ভারত এবং যুক্তরাষ্ট্রের মধ্যে দ্রুত ক্রমবর্ধমান বাণিজ্য নিয়ে চীনের উদ্বেগ বাড়ছে। যেখানে বাইডেন প্রশাসন বিশ্বের দুই নম্বর অর্থনীতিকে চাপে ফেলতে তাঁর নবগঠিত ইন্দো-প্যাসিফিক ইকোনমিক ফ্রেমওয়ার্ক ব্যবহারের জন্য মরিয়া হয়ে দ্রুত পদক্ষেপ নিচ্ছেন।
ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের নতুন তথ্য অনুযায়ী, গত বছর ভারতের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার হিসেবে আবির্ভুত হয়েছে যুক্তরাষ্ট্র। ফলে চীন দীর্ঘদিনের অবস্থান হারিয়েছে।
গত মার্চে সমাপ্ত ২০২১-২২ অর্থবছরে বিশ্বের দুটি সর্বাধিক জনবহুল দেশের মধ্যে পণ্যদ্রব্য বাণিজ্যের পরিমাণ ছিল ১১৫ দশমিক ৪ বিলিয়ন ডলার। সে হিসাবে আগের বছরের তুলনায় বাণিজ্য বেড়েছে ৩৩ দশমিক ৬ শতাংশ।
কিন্তু একই সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের বাণিজ্য ৪৮ দশমিক ৩ শতাংশ বেড়ে ১১৯ দশমিক ৪ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।
চীন থেকে ভারত আমদানি করে মূলত মেশিনারিজ এবং ইলেকট্রনিক্স। এসব পণ্য আমদানি ৪৪ দশমিক ৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯৪ দশমিক ২ বিলিয়ন ডলার। কিন্তু চীনে ভারতের রপ্তানি বেড়েছে মাত্র দশমিক ৩ শতাংশ। গত বছর চীনে ভারত এই দুই ধরনের পণ্য রপ্তানি করেছে ২১ দশমিক ৩ বিলিয়ন ডলার সমমূল্যের।
বিপরীতে যুক্তরাষ্ট্রে ভারতের এই রপ্তানি আগের বছরের তুলনায় এক লাফে ৪৭ দশমিক ৪ শতাংশ বেড়ে ৭৬ দশমিক ১১ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে, যেখানে ভারতের আমদানি ৫০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪৩ দশমিক ৩১ বিলিয়ন ডলার।
স্পষ্টত চীনের সঙ্গে ৭২ দশমিক ৯ বিলিয়ন ডলারের বাণিজ্য ঘাটতির তুলনায় ভারত গত বছর যুক্তরাষ্ট্রের সঙ্গে ৩২ দশমিক ৮ বিলিয়ন ডলার বাণিজ্য উদ্বৃত্তের রেকর্ড করেছে।
এই দুই দেশ ছাড়া ভারতের শীর্ষ ১০টি ব্যবসায়িক অংশীদার হলো—সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ইরাক, সিঙ্গাপুর, হংকং, ইন্দোনেশিয়া, দক্ষিণ কোরিয়া এবং অস্ট্রেলিয়া।
ভারতের সঙ্গে দুই প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রের এই বাণিজ্য সম্পর্কের বাঁক বদল নিয়ে একটি প্রতিবেদন করেছে চীনা গণমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট।
যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে চীনা কনস্যুলেট জেনারেলের সাবেক বাণিজ্যিক পরামর্শদাতা হি ওয়েইওয়েন পত্রিকাটিকে বলেছেন, ‘ভারত এবং যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য মূলত পরিপূরক, যেমনটি সিলিকন ভ্যালির আউটসোর্স আইটি পরিষেবা খাতে দেখা যায়। তাদের বাণিজ্য মূল্য চীন-ভারত বাণিজ্যকে ছাড়িয়ে যাবে, এমন প্রবণতাই দেখা যাচ্ছে। তবে এটি চীন-মার্কিন বাণিজ্যের তুলনায় অনেক কম।’
বেইজিং-ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর চায়না অ্যান্ড গ্লোবালাইজেশনের সিনিয়র ফেলো হি ওয়েইওয়েন বলেন, ‘চীনের উচিত দেশীয় দুর্বল যোগাযোগগুলো ঠিকঠাক করার দিকে মনোনিবেশ করা এবং দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোটের (আসিয়ান) সঙ্গে সম্পর্ক চাঙা করা। এখানেই তার সর্বাধিক বাণিজ্য আছে। এই অংশীদারদের সঙ্গে তার সম্পূর্ণ সরবরাহ চেইন আছে।’
চীনের উচিত বিদেশী অর্থায়নে পরিচালিত প্রতিষ্ঠানগুলোর ওপর সাম্প্রতিক মহামারির নেতিবাচক প্রভাবের প্রতিকারে দৃষ্টি দেওয়া। ভারত এবং ভিয়েতনামের সঙ্গে প্রতিযোগিতায় ব্যস্ত থাকাটা তার জন্য গুরুত্বপূর্ণ নয়। কারণ তাদের আকার খুব ছোট। নিজেদের বিষয়ে আগে কাজের কাজ করা উচিত। যোগ করেন সাবেক কূটনীতি হি।
২০১৩-১৮ সাল পর্যন্ত ভারতের শীর্ষ বাণিজ্য অংশীদার ছিল চীন। যুক্তরাষ্ট্রের এই স্থানটি দখলের আগে অর্থাৎ ২০২০-২১ সালে ফের তালিকার শীর্ষে উঠে এসেছিল চীন।
চাইনিজ একাডেমি অব সোশ্যাল সায়েন্সেসের মার্কিন ইস্যু বিষয়ক গবেষক লু জিয়াং মনে করছেন, ভারতে চীনের রপ্তানি নয়াদিল্লির বাণিজ্য এবং বিনিয়োগ বিধিনিষেধ দ্বারা প্রভাবিত হয়েছে। দুই প্রতিবেশীর মধ্যে সম্প্রতি উত্তেজনা বৃদ্ধির একটি স্পষ্ট নিদর্শন এটি। তবে এই দুটি বাজারের প্রকৃতি ভিন্ন। ভারতের জন্য মার্কিন বাজার কখনোই চীনকে পুরোপুরি প্রতিস্থাপন করতে পারবে না। এমনটাই বক্তব্য লু জিয়াংয়ের।
বিশ্লেষকেরা মনে করছেন, ভারত-যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠতা চীনের সামনে বেশ কয়েকটি ঝুঁকির ইঙ্গিত দিচ্ছে। ইউক্রেনে আক্রমণের পরে পশ্চিমা শক্তিগুলো রাশিয়ার সঙ্গে ক্রমেই বাণিজ্য সঙ্কোচন করছে। যেখানে বেইজিংয়ের শূন্য-কোভিড নীতি অর্থনীতিকে ধীরগতি করে ফেলছে। এ পরিস্থিতিতে বিনিয়োগকারীরা ব্যবসায় বৈচিত্র্য বিবেচনায় বাধ্য হচ্ছেন।
পিংগান সিকিউরিটিজের প্রধান অর্থনীতিবিদ ঝং ঝেংশেং মনে করছেন, ওয়াশিংটনের ইন্দো-প্যাসিফিক ইকোনমিক ফ্রেমওয়ার্ক মোকাবিলায় চীনের এখন উচিত আসিয়ানের সঙ্গে আরও গভীরভাবে যুক্ত হওয়া। ফ্রেমওয়ার্কটি মূলত ট্রান্স-প্যাসিফিক অংশীদারিত্বের স্থলে একটি বিস্তৃত এবং প্রাগ্রসর চুক্তির প্রতিস্থাপন। কারণ বাইডেন প্রশাসন ইন্দো-প্যাসিফিক অঞ্চলে প্রভাব পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা করছে। সেই লক্ষ্যে আঞ্চলিক ব্যাপক অর্থনৈতিক অংশীদারিত্ব (আরসিইপি) জোটের সদস্যদের প্রলুব্ধ করার চেষ্টা করছে। আজ সোমবার এরকমই একটি নোট লিখেছেন ঝং।
ভারত কিন্তু চীনের নেতৃত্বাধীন আরসিইপি জোটের সদস্য নয়। যদিও গত সপ্তাহে জো বাইডেনের এশিয়া সফরের সময় তাঁর প্রতিষ্ঠিত ইন্দো-প্যাসিফিক ইকোনমিক ফ্রেমওয়ার্কে আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছে ভারত। মার্কিন বলয়ে এভাবে নয়াদিল্লির পদক্ষেপ চীনের জন্য বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।
ভারত এবং যুক্তরাষ্ট্রের মধ্যে দ্রুত ক্রমবর্ধমান বাণিজ্য নিয়ে চীনের উদ্বেগ বাড়ছে। যেখানে বাইডেন প্রশাসন বিশ্বের দুই নম্বর অর্থনীতিকে চাপে ফেলতে তাঁর নবগঠিত ইন্দো-প্যাসিফিক ইকোনমিক ফ্রেমওয়ার্ক ব্যবহারের জন্য মরিয়া হয়ে দ্রুত পদক্ষেপ নিচ্ছেন।
ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের নতুন তথ্য অনুযায়ী, গত বছর ভারতের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার হিসেবে আবির্ভুত হয়েছে যুক্তরাষ্ট্র। ফলে চীন দীর্ঘদিনের অবস্থান হারিয়েছে।
গত মার্চে সমাপ্ত ২০২১-২২ অর্থবছরে বিশ্বের দুটি সর্বাধিক জনবহুল দেশের মধ্যে পণ্যদ্রব্য বাণিজ্যের পরিমাণ ছিল ১১৫ দশমিক ৪ বিলিয়ন ডলার। সে হিসাবে আগের বছরের তুলনায় বাণিজ্য বেড়েছে ৩৩ দশমিক ৬ শতাংশ।
কিন্তু একই সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের বাণিজ্য ৪৮ দশমিক ৩ শতাংশ বেড়ে ১১৯ দশমিক ৪ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।
চীন থেকে ভারত আমদানি করে মূলত মেশিনারিজ এবং ইলেকট্রনিক্স। এসব পণ্য আমদানি ৪৪ দশমিক ৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯৪ দশমিক ২ বিলিয়ন ডলার। কিন্তু চীনে ভারতের রপ্তানি বেড়েছে মাত্র দশমিক ৩ শতাংশ। গত বছর চীনে ভারত এই দুই ধরনের পণ্য রপ্তানি করেছে ২১ দশমিক ৩ বিলিয়ন ডলার সমমূল্যের।
বিপরীতে যুক্তরাষ্ট্রে ভারতের এই রপ্তানি আগের বছরের তুলনায় এক লাফে ৪৭ দশমিক ৪ শতাংশ বেড়ে ৭৬ দশমিক ১১ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে, যেখানে ভারতের আমদানি ৫০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪৩ দশমিক ৩১ বিলিয়ন ডলার।
স্পষ্টত চীনের সঙ্গে ৭২ দশমিক ৯ বিলিয়ন ডলারের বাণিজ্য ঘাটতির তুলনায় ভারত গত বছর যুক্তরাষ্ট্রের সঙ্গে ৩২ দশমিক ৮ বিলিয়ন ডলার বাণিজ্য উদ্বৃত্তের রেকর্ড করেছে।
এই দুই দেশ ছাড়া ভারতের শীর্ষ ১০টি ব্যবসায়িক অংশীদার হলো—সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ইরাক, সিঙ্গাপুর, হংকং, ইন্দোনেশিয়া, দক্ষিণ কোরিয়া এবং অস্ট্রেলিয়া।
ভারতের সঙ্গে দুই প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রের এই বাণিজ্য সম্পর্কের বাঁক বদল নিয়ে একটি প্রতিবেদন করেছে চীনা গণমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট।
যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে চীনা কনস্যুলেট জেনারেলের সাবেক বাণিজ্যিক পরামর্শদাতা হি ওয়েইওয়েন পত্রিকাটিকে বলেছেন, ‘ভারত এবং যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য মূলত পরিপূরক, যেমনটি সিলিকন ভ্যালির আউটসোর্স আইটি পরিষেবা খাতে দেখা যায়। তাদের বাণিজ্য মূল্য চীন-ভারত বাণিজ্যকে ছাড়িয়ে যাবে, এমন প্রবণতাই দেখা যাচ্ছে। তবে এটি চীন-মার্কিন বাণিজ্যের তুলনায় অনেক কম।’
বেইজিং-ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর চায়না অ্যান্ড গ্লোবালাইজেশনের সিনিয়র ফেলো হি ওয়েইওয়েন বলেন, ‘চীনের উচিত দেশীয় দুর্বল যোগাযোগগুলো ঠিকঠাক করার দিকে মনোনিবেশ করা এবং দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোটের (আসিয়ান) সঙ্গে সম্পর্ক চাঙা করা। এখানেই তার সর্বাধিক বাণিজ্য আছে। এই অংশীদারদের সঙ্গে তার সম্পূর্ণ সরবরাহ চেইন আছে।’
চীনের উচিত বিদেশী অর্থায়নে পরিচালিত প্রতিষ্ঠানগুলোর ওপর সাম্প্রতিক মহামারির নেতিবাচক প্রভাবের প্রতিকারে দৃষ্টি দেওয়া। ভারত এবং ভিয়েতনামের সঙ্গে প্রতিযোগিতায় ব্যস্ত থাকাটা তার জন্য গুরুত্বপূর্ণ নয়। কারণ তাদের আকার খুব ছোট। নিজেদের বিষয়ে আগে কাজের কাজ করা উচিত। যোগ করেন সাবেক কূটনীতি হি।
২০১৩-১৮ সাল পর্যন্ত ভারতের শীর্ষ বাণিজ্য অংশীদার ছিল চীন। যুক্তরাষ্ট্রের এই স্থানটি দখলের আগে অর্থাৎ ২০২০-২১ সালে ফের তালিকার শীর্ষে উঠে এসেছিল চীন।
চাইনিজ একাডেমি অব সোশ্যাল সায়েন্সেসের মার্কিন ইস্যু বিষয়ক গবেষক লু জিয়াং মনে করছেন, ভারতে চীনের রপ্তানি নয়াদিল্লির বাণিজ্য এবং বিনিয়োগ বিধিনিষেধ দ্বারা প্রভাবিত হয়েছে। দুই প্রতিবেশীর মধ্যে সম্প্রতি উত্তেজনা বৃদ্ধির একটি স্পষ্ট নিদর্শন এটি। তবে এই দুটি বাজারের প্রকৃতি ভিন্ন। ভারতের জন্য মার্কিন বাজার কখনোই চীনকে পুরোপুরি প্রতিস্থাপন করতে পারবে না। এমনটাই বক্তব্য লু জিয়াংয়ের।
বিশ্লেষকেরা মনে করছেন, ভারত-যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠতা চীনের সামনে বেশ কয়েকটি ঝুঁকির ইঙ্গিত দিচ্ছে। ইউক্রেনে আক্রমণের পরে পশ্চিমা শক্তিগুলো রাশিয়ার সঙ্গে ক্রমেই বাণিজ্য সঙ্কোচন করছে। যেখানে বেইজিংয়ের শূন্য-কোভিড নীতি অর্থনীতিকে ধীরগতি করে ফেলছে। এ পরিস্থিতিতে বিনিয়োগকারীরা ব্যবসায় বৈচিত্র্য বিবেচনায় বাধ্য হচ্ছেন।
পিংগান সিকিউরিটিজের প্রধান অর্থনীতিবিদ ঝং ঝেংশেং মনে করছেন, ওয়াশিংটনের ইন্দো-প্যাসিফিক ইকোনমিক ফ্রেমওয়ার্ক মোকাবিলায় চীনের এখন উচিত আসিয়ানের সঙ্গে আরও গভীরভাবে যুক্ত হওয়া। ফ্রেমওয়ার্কটি মূলত ট্রান্স-প্যাসিফিক অংশীদারিত্বের স্থলে একটি বিস্তৃত এবং প্রাগ্রসর চুক্তির প্রতিস্থাপন। কারণ বাইডেন প্রশাসন ইন্দো-প্যাসিফিক অঞ্চলে প্রভাব পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা করছে। সেই লক্ষ্যে আঞ্চলিক ব্যাপক অর্থনৈতিক অংশীদারিত্ব (আরসিইপি) জোটের সদস্যদের প্রলুব্ধ করার চেষ্টা করছে। আজ সোমবার এরকমই একটি নোট লিখেছেন ঝং।
ভারত কিন্তু চীনের নেতৃত্বাধীন আরসিইপি জোটের সদস্য নয়। যদিও গত সপ্তাহে জো বাইডেনের এশিয়া সফরের সময় তাঁর প্রতিষ্ঠিত ইন্দো-প্যাসিফিক ইকোনমিক ফ্রেমওয়ার্কে আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছে ভারত। মার্কিন বলয়ে এভাবে নয়াদিল্লির পদক্ষেপ চীনের জন্য বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।
যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক আরোপের হুমকি বাংলাদেশকে এমন এক বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়েছিল, যা ছিল অর্থনীতির জন্য ভয়াবহ এক সতর্কসংকেত। শেষ পর্যন্ত যদি এই শুল্কহার ১৫ শতাংশ কমিয়ে ২০ শতাংশে নির্ধারণ না করা হতো, বরং তা প্রতিযোগী দেশগুলোর তুলনায় আরও বেশি হতো। তবে এর অভিঘাত হতো বহুমাত্রিক ও ব্যাপক।
৯ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্যের ওপর পাল্টা শুল্ক ৩৫ শতাংশ থেকে ২০ শতাংশে নামিয়ে আনায় দেশের পুঁজিবাজারে নতুন করে প্রাণ ফিরে এসেছে। সপ্তাহের প্রথম কার্যদিবসে গতকাল রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পাশাপাশি লেনদেনেও বড় উত্থান হয়েছে। লেনদেন হাজার কোটি টাকা ছাড়িয়ে প্রায় এক বছরের মধ্যে সর্বোচ্চ হয়
৯ ঘণ্টা আগেবিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে চলমান ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে। চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ২ দশমিক ৪৮ বিলিয়ন (২৪৭ কোটি ৭৯ লাখ) ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীরা। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৩০ হাজার ২৩৯ কোটি টাকা (প্রতি ডলা
৯ ঘণ্টা আগেব্যাংকিং খাতকে ঝুঁকিনির্ভর তদারকির আওতায় আনতে এবং আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করতে ‘সুপারভাইজরি পলিসি অ্যান্ড কো-অর্ডিনেশন ডিপার্টমেন্ট’ (এসপিসিডি) নামে একটি নতুন বিভাগ চালু করেছে বাংলাদেশ ব্যাংক।
১১ ঘণ্টা আগে