জ্বালানি কোম্পানি টোটালএনার্জিস গতকাল সোমবার ভারতে আদানি গ্রুপে বিনিয়োগ বন্ধ ঘোষণা করেছে। ভারতে বিদ্যুৎ প্রকল্পে ঘুষ কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ার অভিযোগ ওঠার পরিপ্রেক্ষিতে ফরাসি কোম্পানিটি এ ঘোষণা দেয়।
টোটালের এই পদক্ষেপটি মার্কিন আদালতে আদানির বিরুদ্ধে মামলার প্রথম বড় কোনো প্রভাব হিসেবে দেখা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের প্রসিকিউটররা আদানি গ্রুপের বিলিয়নিয়ার চেয়ারম্যান গৌতম আদানি এবং আরও সাতজনের বিরুদ্ধে ভারতীয় সরকারি কর্মকর্তাদের প্রায় ২৬ কোটি ৫০ লাখ ডলার ঘুষ দেওয়ার অভিযোগ এনেছেন।
আদানি গ্রুপের সঙ্গে টোটাল এনার্জিসের ব্যবসায়িক সম্পর্ক ৪০০ কোটি থেকে ৫০০ কোটিডলার হতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকেরা। টোটাল বলছে, তারা আদানির কথিত দুর্নীতির তদন্ত সম্পর্কে আগে থেকে কিছুই জানত না।
ভবিষ্যতেও আদানি গ্রুপে টোটালএনার্জিস আর বিনিয়োগ করবে কি না, বিষয়টি এখনো পরিষ্কার নয়। তবে বিনিয়োগ স্থগিত রাখার ঘোষণাকে ১৪৩ বিলিয়ন ডলার বাজারমূল্যের আদানি গ্রুপের ওপর বড় ধাক্কা বলেই মনে করা হচ্ছে। অন্য বিনিয়োগকারীদের পক্ষ থেকেও এমন সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
টোটাল এনার্জিস জানিয়েছে, যতক্ষণ না আদানি গ্রুপের বিরুদ্ধে আনা অভিযোগ এবং তার প্রভাবগুলো স্পষ্ট করা হয়, ততক্ষণ টোটালএনার্জিস আদানি গ্রুপের কোম্পানিগুলোতে কোনো নতুন বিনিয়োগ করবে না।
আদানি গ্রিন এনার্জি লিমিটেডের ২০ শতাংশ শেয়ারের মালিক টোটাল এনার্জিস। কোম্পানির পরিচালনা পর্ষদে তাদের একটি ভোটও আছে। এর পরও অবশ্য টোটাল দাবি করেছে, তারা তদন্তের বিষয়ে জানত না এবং অবশ্য যে কোনো ধরনের দুর্নীতির বিরুদ্ধে তাদের অবস্থান।
মার্কিন প্রসিকিউটরদের ঘুষের অভিযোগগুলোর মধ্যে অন্যতম একটি হলো—প্রায় ২০ বছরে ২০০ কোটি লাভ আসতে পারে এমন একটি বিদ্যুৎ চুক্তি বাগাতে সরকারি কর্মকর্তাদের ঘুষ দিয়েছে আদানি। ২০২৩ সালে মার্কিন তদন্ত সম্পর্কে অবগত থাকা সত্ত্বেও জনসাধারণকে বিভ্রান্তিকর তথ্য দেওয়ার অভিযোগও আনা হয়েছে।
এদিকে টোটাল এনার্জিসের বিবৃতির পর আদানি গ্রিন এনার্জির শেয়ারের দাম গতকাল সোমবার ১১ শতাংশের বেশি পড়ে গেছে। দিন শেষ হয়েছে ৭ দশমিক ৯ শতাংশ হ্রাসে। অন্যদিকে আদানি–টোটাল গ্যাসের শেয়ার কমেছে ১ দশমিক ৪ শতাংশ। এই কোম্পানিতে টোটালের শেয়ার ৩৭ দশমিক ৪ শতাংশ।
আদানির ঘুষ-দুর্নীতি নিয়ে ভারতের পার্লামেন্টেও উত্তেজনা ছড়িয়েছে। গতকাল সোমবার আইনপ্রণেতারা আদানির বিরুদ্ধে অভিযোগ নিয়ে আলোচনার দাবি তুললে হট্টগোল শুরু হয়, পরে অধিবেশন স্থগিত করা হয়।
ভারতের বিরোধী দলগুলো অতীতে মোদি সরকারকে বরাবরই গৌতম আদানি এবং তাঁর ব্যবসাগুলোর রক্ষাকর্তা হিসেবে অভিযুক্ত করে আসছে। যুক্তরাষ্ট্রে মামলার বিষয়ে নরেন্দ্র মোদির দল বিজেপি বলেছে, বিষয়টি মোকাবিলা করার দায়িত্ব আদানি গ্রুপের। আইন তার নিজস্ব গতিতে চলবে।
গত রোববার একটি মার্কিন উন্নয়ন সংস্থা আদানি গ্রুপ সমর্থিত শ্রীলঙ্কার একটি বন্দর উন্নয়নে ঋণ চুক্তি পর্যালোচনার ঘোষণা দিয়েছে। বন্দরে তাদের ৫৫ কোটি ডলারের বেশি অর্থের ঋণ চুক্তি রয়েছে। তবে ঋণের অর্থ এখনো ছাড় করা হয়নি।
আদানি গ্রুপের প্রকল্প এবং ব্যবসাগুলো বিশ্বব্যাপী ছড়িয়ে রয়েছে। যুক্তরাষ্ট্রে মামলার পর কিছু প্রকল্প আলোচনায় এসেছে।
গত সপ্তাহে, কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো একটি ক্রয় প্রক্রিয়া বাতিল করেছেন। এর আওতায় দেশের প্রধান বিমানবন্দর পরিচালনার দায়িত্ব পেত আদানি গ্রুপ।
বাংলাদেশও বিদ্যুৎ চুক্তি পর্যালোচনা করার জন্য একটি প্যানেল গঠন করেছে। এতে আদানি পাওয়ারের সঙ্গে করা শেখ হাসিনা সরকারের সময় করা চুক্তিগুলোর ভাগ্য অনিশ্চিত হয়ে পড়েছে।
জ্বালানি কোম্পানি টোটালএনার্জিস গতকাল সোমবার ভারতে আদানি গ্রুপে বিনিয়োগ বন্ধ ঘোষণা করেছে। ভারতে বিদ্যুৎ প্রকল্পে ঘুষ কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ার অভিযোগ ওঠার পরিপ্রেক্ষিতে ফরাসি কোম্পানিটি এ ঘোষণা দেয়।
টোটালের এই পদক্ষেপটি মার্কিন আদালতে আদানির বিরুদ্ধে মামলার প্রথম বড় কোনো প্রভাব হিসেবে দেখা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের প্রসিকিউটররা আদানি গ্রুপের বিলিয়নিয়ার চেয়ারম্যান গৌতম আদানি এবং আরও সাতজনের বিরুদ্ধে ভারতীয় সরকারি কর্মকর্তাদের প্রায় ২৬ কোটি ৫০ লাখ ডলার ঘুষ দেওয়ার অভিযোগ এনেছেন।
আদানি গ্রুপের সঙ্গে টোটাল এনার্জিসের ব্যবসায়িক সম্পর্ক ৪০০ কোটি থেকে ৫০০ কোটিডলার হতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকেরা। টোটাল বলছে, তারা আদানির কথিত দুর্নীতির তদন্ত সম্পর্কে আগে থেকে কিছুই জানত না।
ভবিষ্যতেও আদানি গ্রুপে টোটালএনার্জিস আর বিনিয়োগ করবে কি না, বিষয়টি এখনো পরিষ্কার নয়। তবে বিনিয়োগ স্থগিত রাখার ঘোষণাকে ১৪৩ বিলিয়ন ডলার বাজারমূল্যের আদানি গ্রুপের ওপর বড় ধাক্কা বলেই মনে করা হচ্ছে। অন্য বিনিয়োগকারীদের পক্ষ থেকেও এমন সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
টোটাল এনার্জিস জানিয়েছে, যতক্ষণ না আদানি গ্রুপের বিরুদ্ধে আনা অভিযোগ এবং তার প্রভাবগুলো স্পষ্ট করা হয়, ততক্ষণ টোটালএনার্জিস আদানি গ্রুপের কোম্পানিগুলোতে কোনো নতুন বিনিয়োগ করবে না।
আদানি গ্রিন এনার্জি লিমিটেডের ২০ শতাংশ শেয়ারের মালিক টোটাল এনার্জিস। কোম্পানির পরিচালনা পর্ষদে তাদের একটি ভোটও আছে। এর পরও অবশ্য টোটাল দাবি করেছে, তারা তদন্তের বিষয়ে জানত না এবং অবশ্য যে কোনো ধরনের দুর্নীতির বিরুদ্ধে তাদের অবস্থান।
মার্কিন প্রসিকিউটরদের ঘুষের অভিযোগগুলোর মধ্যে অন্যতম একটি হলো—প্রায় ২০ বছরে ২০০ কোটি লাভ আসতে পারে এমন একটি বিদ্যুৎ চুক্তি বাগাতে সরকারি কর্মকর্তাদের ঘুষ দিয়েছে আদানি। ২০২৩ সালে মার্কিন তদন্ত সম্পর্কে অবগত থাকা সত্ত্বেও জনসাধারণকে বিভ্রান্তিকর তথ্য দেওয়ার অভিযোগও আনা হয়েছে।
এদিকে টোটাল এনার্জিসের বিবৃতির পর আদানি গ্রিন এনার্জির শেয়ারের দাম গতকাল সোমবার ১১ শতাংশের বেশি পড়ে গেছে। দিন শেষ হয়েছে ৭ দশমিক ৯ শতাংশ হ্রাসে। অন্যদিকে আদানি–টোটাল গ্যাসের শেয়ার কমেছে ১ দশমিক ৪ শতাংশ। এই কোম্পানিতে টোটালের শেয়ার ৩৭ দশমিক ৪ শতাংশ।
