Ajker Patrika

পাহাড়ি ফল কিনবে চীনা ডাকা টাকা, রাঙামাটি ফুড প্রোডাক্টসের সঙ্গে চুক্তি সই

পাহাড়ি ফল কিনবে চীনা ডাকা টাকা, রাঙামাটি ফুড প্রোডাক্টসের সঙ্গে চুক্তি সই

ডাকা টাকা (বেইজিং) ইন্টারন্যাশনাল কোং লিমিটেড ও এক্সপো গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান রাঙামাটি ফুড প্রোডাক্টসের মধ্যে সমঝোতা চুক্তি সই হয়েছে। 

গত ৮ মে রাজধানীর মতিঝিলে রাঙামাটি ফুড প্রোডাক্টসের প্রধান কার্যালয়ে এই চুক্তি সই হয়। 

ডাকা টাকা (বেইজিং) ইন্টারন্যাশনালের পক্ষে হি জিং এবং এক্সপো গ্রুপের পক্ষে কোম্পানির চেয়ারম্যান তানিয়া সুলতানা সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন। 

সমঝোতা অনুযায়ী ডাকা টাকা রাঙামাটি ফুডসের নিজস্ব কারখানায় প্রক্রিয়াজাত পাহাড়ি আনারস, কাঁঠাল, পেয়ারা, আমসহ বিভিন্ন মৌসুমি ফল এবং প্রক্রিয়াজাত ইলিশ সরাসরি কিনবে।

এ ছাড়া দুই প্রতিষ্ঠান নিজ নিজে দেশে ব্যবসা সম্প্রসারণে ও বাজার গবেষণায় পরস্পরকে সহযোগিতা করবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত