নিজস্ব প্রতিবেদক, ঢাকা
২০২৪-২৫ অর্থবছরের বাজেট ঘোষণার পর প্রথম কর্মদিবসে গতকাল রোববার দেশের পুঁজিবাজারে বড় দরপতন হয়েছে। প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অন্য বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সবকটি মূল্যসূচকের বড় পতন হয়েছে। ডিএসইতে লেনদেন কমে ৩০০ কোটি টাকার ঘরে নেমেছে।
পুঁজিবাজার সংশ্লিষ্টরা বলছেন, প্রস্তাবিত বাজেটে বাজারের জন্য কোনো সুখবর নেই; বরং নেতিবাচক কিছু ঘোষণা এসেছে। ব্যক্তি বিনিয়োগকারীদের ৫০ লাখ টাকার ওপর মূলধনি মুনাফা বা ক্যাপিটাল গেইনে করারোপ করা হয়েছে। অতালিকাভুক্ত কোম্পানির করপোরেট কর কমানো হয়েছে। এসবের প্রভাবে বাজেটের পর পুঁজিবাজারে বড় দরপতন হয়েছে।
এ বিষয়ে ডিএসইর এক সদস্য বলেন, ডিএসই ও পুঁজিবাজার সংশ্লিষ্টদের পক্ষ থেকে ক্যাপিটাল গেইনে করারোপ না করার দাবি জানানো হয়েছিল। সেই দাবি বাজেটে উপেক্ষিত হয়েছে। ব্যক্তি বিনিয়োগকারীদের ক্ষেত্রে ৫০ লাখ টাকার ওপরে ক্যাপিটাল গেইনে ১৫ শতাংশ কর দিতে হবে। ওই পরিমাণ মুনাফা করতে পারা বিনিয়োগকারীর সংখ্যা কম, কিন্তু তাঁরা বাজারে বড় ধরনের প্রভাব রাখেন। তাঁরা নিষ্ক্রিয় হয়ে পড়লে লেনদেনের গতি কমে, দরপতন হয়। এখন হয়তো সেটিই হচ্ছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৩৩টির, কমেছে ৩৪০টির এবং আগের দিনের দরে লেনদেন হয়েছে ১৯টির। এর প্রভাবে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৬৫ পয়েন্ট কমে ৫ হাজার ১৭১ পয়েন্টে নেমে গেছে।
দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ৩৫৭ কোটি ৯০ লাখ টাকা, যা আগের কর্মদিবসে ছিল ৫৪২ কোটি ৬০ লাখ টাকা। সে হিসাবে লেনদেন কমেছে ১৮৪ কোটি ৭০ লাখ টাকা। অন্যদিকে সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ১০৬ পয়েন্ট।
২০২৪-২৫ অর্থবছরের বাজেট ঘোষণার পর প্রথম কর্মদিবসে গতকাল রোববার দেশের পুঁজিবাজারে বড় দরপতন হয়েছে। প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অন্য বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সবকটি মূল্যসূচকের বড় পতন হয়েছে। ডিএসইতে লেনদেন কমে ৩০০ কোটি টাকার ঘরে নেমেছে।
পুঁজিবাজার সংশ্লিষ্টরা বলছেন, প্রস্তাবিত বাজেটে বাজারের জন্য কোনো সুখবর নেই; বরং নেতিবাচক কিছু ঘোষণা এসেছে। ব্যক্তি বিনিয়োগকারীদের ৫০ লাখ টাকার ওপর মূলধনি মুনাফা বা ক্যাপিটাল গেইনে করারোপ করা হয়েছে। অতালিকাভুক্ত কোম্পানির করপোরেট কর কমানো হয়েছে। এসবের প্রভাবে বাজেটের পর পুঁজিবাজারে বড় দরপতন হয়েছে।
এ বিষয়ে ডিএসইর এক সদস্য বলেন, ডিএসই ও পুঁজিবাজার সংশ্লিষ্টদের পক্ষ থেকে ক্যাপিটাল গেইনে করারোপ না করার দাবি জানানো হয়েছিল। সেই দাবি বাজেটে উপেক্ষিত হয়েছে। ব্যক্তি বিনিয়োগকারীদের ক্ষেত্রে ৫০ লাখ টাকার ওপরে ক্যাপিটাল গেইনে ১৫ শতাংশ কর দিতে হবে। ওই পরিমাণ মুনাফা করতে পারা বিনিয়োগকারীর সংখ্যা কম, কিন্তু তাঁরা বাজারে বড় ধরনের প্রভাব রাখেন। তাঁরা নিষ্ক্রিয় হয়ে পড়লে লেনদেনের গতি কমে, দরপতন হয়। এখন হয়তো সেটিই হচ্ছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৩৩টির, কমেছে ৩৪০টির এবং আগের দিনের দরে লেনদেন হয়েছে ১৯টির। এর প্রভাবে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৬৫ পয়েন্ট কমে ৫ হাজার ১৭১ পয়েন্টে নেমে গেছে।
দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ৩৫৭ কোটি ৯০ লাখ টাকা, যা আগের কর্মদিবসে ছিল ৫৪২ কোটি ৬০ লাখ টাকা। সে হিসাবে লেনদেন কমেছে ১৮৪ কোটি ৭০ লাখ টাকা। অন্যদিকে সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ১০৬ পয়েন্ট।
ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের ভাউলার হাট উত্তরবঙ্গের সবচেয়ে বড় শুকনা মরিচের হাট, যেখানে সূর্য ওঠার আগেই জমে ওঠে কোটি টাকার বেচাকেনা। কোথাও চলছে মরিচ বস্তাবন্দী, কোথাও পাইকারদের হাঁকডাক আর দরদাম।
১০ ঘণ্টা আগেপুঁজিবাজারে দীর্ঘমেয়াদি মন্দার মধ্যেই নতুন অর্থনৈতিক সম্ভাবনার দ্বার খুলতে যাচ্ছে কমোডিটি এক্সচেঞ্জ। চলতি বছরের ডিসেম্বরে দেশে প্রথমবারের মতো এই কমোডিটি এক্সচেঞ্জ প্ল্যাটফর্মে পরীক্ষামূলক লেনদেন শুরু করতে যাচ্ছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)।
১০ ঘণ্টা আগেজীবনবিমা গ্রাহকদের দাবির টাকা বছরের পর বছর আটকে রাখছে বেশির ভাগ কোম্পানি। সব মিলিয়ে দাবির অঙ্ক ৪ হাজার ৬ কোটি ৯৪ লাখ টাকা ছাড়িয়েছে। আর এর প্রায় ৯১ শতাংশই আটকে আছে মাত্র সাতটি কোম্পানির হাতে। এই চিত্র স্পষ্ট করে দিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) সর্বশেষ প্রতিবেদন।
১৬ ঘণ্টা আগেকৃষকের ন্যায্যমূল্য নিশ্চিতে ওএমএসের মাধ্যমে আলু বিক্রির চিন্তাভাবনা করছে সরকার। কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) জাহাঙ্গীর আলম চৌধুরী আজ সোমবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান।
১ দিন আগে