Ajker Patrika

শিক্ষার্থীদের ভর্তির আবেদন-নিবন্ধন ফি এখন বিকাশে

অনলাইন ডেস্ক
শিক্ষার্থীদের ভর্তির আবেদন-নিবন্ধন ফি এখন বিকাশে

২০২২-২৩ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ভর্তির পাশাপাশি টেকনিক্যাল ও ডিপ্লোমা কারিকুলামের ভর্তি সংক্রান্ত বিভিন্ন ফি এখন বিকাশ অ্যাপের মাধ্যমে দেওয়া যাচ্ছে। গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিকাশ এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সব শিক্ষাবোর্ডের অধীনে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ভর্তির প্রথম পর্যায়ের আবেদন ইতিমধ্যে শেষ হয়েছে। প্রথম পর্যায়ে প্রাথমিকভাবে নির্বাচিত শিক্ষার্থীরা তাদের নিবন্ধন ফি বিকাশ অ্যাপ থেকেই পরিশোধ করতে পারছেন অনায়াসে। শিক্ষার্থীরা ১ জানুয়ারি থেকে ৮ জানুয়ারি পর্যন্ত নিবন্ধন ফি পরিশোধ করতে পারবেন। দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের আবেদন ফি এবং নিবন্ধন ফিও বিকাশ অ্যাপ দিয়ে পরিশোধের সুযোগ পাবেন শিক্ষার্থীরা। 

শিক্ষার্থীরা http://xiclassadmission.gov.bd/  এই লিংকে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন করতে পারছেন। এ ছাড়া বিকাশ অ্যাপ দিয়ে একাদশ শ্রেণির যেকোনো ফি পরিশোধ করলে গ্রাহক পাচ্ছেন ৩ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। ৩১ জানুয়ারি পর্যন্ত একজন গ্রাহক সর্বোচ্চ ১০ বার এই ক্যাশব্যাক অফার নিতে পারেন। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বিকাশ অ্যাপ থেকে আবেদন ফি দিতে অ্যাপের হোমস্ক্রিনে ‘এডুকেশন ফি’ আইকন থেকে ‘XI Class Admission’ অপশনে ট্যাপ করতে হবে। বোর্ডের নাম, পাসের বছর সিলেক্ট করে রোল নম্বর ও মোবাইল নম্বর টাইপ করতে হবে। ফি এর পরিমাণ চেক করে পরের স্ক্রিনে যেতে ট্যাপ করতে হবে। পরের ধাপে বিকাশ পিন দিয়ে লেনদেন সম্পন্ন হলেই কনফার্মেশন ম্যাসেজ ও ডিজিটাল রিসিট পেয়ে যাবেন আবেদনকারীরা। বিকাশ নম্বরে একটি এসএমএসও পাওয়া যাবে যা পরবর্তী কার্যক্রমের জন্য সংরক্ষণ করতে হবে। 

একইভাবে বিকাশ অ্যাপের ‘এডুকেশন ফি’ অপশনে গিয়ে বিটিইবি (BTEB) সিলেক্ট করে সহজ কয়েকটি ধাপ অনুসরণ করে টেকনিক্যাল ও ডিপ্লোমা ভর্তির জন্যও আবেদন করা যাবে। 

এ ছাড়া বিস্তারিত আরও তথ্য জানা যাবে https://www.bkash.com/campaign/charge-free-on-admission-fee এই লিংকে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত