Ajker Patrika

নগদ মেগা ক্যাম্পেইনের পুরস্কার নিলেন বিজয়ীরা

বিজ্ঞপ্তি
Thumbnail image

ঈদ সামনে রেখে ডাক বিভাগের মোবাইল ফোন ভিত্তিক আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ লিমিটেড দিচ্ছে বিভিন্ন অফার। এতে মেগা অফার হিসেবে থাকছে একটি বিএমডব্লিউ গাড়ি। এ ছাড়া প্রতিদিন বিভিন্ন পুরস্কার জেতা যাবে। পুরস্কারের মধ্যে মোটরসাইকেল, টেলিভিশন, ফ্রিজ, মোবাইল ফোন ও ট্যাব জিতে নিচ্ছেন গ্রাহকেরা। 

ঢাকার বনানীতে নগদ লিমিটেডের প্রধান কার্যালয়ে গতকাল রোববার ওই পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ২৩,২৪ ও ২৫ মার্চের পুরস্কার বিতরণ করা হয়। নগদের চিফ কমার্শিয়াল অফিসার সাদাত আদনান আহমেদ, ইনোভেশন অ্যান্ড ইনসাইটস ডিভিশনের ডিরেক্টর মোহাম্মদ সোলাইমান, হেড অব কাস্টমার সার্ভিস কৌশিক সাহা, হেড অব বিটিএল অ্যান্ড ইভেন্টস ইমরান হায়দার ও হেড অব কমিউনিকেশন স্ট্র্যাটেজি মনসুরুল আজিজ এ সময় উপস্থিত ছিলেন। 

মেগা পুরস্কারের অংশ হিসেবে মোটরসাইকেল জিতে নেন শহিদুল ইসলাম মামুন, রেফ্রিজারেটর নেন তাসলিমা, টেলিভিশন পুরস্কার পান ওমর ফারুক, সাফিন আল আনসার, নাসিম মণ্ডল, সজল রায় ও মোহাম্মদ ফারুক। এ ছাড়া মোবাইল ফোন নেন মো. নাসির উদ্দিন, মো. আবুল কালাম আজাদ ও গোলাম সারওয়ার। নোটপ্যাড জিতে নেন মো. আবদুল্লাহ জাহেদ, নাসিম হায়দার, নজরুল ইসলাম ও মো. রেজাউল করিম জামান। 

পুরস্কার নেওয়ার পর মোটরসাইকেল বিজয়ী শহিদুল ইসলাম মামুন তাঁর অনুভূতি প্রকাশ করেন। তিনি জানান, ভাবতেও পারেননি তিনি মোটরসাইকেল জিতবেন। মোটরসাইকেল পেয়ে তাঁর উপকার হলো। তিনি নগদে আরও বেশি লেনদেন করবেন বলে জানান। 
 
পুরস্কার বিতরণ অনুষ্ঠানের নগদের চিফ কমার্শিয়াল অফিসার সাদাত আদনান আহমেদ বলেন, ‘আমরা মানুষের মধ্যে আনন্দ ছড়িয়ে দিতে এবং মানুষকে ক্যাশ লেস সোসাইটি গড়তে উৎসাহিত করছি। যার কারণে আমরা এই মেগা অফার দেওয়ার উদ্যোগ নিয়েছি এবং বিপুল সাড়া পাচ্ছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত