাহী একটি বাসে এক তরুণীকে (১৮) গণধর্ষণের অভিযোগ উঠেছে বাসটির চালক, কন্ডাক্টর ও হেলপারের বিরুদ্ধে। গত রোববার রাত ১১টার দিকে বন্দরের মদনপুর এলাকার জাহিন গার্মেন্টসের সামনে ধর্ষণের এই ঘটনা ঘটে। ভুক্তভোগী তরুণী রাজধানীর যাত্রাবাড়ী থেকে গাউছিয়া যাচ্ছিলেন।
অভিযোগে ভুক্তভোগী জানান, রোববার রাত ১০টার দিকে তিনি যাত্রাবাড়ী থেকে গাউছিয়া যাওয়ার জন্য ‘মুক্তিযোদ্ধা পরিবহন’ নামে একটি বাসে ওঠেন। বাসটি চিটাগাং রোডে আসার পর যাত্রীশূন্য হয়ে যায়। তখন ওই তরুণীই ছিলেন বাসটির একমাত্র যাত্রী। এ সময় বাসটি গাউছিয়া না গিয়ে মদনপুর জাহিন গার্মেন্টসের সামনে গিয়ে থামে এবং সেখানে বাসটির চালক, কন্ডাক্টর ও হেলপার মিলে পালাক্রমে ওই তরুণীকে ধর্ষণ করেন।
ঘটনার পর বাস থেকে নেমে জরুরি সহায়তা নম্বর ৯৯৯-এ ফোন দিয়ে সহায়তা চান ভুক্তভোগী। এরপর ঘটনাস্থলে গিয়ে আসামিদের আটক করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন কিশোরগঞ্জ জেলার মিঠামইনের হাছেন আলীর ছেলে বাসচালক নুরুল হক (২১), বরগুনা জেলার আমতলী এলাকার আল আমিনের ছেলে বাস কন্ডাক্টর শান্ত (১৬) এবং ঢাকার খিলগাঁওয়ের মীরেরটেক এলাকার আবুল হোসেনের ছেলে বাস হেলপার বুলেট (১৪)।
পরে এ ঘটনায় একটি মামলা করেন ভুক্তভোগী তরুণী। বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার পরিদর্শক (তদন্ত) মহসীন জানান, তরুণীর অভিযোগ পেয়ে আজ (সোমবার) সকালেই মামলা গ্রহণ করা হয়েছে। আটক তিন আসামিকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এর মধ্যে চালককে তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। বাকি দুই আসামি অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের কিশোর সংশোধনাগারে পাঠানো হয়েছে।
নারায়ণগঞ্জের বন্দরে যাত্রীবাহী একটি বাসে এক তরুণীকে (১৮) গণধর্ষণের অভিযোগ উঠেছে বাসটির চালক, কন্ডাক্টর ও হেলপারের বিরুদ্ধে। গত রোববার রাত ১১টার দিকে বন্দরের মদনপুর এলাকার জাহিন গার্মেন্টসের সামনে ধর্ষণের এই ঘটনা ঘটে। ভুক্তভোগী তরুণী রাজধানীর যাত্রাবাড়ী থেকে গাউছিয়া যাচ্ছিলেন।
অভিযোগে ভুক্তভোগী জানান, রোববার রাত ১০টার দিকে তিনি যাত্রাবাড়ী থেকে গাউছিয়া যাওয়ার জন্য ‘মুক্তিযোদ্ধা পরিবহন’ নামে একটি বাসে ওঠেন। বাসটি চিটাগাং রোডে আসার পর যাত্রীশূন্য হয়ে যায়। তখন ওই তরুণীই ছিলেন বাসটির একমাত্র যাত্রী। এ সময় বাসটি গাউছিয়া না গিয়ে মদনপুর জাহিন গার্মেন্টসের সামনে গিয়ে থামে এবং সেখানে বাসটির চালক, কন্ডাক্টর ও হেলপার মিলে পালাক্রমে ওই তরুণীকে ধর্ষণ করেন।
ঘটনার পর বাস থেকে নেমে জরুরি সহায়তা নম্বর ৯৯৯-এ ফোন দিয়ে সহায়তা চান ভুক্তভোগী। এরপর ঘটনাস্থলে গিয়ে আসামিদের আটক করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন কিশোরগঞ্জ জেলার মিঠামইনের হাছেন আলীর ছেলে বাসচালক নুরুল হক (২১), বরগুনা জেলার আমতলী এলাকার আল আমিনের ছেলে বাস কন্ডাক্টর শান্ত (১৬) এবং ঢাকার খিলগাঁওয়ের মীরেরটেক এলাকার আবুল হোসেনের ছেলে বাস হেলপার বুলেট (১৪)।
পরে এ ঘটনায় একটি মামলা করেন ভুক্তভোগী তরুণী। বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার পরিদর্শক (তদন্ত) মহসীন জানান, তরুণীর অভিযোগ পেয়ে আজ (সোমবার) সকালেই মামলা গ্রহণ করা হয়েছে। আটক তিন আসামিকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এর মধ্যে চালককে তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। বাকি দুই আসামি অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের কিশোর সংশোধনাগারে পাঠানো হয়েছে।
নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ খান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মহসিন মিয়াকে (৪৬) দুবাই থেকে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে।
১০ দিন আগেসবার সামনে পিটিয়ে হত্যা, পাথরে শরীর থেঁতলে দেওয়া, নিজের বাড়ির সামনে গুলি করে পায়ের রগ কেটে হত্যা, অস্ত্র দেখিয়ে সর্বস্ব ছিনতাই, চাঁদা না পেয়ে গুলি—এ ধরনের বেশ কয়েকটি ঘটনা কয়েক দিন ধরে বেশ আলোচিত। কিন্তু পুলিশ অনেকটাই নির্বিকার। প্রতিটি ঘটনার সিটিটিভি ফুটেজ থাকলেও সব অপরাধীকে গ্রেপ্তার করেনি পুলিশ।
২১ দিন আগেএবার রাজধানীর শ্যামলীতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, মানিব্যাগ, কাঁধের ব্যাগ ও মোবাইল ফোন নেওয়ার পর ছিনতাইকারীরা এক যুবকের পোশাক ও জুতা খুলে নিয়ে গেছে।
২৩ দিন আগেমোবাইল চুরির ঘটনায় বোরহান নামের এক তরুণকে বেধড়ক মারধর করা হয়। ছেলেকে বাঁচাতে বোরহানের বাবা রুবির পরিবারের সাহায্য চান। বসে এক গ্রাম্য সালিস। তবে সেই সালিসে কোনো মীমাংসা হয় না। এরই মধ্য নিখোঁজ হয়ে যান বোরহান। এতে এলাকায় রব পড়ে বোরহানকে হত্যা ও লাশ গুম করে ফেলা হয়েছে। তখন বোরহানের বাবা থানায় অভিযোগ দা
০৫ জুলাই ২০২৫