Ajker Patrika

আলোক হেলথকেয়ার অ্যান্ড হাসপাতালের বার্ষিক আলোচনা সভা অনুষ্ঠিত

বিজ্ঞপ্তি
আলোক হেলথকেয়ার অ্যান্ড হাসপাতালের বার্ষিক আলোচনা সভা (এজিএম) সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। ছবি: সংগৃহীত
আলোক হেলথকেয়ার অ্যান্ড হাসপাতালের বার্ষিক আলোচনা সভা (এজিএম) সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। ছবি: সংগৃহীত

আলোক হেলথকেয়ার অ্যান্ড হাসপাতালের বার্ষিক আলোচনা সভা (এজিএম) সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর প্রধান কার্যালয়ে বেলা ১১টায় শুরু হওয়া এ সভা ২টায় শেষ হয়।

সভায় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান, পরিচালক, উপদেষ্টা ও উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া হাসপাতালের বিভিন্ন বিভাগের চিকিৎসক, নার্স ও কর্মচারীরা এই সভায় অংশ নেন।

সভায় আলোচনায় উঠে আসে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, আধুনিক প্রযুক্তি ব্যবহারের প্রসার এবং রোগীদের সেবার মান আরও উন্নত করার পরিকল্পনা। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান বক্তব্যে বলেন, ‘আমাদের লক্ষ্য স্বাস্থ্যসেবাকে সহজলভ্য ও বিশ্বমানের করে তোলা।’

অনুষ্ঠান শেষে সেরা কর্মীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় এবং হাসপাতালের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত