নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশের পুঁজিবাজারে কিছুটা চাঙাভাব ফিরেছে। আজ বুধবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার লেনদেন দেড় হাজার কোটি টাকা ছাড়িয়েছে। আর ডিএসইতে প্রধান মূল্যসূচক সামান্য বাড়লেও কমেছে অন্য সূচকগুলো। পাশাপাশি আজ পুঁজিবাজারে লেনদেনকৃত বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দামও কমেছে। সব মিলিয়ে পুঁজিবাজারে মিশ্র প্রবণতা দেখা গেছে।
পুঁজিবাজার সূত্রে জানা গেছে, আজ প্রধান পুঁজিবাজার ডিএসই এবং অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান মূল্যসূচক বাড়লেও কমেছে অন্য সূচকগুলো। এর আগে গতকাল মঙ্গলবার পুঁজিবাজারে মূল্যসূচকের বড় উত্থান হয়েছিল। ডিএসইর প্রধান মূল্যসূচক ১১৫ পয়েন্ট বেড়েছিল।
আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৪ পয়েন্ট বেড়ে ৭ হাজার ৬০ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ্ দশমিক ৬৭ পয়েন্ট কমে ১ হাজার ৪৮৪ পয়েন্টে দাঁড়িয়েছে। আর বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ৭ পয়েন্ট কমে ২ হাজার ৬৮৩ পয়েন্টে অবস্থান করছে।
ডিএসইতে আজ মোট ১ হাজার ৫০৭ কোটি ২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের কার্যদিবস গতকাল মঙ্গলবার ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ১ হাজার ৪৯১ কোটি ৮৫ লাখ টাকা। এ হিসেবে লেনদেন বেড়েছে ১৫ কোটি ১৭ লাখ টাকা।
বুধবার ডিএসইতে লেনদেনকৃত ৩৭৬টি প্রতিষ্ঠানের মধ্যে দাম কমেছে ১৭৭টির, বেড়েছে ১৫২টির এবং ৩৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম অপরিবর্তিত ছিল।
আজ ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষস্থানীয় দশ প্রতিষ্ঠান হলো-আইএফআইসি ব্যাংক, বেক্সিমকো, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, ওরিয়ন ফার্মা, এনআরবিসি ব্যাংক, ফরচুন সুজ, জিনেক্স ইনফোসিস, ব্র্যাক ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক এবং কাট্টালী টেক্সটাইল।
বুধবার দেশের অপর পুঁজিবাজার সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ৩ পয়েন্ট বেড়ে ২০ হাজার ৬৪২ পয়েন্টে দাড়িয়েছে। সিএসইতে আজ মোট ৫৫ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে প্রায় ১০ কোটি টাকা কম। আগের দিন মঙ্গলবার সিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ৬৫ কোটি ৯৩ লাখ টাকার। আজ সিএসইতে লেনদেনকৃত ২৮৯টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১২৮টির, কমেছে ১২৭টির এবং অপরিবর্তিত ছিল ৩৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
দেশের পুঁজিবাজারে কিছুটা চাঙাভাব ফিরেছে। আজ বুধবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার লেনদেন দেড় হাজার কোটি টাকা ছাড়িয়েছে। আর ডিএসইতে প্রধান মূল্যসূচক সামান্য বাড়লেও কমেছে অন্য সূচকগুলো। পাশাপাশি আজ পুঁজিবাজারে লেনদেনকৃত বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দামও কমেছে। সব মিলিয়ে পুঁজিবাজারে মিশ্র প্রবণতা দেখা গেছে।
পুঁজিবাজার সূত্রে জানা গেছে, আজ প্রধান পুঁজিবাজার ডিএসই এবং অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান মূল্যসূচক বাড়লেও কমেছে অন্য সূচকগুলো। এর আগে গতকাল মঙ্গলবার পুঁজিবাজারে মূল্যসূচকের বড় উত্থান হয়েছিল। ডিএসইর প্রধান মূল্যসূচক ১১৫ পয়েন্ট বেড়েছিল।
আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৪ পয়েন্ট বেড়ে ৭ হাজার ৬০ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ্ দশমিক ৬৭ পয়েন্ট কমে ১ হাজার ৪৮৪ পয়েন্টে দাঁড়িয়েছে। আর বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ৭ পয়েন্ট কমে ২ হাজার ৬৮৩ পয়েন্টে অবস্থান করছে।
ডিএসইতে আজ মোট ১ হাজার ৫০৭ কোটি ২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের কার্যদিবস গতকাল মঙ্গলবার ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ১ হাজার ৪৯১ কোটি ৮৫ লাখ টাকা। এ হিসেবে লেনদেন বেড়েছে ১৫ কোটি ১৭ লাখ টাকা।
বুধবার ডিএসইতে লেনদেনকৃত ৩৭৬টি প্রতিষ্ঠানের মধ্যে দাম কমেছে ১৭৭টির, বেড়েছে ১৫২টির এবং ৩৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম অপরিবর্তিত ছিল।
আজ ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষস্থানীয় দশ প্রতিষ্ঠান হলো-আইএফআইসি ব্যাংক, বেক্সিমকো, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, ওরিয়ন ফার্মা, এনআরবিসি ব্যাংক, ফরচুন সুজ, জিনেক্স ইনফোসিস, ব্র্যাক ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক এবং কাট্টালী টেক্সটাইল।
বুধবার দেশের অপর পুঁজিবাজার সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ৩ পয়েন্ট বেড়ে ২০ হাজার ৬৪২ পয়েন্টে দাড়িয়েছে। সিএসইতে আজ মোট ৫৫ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে প্রায় ১০ কোটি টাকা কম। আগের দিন মঙ্গলবার সিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ৬৫ কোটি ৯৩ লাখ টাকার। আজ সিএসইতে লেনদেনকৃত ২৮৯টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১২৮টির, কমেছে ১২৭টির এবং অপরিবর্তিত ছিল ৩৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিতে ওএমএসের মাধ্যমে আলু বিক্রির চিন্তাভাবনা করছে সরকার। কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) জাহাঙ্গীর আলম চৌধুরী আজ সোমবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান।
৩ ঘণ্টা আগেসরকারি ও বেসরকারি পর্যায়ে মোট ৯ লাখ টন চাল আমদানির পরিকল্পনা করেছে বাংলাদেশ। আর বাংলাদেশের এই পরিকল্পনায় আশায় বুক বাঁধছেন ভারতীয় ব্যবসায়ীরা। গত বছরের আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে ভারত-বাংলাদেশ সম্পর্ক তলানিতে ঠেকে। তারই পরিপ্রেক্ষিতে বাংলাদেশে ভারতীয় রপ্তানি...
৬ ঘণ্টা আগেবাংলাদেশের অগ্রযাত্রায় আর্থিক অন্তর্ভুক্তি একটি গুরুত্বপূর্ণ ধাপ। তবে আর্থিক অন্তর্ভুক্তির সুযোগ থেকে এখনো বঞ্চিত কোটি কোটি মানুষ। আধুনিক ব্যাংকিং ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের সুবিধা নিতে না পারার কারণে দেশের বিপুল জনগোষ্ঠী রয়েছে অর্থনৈতিক লেনদেনের আনুষ্ঠানিক ব্যবস্থার বাইরে।
১৩ ঘণ্টা আগেপুঁজিবাজার স্থিতিশীলতা তহবিল বা ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ডকে (সিএমএসএফ) কেন্দ্রীয় লভ্যাংশ বিতরণকারী সংস্থা বা ‘ডিভিডেন্ড হাব’ হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার। এই লক্ষ্যে প্রতিষ্ঠানটির আইনগত ভিত্তি জোরদার করা এবং কার্যপরিধি বাড়ানোর প্রক্রিয়া চলছে।
১৩ ঘণ্টা আগে