নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশের পুঁজিবাজারে ধারাবাহিকভাবে লেনদেন কমছে। আজ বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রায় সাত মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন হয়েছে। পাশাপাশি দাম কমেছে লেনদেনকৃত বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের। তবে মূল্যসূচক কিছুটা বেড়েছে।
পুঁজিবাজার সূত্রে জানা গেছে, আজ দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইতে প্রায় সাত মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন হয়েছে। ডিএসইর পাশাপাশি দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেনকৃত অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে। সিএসইতেও মূল্যসূচক কিছুটা বাড়ার পাশপাশি লেনদেন আগের কার্যদিবসের তুলনায় কিছুটা বেড়েছে।
ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৮ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৯০৬ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ্ ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪৬২ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ১৫ পয়েন্ট বেড়ে ২ হাজার ৬০১ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে লেনদেনকৃত প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ারের দাম কমেছে ১৯৫টির, বেড়েছে ১৩১টির এবং ৪৯টির দাম অপরিবর্তিত ছিল।
ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১ হাজার ৬৮ কোটি ৪২ লাখ টাকার শেয়ার। এর আগে চলতি বছরের ২৮ এপ্রিল ডিএসইতে লেনদেন হয়েছিল ৯৪০ কোটি ৩২ লাখ টাকা। এরপর ডিএসইতে আর হাজার কোটি টাকার কম লেনদেন হয়নি।
টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকোর শেয়ার। প্রতিষ্ঠানটির ৯৯ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা এনআরবিসি ব্যাংকের ৬৩ কোটি ২১ লাখ টাকার লেনদেন হয়েছে। ৫০ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে ব্রিটিশ আমেরিকান টোবাকো।
আর ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষস্থানীয় ১০ প্রতিষ্ঠানের তালিকায় থাকা অন্য প্রতিষ্ঠানগুলো হলো- লাফার্জহোলসিম বাংলাদেশ, ওরিয়ন ফর্মা, আইএফআইসি ব্যাংক, আলিফ ম্যানুফ্যাকচারিং, সাইফ পাওয়ার, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স এবং বেক্সিমকো ফার্মা।
দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ১০ পয়েন্ট। সিএসইতে লেনদেন হয়েছে ৩৪ কোটি ১৬ লাখ টাকা। লেনদেনকৃত ২৭৪টি প্রতিষ্ঠানের মধ্যে দাম কমেছে ১৪৭ টির, বেড়েছে ৯৫টির এবং ৩২ টির দাম অপরিবর্তিত ছিল।
দেশের পুঁজিবাজারে ধারাবাহিকভাবে লেনদেন কমছে। আজ বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রায় সাত মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন হয়েছে। পাশাপাশি দাম কমেছে লেনদেনকৃত বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের। তবে মূল্যসূচক কিছুটা বেড়েছে।
পুঁজিবাজার সূত্রে জানা গেছে, আজ দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইতে প্রায় সাত মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন হয়েছে। ডিএসইর পাশাপাশি দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেনকৃত অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে। সিএসইতেও মূল্যসূচক কিছুটা বাড়ার পাশপাশি লেনদেন আগের কার্যদিবসের তুলনায় কিছুটা বেড়েছে।
ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৮ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৯০৬ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ্ ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪৬২ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ১৫ পয়েন্ট বেড়ে ২ হাজার ৬০১ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে লেনদেনকৃত প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ারের দাম কমেছে ১৯৫টির, বেড়েছে ১৩১টির এবং ৪৯টির দাম অপরিবর্তিত ছিল।
ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১ হাজার ৬৮ কোটি ৪২ লাখ টাকার শেয়ার। এর আগে চলতি বছরের ২৮ এপ্রিল ডিএসইতে লেনদেন হয়েছিল ৯৪০ কোটি ৩২ লাখ টাকা। এরপর ডিএসইতে আর হাজার কোটি টাকার কম লেনদেন হয়নি।
টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকোর শেয়ার। প্রতিষ্ঠানটির ৯৯ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা এনআরবিসি ব্যাংকের ৬৩ কোটি ২১ লাখ টাকার লেনদেন হয়েছে। ৫০ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে ব্রিটিশ আমেরিকান টোবাকো।
আর ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষস্থানীয় ১০ প্রতিষ্ঠানের তালিকায় থাকা অন্য প্রতিষ্ঠানগুলো হলো- লাফার্জহোলসিম বাংলাদেশ, ওরিয়ন ফর্মা, আইএফআইসি ব্যাংক, আলিফ ম্যানুফ্যাকচারিং, সাইফ পাওয়ার, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স এবং বেক্সিমকো ফার্মা।
দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ১০ পয়েন্ট। সিএসইতে লেনদেন হয়েছে ৩৪ কোটি ১৬ লাখ টাকা। লেনদেনকৃত ২৭৪টি প্রতিষ্ঠানের মধ্যে দাম কমেছে ১৪৭ টির, বেড়েছে ৯৫টির এবং ৩২ টির দাম অপরিবর্তিত ছিল।
লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী স্থলবন্দর দিয়ে অনির্দিষ্টকালের জন্য পাথর আমদানি বন্ধ রেখেছে অধিকাংশ আমদানিকারক। ভারত ও ভুটান থেকে প্রতি টন পাথরের আমদানি মূল্য ৩ থেকে ৫ ডলার বৃদ্ধি করায় গতকাল শনিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
৩ ঘণ্টা আগেগ্যাসের অভাবে বিদ্যুৎ উৎপাদনে সমস্যা তৈরি হচ্ছে, যা শিল্প ও বাণিজ্যকে প্রভাবিত করছে। নতুন কূপ খননের মাধ্যমে গ্যাস উৎপাদন বাড়ালে বিদ্যুৎ ও শিল্পের সক্ষমতা বাড়বে এবং গ্যাসের মূল্য স্থিতিশীল থাকবে। ফলে অর্থনীতি আরও শক্তিশালী হবে। এ লক্ষ্যে সিলেট-১২ নম্বর কূপ, তিতাস ও কামতা ফিল্ডে চারটি উন্নয়ন কূপ খনন এ
৩ ঘণ্টা আগেছাত্ররা নতুন রাজনৈতিক দল গঠন করলে বিএনপি স্বাগত জানানোর পাশাপাশি সহযোগিতাও করবে। কিন্তু সরকারে থেকে দল গঠন করলে দেশের মানুষ সেটা মেনে নেবে না বলেও সতর্ক করেছেন বিএনপির মহাসচিব।
৪ ঘণ্টা আগেপণ্যের মান নিয়ন্ত্রণের জন্য বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই), জাতীয় ভোক্তা অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে। এর ফলে কাজের দক্ষতা বাড়বে এবং সেবা গ্রহণ সহজ হবে।
৫ ঘণ্টা আগে