Ajker Patrika

মেটলাইফ থ্রিসিক্সটি হেলথ ডাউনলোড হয়েছে দেড় লাখের বেশি

আপডেট : ০৪ জুন ২০২২, ১৭: ৩১
মেটলাইফ থ্রিসিক্সটি হেলথ ডাউনলোড হয়েছে দেড় লাখের বেশি

চালু করার মাত্র কয়েক মাসের মধ্যেই মেটলাইফ থ্রিসিক্সটি হেলথ মোবাইল অ্যাপ বাংলাদেশে দেড় লাখেরও বেশিবার ডাউনলোড করা হয়েছে। দেশের অন্যতম জনপ্রিয় স্বাস্থ্য ও ফিটনেস-সংক্রান্ত অ্যাপের তালিকায় জায়গা করে নিয়েছে অ্যাপটি।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, থ্রিসিক্সটি হেলথ অ্যাপের নতুন ধরনের ফিচার ব্যবহারকারীদের স্বাস্থ্যকর ও সুরক্ষিত জীবনযাপনে সহায়তা করছে। কোভিড-১৯ এর উপসর্গ পরীক্ষা, ব্যক্তিগত স্বাস্থ্যঝুঁকি মূল্যায়ন এবং উপযুক্ত আর্থিক সুরক্ষার বিভিন্ন অপশন পাওয়া যাবে অ্যাপটিতে। 

মেটলাইফের গ্রাহকেরা বিনা মূল্যে অনলাইনে ডাক্তারের পরামর্শ, ডায়াগনস্টিক পরীক্ষায় বিশেষ ছাড় এবং কার্ডিওলজিস্ট, সাইকোলজিস্ট, নিউট্রিশনিস্ট, গাইনোকোলজিস্ট, গ্যাস্ট্রোলজিস্টসহ বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট অনলাইনে নিতে পারবেন। 

অ্যাপটি ব্যবহার করে গ্রাহকেরা অনলাইনে ওষুধ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সরঞ্জাম কিনতে পারবেন। এ ছাড়াও, গ্রাহকেরা তাদের পলিসি-সম্পর্কিত তথ্য যেমন পলিসির অবস্থা, পলিসির মেয়াদপূর্তির তারিখ এবং প্রিমিয়ামের শেষ তারিখ সরাসরি এই মোবাইল অ্যাপ থেকে জানতে পারবেন। 

অ্যাপ ডাউনলোডের মাইলফলক অর্জন নিয়ে মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী আলা আহমদ বলেন, ‘বাংলাদেশের মানুষের জন্য উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার মাধ্যমে একটি নিরাপদ ভবিষ্যৎ গড়ে তুলতে সাহায্য করবে মেটলাইফ থ্রিসিক্সটি হেলথ। এই অ্যাপটি ব্যবহার করে দেশের মানুষ স্বাস্থ্যকর ও স্বাচ্ছন্দ্যপূর্ণ জীবনযাপন করতে পারছেন দেখে আমরা অত্যন্ত আনন্দিত।’ 

থ্রিসিক্সটি হেলথ অ্যাপটি বিনা মূল্যে যে কেউ গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত