নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশের দুই পুঁজিবাজার ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (ডিএসই ও সিএসই) সার্বিক কার্যক্রম খতিয়ে দেখতে কমিটি গঠন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
আজ বুধবার ডিএসই ও সিএসইর জন্য দুটি পৃথক কমিটি গঠন করে ২০ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। আদেশের চিঠি কমিটির সদস্যরা ছাড়াও উভয় স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বরাবর পাঠানো হয়েছে। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।
বিএসইসির কর্মকর্তারা বলছেন, কোনো অনিয়মের ভিত্তিতে স্টক এক্সচেঞ্জের কার্যক্রম নিরীক্ষার জন্য কমিটি করা হয়েছে, তেমন নয়। সাধারণ কার্যক্রমের অংশ হিসেবেই এটি করা হয়েছে।
ডিএসইর কার্যক্রম নিরীক্ষা তদন্ত কমিটির প্রধান বিএসইসির পরিচালক মো. আবুল কালাম। কমিটির অন্য সদস্যরা হলেন—অতিরিক্ত পরিচালক মোল্লা মো. মিরাজ উস সুন্নাহ, উপপরিচালক মো. বনি ইয়ামিন খান এবং সহকারী পরিচালক মুহাম্মদ সাদেকুর রহমান ভূঁইয়া।
কমিটির প্রধান আবুল কালাম আজকের পত্রিকাকে বলেন, কোনো অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি নয়। এটি নিয়মিত (রুটিন) তদন্তের মতো। স্টক এক্সচেঞ্জের কার্যাবলি যথানিয়মে চলছে কিনা, সেটি দেখা। সব ঠিক থাকলে ঠিক, না থাকলে সেটি জানানো। আর কিছু নয়।
তবে এই ধরনের কার্যক্রম প্রতিবছর হয় না জানিয়ে আবুল কালাম বলেন, এটি হওয়ার কথা প্রতি বছর বা কমিশন যখন মনে করবে। অনেক বছর পরে এটি হতে যাচ্ছে।
এদিকে বিএসইসির পরিচালক ফখরুল ইসলাম মজুমদারকে প্রধান করে সিএসইর কার্যক্রম নিরীক্ষার জন্য কমিটি করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন—অতিরিক্ত পরিচালক মো. সিদ্দিকুর রহমান, উপপরিচালক মো. রফিকুন্নবী এবং সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন।
বিএসইসির নির্দেশনায় বলা হয়, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) আইন ১৯৯৩ এর ধারা ৮২ (২) (ঝ)–এর সঙ্গে বিধিমালা ২০২০ এর বিধি ১৭ অনুযায়ী একটি ‘পরিদর্শন কমিটি’ (ইনস্পেকশন কমিটি) গঠন করা হয়েছে। কমিটির নিরীক্ষা কার্যক্রমকে স্টক এক্সচেঞ্জ সহায়তা করবে এবং সহজতর করবে, যাতে কমিটির চাওয়া সব তথ্য এবং কার্যক্রমের অনুমিত নিরাপত্তা প্রোটোকলসহ বিলম্ব ছাড়াই মঞ্জুর করা হয়।
দেশের দুই পুঁজিবাজার ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (ডিএসই ও সিএসই) সার্বিক কার্যক্রম খতিয়ে দেখতে কমিটি গঠন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
আজ বুধবার ডিএসই ও সিএসইর জন্য দুটি পৃথক কমিটি গঠন করে ২০ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। আদেশের চিঠি কমিটির সদস্যরা ছাড়াও উভয় স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বরাবর পাঠানো হয়েছে। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।
বিএসইসির কর্মকর্তারা বলছেন, কোনো অনিয়মের ভিত্তিতে স্টক এক্সচেঞ্জের কার্যক্রম নিরীক্ষার জন্য কমিটি করা হয়েছে, তেমন নয়। সাধারণ কার্যক্রমের অংশ হিসেবেই এটি করা হয়েছে।