আদানির ঘুষ-দুর্নীতি নিয়ে ভারতের পার্লামেন্টেও উত্তেজনা ছড়িয়েছে। গতকাল সোমবার আইনপ্রণেতারা আদানির বিরুদ্ধে অভিযোগ নিয়ে আলোচনার দাবি তুললে হট্টগোল শুরু হয়, পরে অধিবেশন স্থগিত করা হয়।
ভারতের বিরোধী দলগুলো অতীতে মোদি সরকারকে বরাবরই গৌতম আদানি এবং তাঁর ব্যবসাগুলোর রক্ষাকর্তা হিসেবে অভিযুক্ত করে আসছে। যুক্তরাষ্ট্রে মামলার বিষয়ে নরেন্দ্র মোদির দল বিজেপি বলেছে, বিষয়টি মোকাবিলা করার দায়িত্ব আদানি গ্রুপের। আইন তার নিজস্ব গতিতে চলবে।
গত রোববার একটি মার্কিন উন্নয়ন সংস্থা আদানি গ্রুপ সমর্থিত শ্রীলঙ্কার একটি বন্দর উন্নয়নে ঋণ চুক্তি পর্যালোচনার ঘোষণা দিয়েছে। বন্দরে তাদের ৫৫ কোটি ডলারের বেশি অর্থের ঋণ চুক্তি রয়েছে। তবে ঋণের অর্থ এখনো ছাড় করা হয়নি।
আদানি গ্রুপের প্রকল্প এবং ব্যবসাগুলো বিশ্বব্যাপী ছড়িয়ে রয়েছে। যুক্তরাষ্ট্রে মামলার পর কিছু প্রকল্প আলোচনায় এসেছে।
গত সপ্তাহে, কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো একটি ক্রয় প্রক্রিয়া বাতিল করেছেন। এর আওতায় দেশের প্রধান বিমানবন্দর পরিচালনার দায়িত্ব পেত আদানি গ্রুপ।
বাংলাদেশও বিদ্যুৎ চুক্তি পর্যালোচনা করার জন্য একটি প্যানেল গঠন করেছে। এতে আদানি পাওয়ারের সঙ্গে করা শেখ হাসিনা সরকারের সময় করা চুক্তিগুলোর ভাগ্য অনিশ্চিত হয়ে পড়েছে।
বিশ্বজুড়ে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ নিরাপদ হলেও দেশের পরিস্থিতি ভিন্ন। এ খাতে বিনিয়োগ করে মুনাফা দূরে থাক, মূলধন ফেরত পাওয়া নিয়েই দেখা দেয় অনিশ্চয়তা। এ পরিস্থিতি থেকে উত্তরণে নতুন মিউচুয়াল ফান্ড বিধিমালা হচ্ছে। এই বিধিমালা অনুযায়ী, ভবিষ্যতে আর কোনো ক্লোজ এন্ড বা মেয়াদি মিউচুয়াল ফান্ড বাজারে আসতে দেওয়া
৩ ঘণ্টা আগেনিরাপদ ও স্বস্তিকর ব্যবসার পরিবেশ দাবি করেছেন দেশের গাড়ি ব্যবসায়ীরা। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন গাড়ি বিক্রয়কেন্দ্রে চাঁদাবাজি ও হামলার ঘটনা ঘটছে, কিন্তু অপরাধীরা ধরা পড়ছে না। দ্রুত ব্যবস্থা না নিলে আগামী মাস থেকে গাড়ি ছাড়, নিবন্ধন ও সরকারকে রাজস্ব প্রদান বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দ
৫ ঘণ্টা আগেআগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে প্রশাসনিক ব্যস্ততা বাড়বে, মাঠের কাজে মনোযোগ কমবে, এমন আশঙ্কা থেকেই সরকার এবার আগেভাগে পদক্ষেপ নিয়েছে। উন্নয়ন প্রকল্পের গতি ধরে রাখতে সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা আরএডিপি প্রণয়নের কাজ শুরু হয়েছে ছয় মাস আগেই।
৫ ঘণ্টা আগেদেশের বাজারে সোনার দাম নতুন ইতিহাস গড়ছে। সবশেষ আজ রোববার (১৯ অক্টোবর) রাতে দেওয়া এক বিজ্ঞপ্তিতে সোনার দাম বাড়ার কথা জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। আগামীকাল সোমবার থেকে বাজুসের ঘোষিত নতুন দাম কার্যকর হবে। বাজুসের তথ্য অনুযায়ী, নতুন দরে প্রতি ভরিতে সোনার দাম বেড়েছে ১ হাজার ৫০ টাকা।
৭ ঘণ্টা আগে