Ajker Patrika

প্রফেসর ডা. মোহাম্মদ আলীকে সংবর্ধনা প্রদান করল বিআরবি হাসপাতাল

অনলাইন ডেস্ক
আপডেট : ১৪ জুন ২০২২, ১৭: ০১
Thumbnail image

সুইজারল্যান্ডের জেনেভায় ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন (ডব্লিউএইচও) এবং ওয়ার্ল্ড হেপাটাইটিস অ্যালায়েন্স (ডব্লিউএইচএ) ওয়ার্ল্ড হেপাটাইটিস সামিট-২০২২ আয়োজন করে। সামিটে ওয়ার্ল্ড হেপাটাইটিস অ্যালায়েন্স-এর আমন্ত্রণে বাংলাদেশের হেপাটোবিলিয়ারী পেনক্রিয়াটিক সার্জারির পথিকৃৎ, বাংলাদেশের প্রথম সফল লিভার ট্রান্সপ্লান্ট সার্জন ও ন্যাশনাল লিভার ফাউন্ডেশন অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা এবং বিআরবি হাসপাতালে হেপাটোবিলিয়ারি এবং পেনক্রিয়াটিক বিভাগের প্রধান প্রফেসর মোহাম্মদ আলী অংশগ্রহণ করেন। 

ওয়ার্ল্ড হেপাটাইটিস সামিটে অংশ নিয়ে তিনি বাংলাদেশের জন্য বিরল সম্মান বয়ে এনেছেন। সামিটে প্রফেসর ডা. মোহাম্মদ আলী বাংলাদেশে হেপাটাইটিস ভাইরাসের প্রকোপ, সংক্রমণ এবং প্রতিরোধে করণীয় সম্পর্কে বক্তব্য পেশ করেন। মা থেকে শিশুদের মধ্যে সংক্রমণ এবং প্রতিরোধ ও বাংলাদেশে শিশুদের হেপাটাইটিস-বি টিকা প্রদান নিয়ে দুটি সেশনে লেকচার প্রদান করেন তিনি। বাংলাদেশে ব্যাপক আকারে হেপাটাইটিস টিকা দেওয়ার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার দৃষ্টি আকর্ষণ করেন। এ ছাড়া তিনি বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের হেপাটাইটিস-বি ও সি সংক্রমণ সংক্রান্ত ন্যাশনাল লিভার ফাউন্ডেশন কর্তৃক আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত স্টাডির ফলাফল বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও সহযোগী বিভিন্ন সংস্থাকে অবহিত করেন। সামিটে বাংলাদেশ সরকারের চিকিৎসা খাতে বিভিন্ন সফলতার বর্ণনা ‍ও ভুয়সী প্রশংসার পাশাপাশি  ২০৩০ সাল নাগাদ হেপাটাইটিস ভাইরাস নির্মূল করা হবে বলে আশা প্রকাশ করেন।

বাংলাদেশের চিকিৎসা খাতে এ বিরল সম্মান অর্জন করায় প্রফেসর ডা. মোহাম্মদ আলীকে বিআরবি হাসপাতালের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়। প্রফেসর ডা. মোহাম্মদ আলীকে সংবর্ধনা প্রদান করেন বিআরবি গ্রুপের পরিচালক মফিজুর রহমান এবং হাসপাতালের কনসালটেন্টদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন প্রফেসর ডা. গুলশান আরা ও ডা. কাজী ফয়েজা আক্তার। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএমএস ও সিইও (ভারপ্রাপ্ত) ডা. মো. মনসুর আলী। এ সময় বিআরবি হাসপাতালের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও কনসালটেন্ট, মেডিকেল অফিসার, সিনিয়র স্টাফ নার্স এবং হাসপাতালের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত