নিজস্ব প্রতিবেদক, ঢাকা
যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্যের ওপর পাল্টা শুল্ক ৩৫ শতাংশ থেকে ২০ শতাংশে নামিয়ে আনায় দেশের পুঁজিবাজারে নতুন করে প্রাণ ফিরে এসেছে। সপ্তাহের প্রথম কার্যদিবসে গতকাল রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পাশাপাশি লেনদেনেও বড় উত্থান হয়েছে। লেনদেন হাজার কোটি টাকা ছাড়িয়ে প্রায় এক বছরের মধ্যে সর্বোচ্চ হয়েছে।
ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২১৮টির, কমেছে ১২২টির এবং আগের দরে লেনদেন হয়েছে ৫৮টির। এতে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৯২ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৩৬ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ১ হাজার ১৩৭ কোটি ৪০ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ১ হাজার ৬৩ কোটি ৩৯ লাখ টাকা। সে হিসাবে আগের কার্যদিবসের তুলনায় লেনদেন বেড়েছে ৭৪ কোটি ১ লাখ টাকা। এর মাধ্যমে গত বছরের ১৪ আগস্টের পর ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হলো।
জানতে চাইলে ডিএসইর এক সদস্য বলেন, আলোচনার মাধ্যমে সরকার যুক্তরাষ্ট্রের শুল্ক কমাতে সক্ষম হয়েছে। এর ইতিবাচক প্রভাব পড়েছে শেয়ারবাজারে। তা ছাড়া ট্রেজারি বন্ডের সুদের হার বেড়ে যাওয়ায় শেয়ারবাজারে টাকার একটি অংশ সেখানে চলে যায়। এখন সুদের হার কমায় সেই টাকা শেয়ারবাজারে ফিরতে শুরু করেছে। এ কারণে বাজারে টানা ঊর্ধ্বমুখী প্রবণতার সঙ্গে লেনদেনের গতিও বাড়ছে।
এর সঙ্গে আরেকটি কারণ যোগ করেন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফুল ইসলাম। তিনি বলেন, সরকারের দায়িত্বশীল পক্ষ থেকে নির্বাচনের একটা রোডম্যাপ দেওয়া হয়েছে। ফলে নির্বাচন নিয়ে ধোঁয়াশা ছিল, সেটা দূর হয়েছে। এটিও আস্থা ফেরাতে সহায়ক ভূমিকা রেখেছে।
এদিকে দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ২৭০ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১৫৬টির, কমেছে ৫৮টির এবং আগের দরে লেনদেন হয়েছে ২২টির। দিনভর লেনদেন হয়েছে ২০ কোটি ৬ লাখ টাকা।
যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্যের ওপর পাল্টা শুল্ক ৩৫ শতাংশ থেকে ২০ শতাংশে নামিয়ে আনায় দেশের পুঁজিবাজারে নতুন করে প্রাণ ফিরে এসেছে। সপ্তাহের প্রথম কার্যদিবসে গতকাল রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পাশাপাশি লেনদেনেও বড় উত্থান হয়েছে। লেনদেন হাজার কোটি টাকা ছাড়িয়ে প্রায় এক বছরের মধ্যে সর্বোচ্চ হয়েছে।
ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২১৮টির, কমেছে ১২২টির এবং আগের দরে লেনদেন হয়েছে ৫৮টির। এতে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৯২ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৩৬ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ১ হাজার ১৩৭ কোটি ৪০ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ১ হাজার ৬৩ কোটি ৩৯ লাখ টাকা। সে হিসাবে আগের কার্যদিবসের তুলনায় লেনদেন বেড়েছে ৭৪ কোটি ১ লাখ টাকা। এর মাধ্যমে গত বছরের ১৪ আগস্টের পর ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হলো।
জানতে চাইলে ডিএসইর এক সদস্য বলেন, আলোচনার মাধ্যমে সরকার যুক্তরাষ্ট্রের শুল্ক কমাতে সক্ষম হয়েছে। এর ইতিবাচক প্রভাব পড়েছে শেয়ারবাজারে। তা ছাড়া ট্রেজারি বন্ডের সুদের হার বেড়ে যাওয়ায় শেয়ারবাজারে টাকার একটি অংশ সেখানে চলে যায়। এখন সুদের হার কমায় সেই টাকা শেয়ারবাজারে ফিরতে শুরু করেছে। এ কারণে বাজারে টানা ঊর্ধ্বমুখী প্রবণতার সঙ্গে লেনদেনের গতিও বাড়ছে।
এর সঙ্গে আরেকটি কারণ যোগ করেন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফুল ইসলাম। তিনি বলেন, সরকারের দায়িত্বশীল পক্ষ থেকে নির্বাচনের একটা রোডম্যাপ দেওয়া হয়েছে। ফলে নির্বাচন নিয়ে ধোঁয়াশা ছিল, সেটা দূর হয়েছে। এটিও আস্থা ফেরাতে সহায়ক ভূমিকা রেখেছে।
এদিকে দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ২৭০ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১৫৬টির, কমেছে ৫৮টির এবং আগের দরে লেনদেন হয়েছে ২২টির। দিনভর লেনদেন হয়েছে ২০ কোটি ৬ লাখ টাকা।
যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক আরোপের হুমকি বাংলাদেশকে এমন এক বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়েছিল, যা ছিল অর্থনীতির জন্য ভয়াবহ এক সতর্কসংকেত। শেষ পর্যন্ত যদি এই শুল্কহার ১৫ শতাংশ কমিয়ে ২০ শতাংশে নির্ধারণ না করা হতো, বরং তা প্রতিযোগী দেশগুলোর তুলনায় আরও বেশি হতো। তবে এর অভিঘাত হতো বহুমাত্রিক ও ব্যাপক।
২ ঘণ্টা আগেবিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে চলমান ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে। চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ২ দশমিক ৪৮ বিলিয়ন (২৪৭ কোটি ৭৯ লাখ) ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীরা। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৩০ হাজার ২৩৯ কোটি টাকা (প্রতি ডলা
২ ঘণ্টা আগেব্যাংকিং খাতকে ঝুঁকিনির্ভর তদারকির আওতায় আনতে এবং আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করতে ‘সুপারভাইজরি পলিসি অ্যান্ড কো-অর্ডিনেশন ডিপার্টমেন্ট’ (এসপিসিডি) নামে একটি নতুন বিভাগ চালু করেছে বাংলাদেশ ব্যাংক।
৫ ঘণ্টা আগেবাংলাদেশে এমিরেটস এয়ারলাইনসের কান্ট্রি ম্যানেজার হিসেবে দায়িত্ব নিয়েছেন তালাল আল গারগাওয়ি। ১ আগস্ট থেকে তাঁর এই নিয়োগ কার্যকর হয়েছে। তিনি আগের কান্ট্রি ম্যানেজার জাবের মোহাম্মেদের স্থলাভিষিক্ত হচ্ছেন, যিনি বর্তমানে শ্রীলঙ্কা ও মালদ্বীপে একই দায়িত্ব পালন করছেন।
৫ ঘণ্টা আগে