Ajker Patrika

পুঁজিবাজারে সাত মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২২, ১৭: ০৩
পুঁজিবাজারে সাত মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন

দেশের পুঁজিবাজারে টানা বড় দরপতন অব্যাহত রয়েছে। পাশাপাশি শেয়ার লেনদেনেও দেখা দিয়েছে ধস। আজ বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনের পাশাপাশি লেনদেন ৮৪৯ কোটি টাকায় নেমে গেছে। যা গত সাত মাসের মধ্যে ডিএসইতে সর্বনিম্ন লেনদেন হয়েছে।

পুঁজিবাজার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দেশের দুই পুঁজিবাজার ডিএসই এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচকের বড় দরপতন হয়েছে। আর পুঁজিবাজারে লেনদেনকৃত অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দামও কমেছে।

বৃহস্পতিবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৬৫ পয়েন্ট কমে ৬ হাজার ৮২৫ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অপর দুই সূচকের মধ্যে বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ২৮ পয়েন্ট কমে দুই হাজার ৬০২ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই শরিয়াহ্ সূচক ৯ পয়েন্ট কমে এক হাজার ৪৪২ পয়েন্টে দাঁড়িয়েছে।

এ ছাড়া ডিএসইতে আজ লেনদেনকৃত ৩৬২টি প্রতিষ্ঠানের মধ্যে দাম কমেছে ২৪১ টির, বেড়েছে ৮৯ টির এবং ৩২ টির শেয়ারের দাম অপরিবর্তিত ছিল।

ডিএসইতে আজ ৮৪৯ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা গত সাত মাসের মধ্যে ডিএসইতে সর্বনিম্ন লেনদেন। আর আগের কার্যদিবসের চেয়ে ডিএসইতে লেনদেন কমেছে ২৭৯ কোটি ৭৮ লাখ টাকা।

গতকাল বুধবার ডিএসইতে ১ হাজার ১২৯ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এর আগে এ বছর ২৮ এপ্রিল ডিএসইতে শেয়ার লেনদেনের পরিমাণ ছিল ৯৪০ কোটি ৩২ লাখ টাকা। এরপর বৃহস্পতিবারের আগে ডিএসইতে প্রতি কার্যদিবসে হাজার কোটি টাকার নিচে লেনদেন হয়নি।

বৃহস্পতিবার ডিএসইতে শেয়ার লেনদেনে শীর্ষস্থানীয় ১০ প্রতিষ্ঠান হলো-বেক্সিমকো লিমিটেড, ওয়ান ব্যাংক, প্যারামাউন্ট টেক্সটাইল, আইএফআইসি ব্যাংক, জেনেক্স ইনফোসিস, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ফরচুন সুজ, এনআরবিসি ব্যাংক, সাইফ পাওয়ারটেক এবং ওরিয়ন ফার্মা।

এ ছাড়া আজ দেশের অপর পুঁজিবাজার সিএসইতে সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ২১১ পয়েন্ট। সিএসইতে আজ লেনদেন হয়েছে ৩৫ কোটি ৫৪ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ২৩ কোটি টাকা কম। গতকাল বুধবার সিএসইতে ৫৮ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বৃহস্পতিবার সিএসইতে লেনদেনকৃত ২৬০টি প্রতিষ্ঠানের মধ্যে দাম কমেছে ১৮২ টির, বেড়েছে ৫৫ টির দাম এবং ২৩ টির শেয়ারের দাম অপরিবর্তিত ছিল। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত