Ajker Patrika

রবার্ট মুগাবেকে ঘুষ দিয়েছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো

রবার্ট মুগাবেকে ঘুষ দিয়েছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো

জিম্বাবুয়ের সাবেক প্রেসিডেন্ট রবার্ট মুগাবেকে মোটা অঙ্কের ঘুষ দিয়েছে যুক্তরাজ্যের অন্যতম বড় কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিএটি)। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

ব্যুরো অব ইনভেস্টিগেটিভ জার্নালিজম এবং বাথ ইউনিভার্সিটির সঙ্গে বিবিসি প্যানোরোমার যৌথ অনুসন্ধানে বিএটি এবং মুগাবের জানু পিএফ পার্টির মধ্যে তিন থেকে পাঁচ লাখ ডলার ঘুষ দেওয়ার আলোচনার প্রমাণ পাওয়া গেছে। বর্তমান বিনিময় হার অনুযায়ী এ অর্থের পরিমাণ ২ কোটি ২৫ লাখ থেকে ৪ কোটি ২৫ লাখ টাকা। 

নথিপত্রের বরাত দিয়ে বিবিসি বলছে, ২০১৩ সালে এ ঘুষ লেনদেনের আলোচনা হয়। এ নথিপত্রে প্রতিদ্বন্দ্বী কোম্পানির ক্ষতি সাধনে দক্ষিণ আফ্রিকায় ঘুষ দেওয়ার পাশাপাশি অবৈধ নজরদারির বিষয়ও যুক্ত ছিল। তবে নিজেদের করপোরেট আচরণের সর্বোচ্চ মানের প্রতি প্রতিশ্রুতিশীল বলে দাবি করেছে বিএটি। 

রবার্ট মুগাবে রবার্ট শ্বেতাঙ্গ শাসনের বিরুদ্ধে স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেতা। তিনি ৩৭ বছর ক্ষমতায় ছিলেন। ১৯৮০ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত তিনি জিম্বাবুয়ের প্রধানমন্ত্রী এবং ১৯৮৭ সাল থেকে ২০১৭ সালে ক্ষমতাচ্যুত হওয়ার আগে পর্যন্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৯ সালে তার মৃত্যু হয়। বর্তমানে নতুন নেতৃত্বের হাতে চলছে ক্ষমতাসীন জানু পিএফ পার্টি। 

যৌথ অনুসন্ধানে হাজার হাজার ফাঁস হওয়া নথি প্যানোরোমার হাতে এসেছে। এসব নথি অনুযায়ী আফ্রিকার দক্ষিণাঞ্চল জুড়ে প্রায় ২০০ গোপন তথ্যদানকারী নেটওয়ার্ককে অর্থ দিয়েছে বিএটি। এসব কাজের বেশির ভাগই ফরেনসিক সিকিউরিটি সার্ভিস (এফএসএস) নামে দক্ষিণ আফ্রিকার প্রাইভেট নিরাপত্তা কোম্পানির আউটসোর্সিংয়ের মাধ্যমে করা হয়েছে। 

মূলত কালো বাজারে সিগারেট বাণিজ্য ঠেকাতে কাজ করে এফএসএস। তবে এর পুরোনো কর্মীরা জানান, বিএটি’র প্রতিদ্বন্দ্বীদের ক্ষতি করতে তারা আইন ভঙ্গ করেছিলেন। একটি অভিযানে এফএসএস কর্মীদের তিনটি সিগারেট কোম্পানি বন্ধ করে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এসব ফ্যাক্টরি মূলত বিএটির প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানের সিগারেট বানাতো। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত