পুঁজিবাজারের চলমান অস্থিরতার মধ্যে চেক জমা দিয়ে শেয়ার কেনা নিয়ে বিনিয়োগকারীদের উৎকণ্ঠা দূর করার উদ্যোগ নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। এখন থেকে ব্রোকারেজ হাউজে চেক জমা দিলেই শেয়ার কেনার সুযোগ মিলবে।
এক্ষেত্রে ব্রোকারেজ হাউজকে সেদিন বা পরের কর্মদিবসে চেক ব্যাংকে জমা দেয়াসহ চারটি শর্ত আরোপ করে গতকাল মঙ্গলবার নির্দেশনা জারি করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
এর আগে ১১ অক্টোবর চেকের টাকা নগদায়নের আগে তা দিয়ে শেয়ার কেনা যাবে না বলে নির্দেশনা দেয় বিএসইসি। এর প্রভাবে পরদিন থেকেই পুঁজিবাজারে লেনদেন কমে যেতে থাকে; টানা পতন চলতে থাকে সূচকে। এর ফলে কয়েক দিন ধরে বিনিয়োগকারী ও ব্রোকারেজ হাউসের কর্মকর্তাদের মধ্যে উৎকণ্ঠা ছিল। নতুন নির্দেশনার ফলে তার অবসান হলো বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।
নতুন নির্দেশনা অনুযায়ী, বিনিয়োগকারীরা এখন থেকে চেক, পে-অর্ডার বা ডিমান্ড ড্রাফট জমা দিয়ে দিনে দিনেই শেয়ার কেনার সুযোগ পাবেন। কিন্তু কোনো বিনিয়োগকারীর চেক প্রত্যাখ্যাত হলে ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংককে দায় নিতে হবে।
বিএসইসির নির্দেশনায় বলা হয়, চেক, পে-অর্ডার বা ডিমান্ড ড্রাফট লেনদেন চলাকালীন সময় জমা দিয়ে ওই দিনই শেয়ার কেনার সুযোগ পাবেন। সেগুলো সংশ্লিষ্ট ব্রোকারেজ হাউজ ও মার্চেন্ট ব্যাংককে ওই দিনই জমা দিনই ব্যাংকে জমা দিতে হবে। তবে লেনদেন সময়ের পর জমা হওয়া চেক, পে-অর্ডার বা ডিমান্ড ড্রাফট পরের কার্যদিবসে জমা দিতে হবে।
যদি কোনো বিনিয়োগকারীর চেক, পে-অর্ডার বা ডিমান্ড ড্রাফট প্রত্যাখ্যাত হয়, সে ক্ষেত্রে যে পরিমাণ অর্থের ঘাটতি হবে, তা সংশ্লিষ্ট ব্রোকারেজ হাউস বা মার্চেন্ট ব্যাংককে সমন্বিত গ্রাহক হিসাবে জমা দিতে হবে। অর্থাৎ কোনো বিনিয়োগকারীর চেক প্রত্যাখ্যাত হলে তার প্রাথমিক দায় সংশ্লিষ্ট ব্রোকারেজ হাউস বা মার্চেন্ট ব্যাংকের। শর্ত পরিপালনে ব্যর্থ ব্রোকারেজ হাউজ বা মার্চেন্ট ব্যাংক আইপিও, পুনঃ আইপিও কোটা সুবিধা হারাবে।
আর যেসব বিনিয়োগকারীর চেক, পে-অর্ডার বা ডিমান্ড ড্রাফট প্রত্যাখ্যাত হবে, তারা পরের একবছর চেক, পে-অর্ডার বা ডিমান্ড ড্রাফটের মাধ্যমে লেনদেন করতে পারবেন না। ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংকগুলোর কাছ থেকে প্রতি মাসে চেক প্রত্যাখ্যাত হওয়ার তথ্য সংগ্রহ করবে নিয়ন্ত্রক সংস্থা। চেক প্রত্যাখ্যাত হওয়া বিনিয়োগকারীদের বিরুদ্ধে অন্যান্য সিকিউরিটিজ আইনেও ব্যবস্থা নেওয়া হবে।
প্রতি মাসের ১০ তারিখের মধ্যে সব ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংককে বিনিয়োগকারীদের চেক, পে-অর্ডার ও ডিমান্ড ড্রাফট প্রত্যাখ্যাত হওয়ার তথ্য জমা দিতে নির্দেশনা দিয়েছে বিএসইসি। এসব সুযোগ দিলেও শেয়ার কেনাবেচার অর্থ জমার ক্ষেত্রে চেকের বদলে আরটিজিএস, বিএফটিএনসহ ব্যাংক খাতে প্রচলিত অন্যান্য লেনদেনব্যবস্থা ব্যবহারে উদ্বুদ্ধ করতে বলেছে বিএসইসি।
পুঁজিবাজারের চলমান অস্থিরতার মধ্যে চেক জমা দিয়ে শেয়ার কেনা নিয়ে বিনিয়োগকারীদের উৎকণ্ঠা দূর করার উদ্যোগ নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। এখন থেকে ব্রোকারেজ হাউজে চেক জমা দিলেই শেয়ার কেনার সুযোগ মিলবে।
এক্ষেত্রে ব্রোকারেজ হাউজকে সেদিন বা পরের কর্মদিবসে চেক ব্যাংকে জমা দেয়াসহ চারটি শর্ত আরোপ করে গতকাল মঙ্গলবার নির্দেশনা জারি করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
এর আগে ১১ অক্টোবর চেকের টাকা নগদায়নের আগে তা দিয়ে শেয়ার কেনা যাবে না বলে নির্দেশনা দেয় বিএসইসি। এর প্রভাবে পরদিন থেকেই পুঁজিবাজারে লেনদেন কমে যেতে থাকে; টানা পতন চলতে থাকে সূচকে। এর ফলে কয়েক দিন ধরে বিনিয়োগকারী ও ব্রোকারেজ হাউসের কর্মকর্তাদের মধ্যে উৎকণ্ঠা ছিল। নতুন নির্দেশনার ফলে তার অবসান হলো বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।
নতুন নির্দেশনা অনুযায়ী, বিনিয়োগকারীরা এখন থেকে চেক, পে-অর্ডার বা ডিমান্ড ড্রাফট জমা দিয়ে দিনে দিনেই শেয়ার কেনার সুযোগ পাবেন। কিন্তু কোনো বিনিয়োগকারীর চেক প্রত্যাখ্যাত হলে ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংককে দায় নিতে হবে।
বিএসইসির নির্দেশনায় বলা হয়, চেক, পে-অর্ডার বা ডিমান্ড ড্রাফট লেনদেন চলাকালীন সময় জমা দিয়ে ওই দিনই শেয়ার কেনার সুযোগ পাবেন। সেগুলো সংশ্লিষ্ট ব্রোকারেজ হাউজ ও মার্চেন্ট ব্যাংককে ওই দিনই জমা দিনই ব্যাংকে জমা দিতে হবে। তবে লেনদেন সময়ের পর জমা হওয়া চেক, পে-অর্ডার বা ডিমান্ড ড্রাফট পরের কার্যদিবসে জমা দিতে হবে।
যদি কোনো বিনিয়োগকারীর চেক, পে-অর্ডার বা ডিমান্ড ড্রাফট প্রত্যাখ্যাত হয়, সে ক্ষেত্রে যে পরিমাণ অর্থের ঘাটতি হবে, তা সংশ্লিষ্ট ব্রোকারেজ হাউস বা মার্চেন্ট ব্যাংককে সমন্বিত গ্রাহক হিসাবে জমা দিতে হবে। অর্থাৎ কোনো বিনিয়োগকারীর চেক প্রত্যাখ্যাত হলে তার প্রাথমিক দায় সংশ্লিষ্ট ব্রোকারেজ হাউস বা মার্চেন্ট ব্যাংকের। শর্ত পরিপালনে ব্যর্থ ব্রোকারেজ হাউজ বা মার্চেন্ট ব্যাংক আইপিও, পুনঃ আইপিও কোটা সুবিধা হারাবে।
আর যেসব বিনিয়োগকারীর চেক, পে-অর্ডার বা ডিমান্ড ড্রাফট প্রত্যাখ্যাত হবে, তারা পরের একবছর চেক, পে-অর্ডার বা ডিমান্ড ড্রাফটের মাধ্যমে লেনদেন করতে পারবেন না। ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংকগুলোর কাছ থেকে প্রতি মাসে চেক প্রত্যাখ্যাত হওয়ার তথ্য সংগ্রহ করবে নিয়ন্ত্রক সংস্থা। চেক প্রত্যাখ্যাত হওয়া বিনিয়োগকারীদের বিরুদ্ধে অন্যান্য সিকিউরিটিজ আইনেও ব্যবস্থা নেওয়া হবে।
প্রতি মাসের ১০ তারিখের মধ্যে সব ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংককে বিনিয়োগকারীদের চেক, পে-অর্ডার ও ডিমান্ড ড্রাফট প্রত্যাখ্যাত হওয়ার তথ্য জমা দিতে নির্দেশনা দিয়েছে বিএসইসি। এসব সুযোগ দিলেও শেয়ার কেনাবেচার অর্থ জমার ক্ষেত্রে চেকের বদলে আরটিজিএস, বিএফটিএনসহ ব্যাংক খাতে প্রচলিত অন্যান্য লেনদেনব্যবস্থা ব্যবহারে উদ্বুদ্ধ করতে বলেছে বিএসইসি।
অসুস্থতা, দুর্ঘটনাসহ বিপদে-আপদে বিশ্বজুড়ে মানুষের ভরসার কেন্দ্র ‘বিমা’। বিমা পলিসি করা থাকলেই হাসপাতালের বিল পরিশোধ বা দুর্ঘটনার ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে কোনো চিন্তা করতে হয় না গ্রাহককে। গ্রাহকের হয়ে বিমা কোম্পানিই সব শোধ করে দেয়। কিন্তু বাংলাদেশের বিমা খাত এখনো সেই ভরসার জায়গা হয়ে উঠতে পারেনি।
১ ঘণ্টা আগেপেঁয়াজের মৌসুম এখনো শেষ হয়নি। তার আগেই দাম বাড়তে শুরু করেছে। বাজারে দাম আরও বাড়বে; সেই আশায় কৃষক, ফড়িয়া, ব্যবসায়ী—সবাই সাধ্যমতো পেঁয়াজ ধরে রাখছেন, সুবিধামতো সময়ে ছাড়ছেন অল্প অল্প করে। আর এতেই মোকামে বাড়ছে পণ্যটির দাম, যার প্রভাব পড়ছে পাইকারি ও খুচরা বাজারে।
১ ঘণ্টা আগেদক্ষিণ এশিয়ার বাণিজ্য মানচিত্রে বাংলাদেশের অবস্থান বদলে দিতে যাচ্ছে মাতারবাড়ী। বহুল কাঙ্ক্ষিত গভীর সমুদ্রবন্দর প্রকল্পটি এখন আর কাগজে আঁকা স্বপ্ন নয়, সেটি বাস্তবায়নের মোক্ষম বাঁক পেরিয়ে প্রবেশ করতে যাচ্ছে নির্মাণপর্বে। এ লক্ষ্যে আগামীকাল মঙ্গলবার ঢাকায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে জাপানের দুটি
২ ঘণ্টা আগে৪৭০ কোটি ডলারের ঋণ কর্মসূচির আওতায় চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থ ছাড় নিয়ে বাংলাদেশ সফর শেষ করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রতিনিধিদল। তবে এবারের মিশনে পূর্বের মতো সফরের শেষে ‘স্টাফ লেভেল অ্যাগ্রিমেন্ট’ হয়নি। আইএমএফের এই সিদ্ধান্ত, অর্থাৎ চুক্তি ছাড়াই মিশন শেষ করা, পূর্বের রীতি থেকে একটি বড়
২ ঘণ্টা আগে