Ajker Patrika

বিশ্ববাজারে বাংলাদেশি এমপিপিই পণ্যের সুযোগ ও সম্ভাবনা বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

বিজ্ঞপ্তি
এক্সপোর্ট কমপেটিটিভনেস ফর জবস (ইসিফোরজে) প্রকল্পের উদ্যোগে আয়োজিত কর্মশালা। ছবি: সংগৃহীত
এক্সপোর্ট কমপেটিটিভনেস ফর জবস (ইসিফোরজে) প্রকল্পের উদ্যোগে আয়োজিত কর্মশালা। ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে বাংলাদেশি মেডিকেল পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) পণ্যের সম্ভাবনা ও রপ্তানি সুযোগ নিয়ে এক্সপোর্ট কমপেটিটিভনেস ফর জবস (ইসিফোরজে) প্রকল্পের উদ্যোগে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি রাজধানীর রূপায়ণ ট্রেড সেন্টারের গ্রিন লাউঞ্জে আয়োজিত এই কর্মশালায় সংশ্লিষ্ট খাতের বিভিন্ন প্রতিনিধি অংশ নেন।

কর্মশালায় সভাপতিত্ব করেন ইসিফোরজে প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক শেখ মোহাম্মদ আব্দুর রহমান এবং প্রধান অতিথি ছিলেন প্রকল্প পরিচালক ও বাণিজ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. আবদুর রহিম খান। এ ছাড়া ইসিফোরজে প্রকল্পের কর্মকর্তা, উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধি ও সেমস-গ্লোবালের ব্যবস্থাপনা পরিচালক মেহেরুন এন ইসলামসহ সংশ্লিষ্ট পরামর্শকেরা কর্মশালায় অংশ নেন।

কর্মশালায় বাংলাদেশের এমপিপিই শিল্পের বর্তমান অবস্থা, রপ্তানি সম্ভাবনা, আন্তর্জাতিক মানদণ্ড ও নীতিগত সহায়তার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, বৈশ্বিক স্বাস্থ্যসেবা খাতের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে বাংলাদেশি উদ্যোক্তারা বড় ভূমিকা রাখতে পারেন এবং এ জন্য মানসম্পন্ন উৎপাদন, বাজার গবেষণা ও রপ্তানি নীতির উন্নয়ন জরুরি।

উল্লেখ্য, ইসিফোরজে প্রকল্পটি বাংলাদেশি রপ্তানি খাতের প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধির জন্য কাজ করছে এবং এ ধরনের কর্মশালার মাধ্যমে সম্ভাবনাময় খাতগুলোর বিকাশে সহায়তা প্রদান করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত