নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নাশকতার মামলায় পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ১৩ কর্মকর্তাকে জামিন দিয়েছেন আদালত।
আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ছয়জনকে এবং গতকাল রোববার আরেক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা সাতজনের জামিনের আদেশ দেন। তবে এখনো জামিন পাননি তিনজন।
রাজধানীর শেরেবাংলা নগর থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার উপপরিদর্শক রফিকুল ইসলাম জামিনের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল সাতজন এবং আজ ছয়জন আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত তাঁদের আবেদন মঞ্জুর করেছেন।
জামিন পাওয়া কর্মকর্তারা হলেন বিএসইসির নির্বাহী পরিচালক মাহবুবুল আলম (৫৭) ও রেজাউল করিম (৫৪), যুগ্ম পরিচালক রাশেদুল ইসলাম (৪৮), উপপরিচালক বনী ইয়ামিন (৪৫) ও শহিদুল ইসলাম (৪২), লাইব্রেরিয়ান মো. সেলিম রেজা বাপ্পী (৩১), অতিরিক্ত পরিচালক নজরুল ইসলাম (৫০), সহকারী পরিচালক জনি হোসেন (৩১), রায়হান কবীর (৩০), আব্দুল বাতেন (৩২), সাজ্জাদ হোসেন (৩০), ব্যক্তিগত কর্মকর্তা আবু ইউসুফ (২৯) ও উপপরিচালক আল ইসলাম (৩৮)। তাঁদের মধ্যে প্রথম সাতজন রোববার এবং পরের ছয়জন সোমবার জামিন পান।
এদিকে এখনো জামিন পাননি বিএসইসির সাবেক নির্বাহী পরিচালক সাইফুর রহমান (৫৮), পরিচালক আবু রায়হান মো. মোহতাছিন বিল্লা (৫১) ও উপপরিচালক তৌহিদুল ইসলাম (৩২)।
৬ মার্চ রাতে শেরেবাংলা নগর থানায় ১৬ জনকে আসামি করে মামলা করেন বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের গানম্যান মো. আশিকুর রহমান।
মামলার অভিযোগে বলা হয়, ৫ মার্চ বিএসইসির চেয়ারম্যান ও কমিশনারদের অবরুদ্ধ করেছিলেন সংস্থাটির কর্মকর্তা–কর্মচারীরা। তাঁরা পূর্বপরিকল্পনা অনুযায়ী কমিশনের মূল ফটকে তালা দেন। সিসি ক্যামেরা, ওয়াই-ফাই ও লিফট বন্ধ করে দেন এবং বৈদ্যুতিক সংযোগ বন্ধ করে মারাত্মক অরাজকতা ও ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে গুরুতর জখমের চেষ্টা করেন।
বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে ও কমিশনার মো. মহসিন চৌধুরী, মো. আলী আকবর ও ফারজানা লালারুখের উপস্থিতিতে কমিশনের নির্ধারিত সভা চলাকালে অভিযুক্ত ব্যক্তিরাসহ আরও কিছু কর্মকর্তা-কর্মচারী কমিশনের সভাকক্ষে জোরপূর্বক ঢুকে কমিশনের চেয়ারম্যান ও কমিশনারদের অবরুদ্ধ করেন।
নাশকতার মামলায় পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ১৩ কর্মকর্তাকে জামিন দিয়েছেন আদালত।
আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ছয়জনকে এবং গতকাল রোববার আরেক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা সাতজনের জামিনের আদেশ দেন। তবে এখনো জামিন পাননি তিনজন।
রাজধানীর শেরেবাংলা নগর থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার উপপরিদর্শক রফিকুল ইসলাম জামিনের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল সাতজন এবং আজ ছয়জন আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত তাঁদের আবেদন মঞ্জুর করেছেন।
জামিন পাওয়া কর্মকর্তারা হলেন বিএসইসির নির্বাহী পরিচালক মাহবুবুল আলম (৫৭) ও রেজাউল করিম (৫৪), যুগ্ম পরিচালক রাশেদুল ইসলাম (৪৮), উপপরিচালক বনী ইয়ামিন (৪৫) ও শহিদুল ইসলাম (৪২), লাইব্রেরিয়ান মো. সেলিম রেজা বাপ্পী (৩১), অতিরিক্ত পরিচালক নজরুল ইসলাম (৫০), সহকারী পরিচালক জনি হোসেন (৩১), রায়হান কবীর (৩০), আব্দুল বাতেন (৩২), সাজ্জাদ হোসেন (৩০), ব্যক্তিগত কর্মকর্তা আবু ইউসুফ (২৯) ও উপপরিচালক আল ইসলাম (৩৮)। তাঁদের মধ্যে প্রথম সাতজন রোববার এবং পরের ছয়জন সোমবার জামিন পান।
এদিকে এখনো জামিন পাননি বিএসইসির সাবেক নির্বাহী পরিচালক সাইফুর রহমান (৫৮), পরিচালক আবু রায়হান মো. মোহতাছিন বিল্লা (৫১) ও উপপরিচালক তৌহিদুল ইসলাম (৩২)।
৬ মার্চ রাতে শেরেবাংলা নগর থানায় ১৬ জনকে আসামি করে মামলা করেন বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের গানম্যান মো. আশিকুর রহমান।
মামলার অভিযোগে বলা হয়, ৫ মার্চ বিএসইসির চেয়ারম্যান ও কমিশনারদের অবরুদ্ধ করেছিলেন সংস্থাটির কর্মকর্তা–কর্মচারীরা। তাঁরা পূর্বপরিকল্পনা অনুযায়ী কমিশনের মূল ফটকে তালা দেন। সিসি ক্যামেরা, ওয়াই-ফাই ও লিফট বন্ধ করে দেন এবং বৈদ্যুতিক সংযোগ বন্ধ করে মারাত্মক অরাজকতা ও ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে গুরুতর জখমের চেষ্টা করেন।
বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে ও কমিশনার মো. মহসিন চৌধুরী, মো. আলী আকবর ও ফারজানা লালারুখের উপস্থিতিতে কমিশনের নির্ধারিত সভা চলাকালে অভিযুক্ত ব্যক্তিরাসহ আরও কিছু কর্মকর্তা-কর্মচারী কমিশনের সভাকক্ষে জোরপূর্বক ঢুকে কমিশনের চেয়ারম্যান ও কমিশনারদের অবরুদ্ধ করেন।
সিটিজেনস ব্যাংক ঢাকা থার্ড ডিভিশন কোয়ালিফাইং ক্রিকেট লিগের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (৮ মার্চ) ঢাকার মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠিত হয়।
২০ মিনিট আগেঈদ উপলক্ষে ফ্যাশন সচেতন ক্রেতাদের জন্য দারুণ সব অফার নিয়ে এবারের কালেকশন নিয়ে আসছে দেশের অন্যতম জনপ্রিয় ক্লদিং ব্র্যান্ড টুয়েলভ। গত শনিবার (৮ মার্চ) রাজধানীর বিমানবন্দর-সংলগ্ন সেন্টার পয়েন্টে নতুন আউটলেটের উদ্বোধন করা হয়।
৩২ মিনিট আগেপ্রচলিত রীতি মেনে এবার ঈদের আগে নোট বাজারে না ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। আজ সোমবার (১০ মার্চ) কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, অনিবার্য কারণে ঈদের আগে নতুন নোট বাজারের ছাড়ার সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে। ফলে দেশের ব্যাংকগুলো থেকে এবার কোনো নতুন নোট মিলবে না।
২ ঘণ্টা আগেপুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসিতে দুর্নীতির অভিযোগে ১৫ কর্মকর্তাকে শোকজ ও একজনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। এর প্রতিবাদে ৫ মার্চ কর্মকর্তারা চেয়ারম্যান ও কমিশনারদের অবরুদ্ধ করেন এবং কর্মবিরতিতে যান। পরে এ ঘটনায় ১৬ জনের বিরুদ্ধে থানায় মামলা হয়।
২ ঘণ্টা আগে