ডিএসইর কার্যক্রম নিরীক্ষা তদন্ত কমিটির প্রধান বিএসইসির পরিচালক মো. আবুল কালাম। কমিটির অন্য সদস্যরা হলেন—অতিরিক্ত পরিচালক মোল্লা মো. মিরাজ উস সুন্নাহ, উপপরিচালক মো. বনি ইয়ামিন খান এবং সহকারী পরিচালক মুহাম্মদ সাদেকুর রহমান ভূঁইয়া।
কমিটির প্রধান আবুল কালাম আজকের পত্রিকাকে বলেন, কোনো অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি নয়। এটি নিয়মিত (রুটিন) তদন্তের মতো। স্টক এক্সচেঞ্জের কার্যাবলি যথানিয়মে চলছে কিনা, সেটি দেখা। সব ঠিক থাকলে ঠিক, না থাকলে সেটি জানানো। আর কিছু নয়।
তবে এই ধরনের কার্যক্রম প্রতিবছর হয় না জানিয়ে আবুল কালাম বলেন, এটি হওয়ার কথা প্রতি বছর বা কমিশন যখন মনে করবে। অনেক বছর পরে এটি হতে যাচ্ছে।
এদিকে বিএসইসির পরিচালক ফখরুল ইসলাম মজুমদারকে প্রধান করে সিএসইর কার্যক্রম নিরীক্ষার জন্য কমিটি করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন—অতিরিক্ত পরিচালক মো. সিদ্দিকুর রহমান, উপপরিচালক মো. রফিকুন্নবী এবং সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন।
বিএসইসির নির্দেশনায় বলা হয়, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) আইন ১৯৯৩ এর ধারা ৮২ (২) (ঝ)–এর সঙ্গে বিধিমালা ২০২০ এর বিধি ১৭ অনুযায়ী একটি ‘পরিদর্শন কমিটি’ (ইনস্পেকশন কমিটি) গঠন করা হয়েছে। কমিটির নিরীক্ষা কার্যক্রমকে স্টক এক্সচেঞ্জ সহায়তা করবে এবং সহজতর করবে, যাতে কমিটির চাওয়া সব তথ্য এবং কার্যক্রমের অনুমিত নিরাপত্তা প্রোটোকলসহ বিলম্ব ছাড়াই মঞ্জুর করা হয়।
৪৭০ কোটি ডলারের ঋণ কর্মসূচির আওতায় চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থ ছাড় নিয়ে বাংলাদেশ সফর শেষ করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রতিনিধিদল। তবে এবারের মিশনে পূর্বের মতো সফরের শেষে ‘স্টাফ লেভেল অ্যাগ্রিমেন্ট’ হয়নি। আইএমএফের এই সিদ্ধান্ত, অর্থাৎ চুক্তি ছাড়াই মিশন শেষ করা, পূর্বের রীতি থেকে একটি বড়
১ মিনিট আগেবাংলাদেশ থেকে আম ও ইলিশ আমদানিতে আগ্রহ প্রকাশ করেছেন চীনের ইউনান প্রদেশের গভর্নর ওয়াং ইউবো। গতকাল রোববার বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে বৈঠককালে তিনি এই আগ্রহের কথা জানান। বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ এবং বিভিন্ন খাতে সহযোগিতা জোরদার করার বিষয়ে আল
৯ মিনিট আগেমিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির সাবসিডিয়ারি প্রতিষ্ঠান এমটিবি ক্যাপিটাল লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন সুমিত পোদ্দার। রোববার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
৩ ঘণ্টা আগেজাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১৪ প্রকল্প অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকার। প্রকল্পগুলোর ব্যয় ধরা হয়েছে ২৪ হাজার ২৪৭ কোটি ২৪ লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন ৩ হাজার ১ কোটি ৩৪ লাখ টাকা, প্রকল্প ঋণ ১৬ হাজার ৭১৯ কোটি ৭৩ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ৪ হাজার ৪২৬ কোটি ১৭ লাখ
৫ ঘণ্টা আগে