Ajker Patrika

বিইএফের নতুন সভাপতি ফজলে শামীম এহসান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের (বিইএফ) নতুন সভাপতি ফতুল্লা অ্যাপারেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফজলে শামীম এহসান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের (বিইএফ) নতুন সভাপতি ফতুল্লা অ্যাপারেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফজলে শামীম এহসান। ছবি: সংগৃহীত

বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের (বিইএফ) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন ফতুল্লা অ্যাপারেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফজলে শামীম এহসান। তিনি ২০২৫–২৭ মেয়াদের জন্য এই পদে নির্বাচিত হয়েছেন। এর আগে দেশের একমাত্র আইএলও-স্বীকৃত মালিকপক্ষের এই সংগঠনটির তিনি এই সংগঠনটির নির্বাহী পরিচালক হিসেবে ছিলেন।

এ ছাড়া তিনি বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)-এর নির্বাহী সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

আজ বৃহস্পতিবার রাজধানীর গুলশানে সংগঠনটির নিজস্ব কার্যালয়ে বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এই নির্বাচন অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিইএফের বর্তমান সভাপতি আরদাশীর কবির।

সভাপতি ফজলে শামীম এহসানের নেতৃত্বাধীন ১৯ সদস্যের নতুন পরিচালনা পর্ষদ আগামী ২০২৫–২৭ সাল মেয়াদে বিইএফের দায়িত্ব পালন করবে।

কমিটির সহসভাপতি হিসেবে তাহমিদ আহমেদ পুনরায় নির্বাচিত হয়েছেন। তাহমিদ আহমেদ বেঙ্গল গ্লাস ওয়ার্কস লিমিটেডের পরিচালক। এর আগে তিনিও বিইএফের কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের জন্য পাল্টা শুল্ক কমিয়ে ২০ শতাংশ করল যুক্তরাষ্ট্র

শেখ হাসিনার ‘ফেরার পরিকল্পনা’ ঘিরে গোপন বৈঠক, গ্রেপ্তার ২২ নেতা-কর্মী কারাগারে

সোশ্যাল মিডিয়ায় বিবাদে জড়ালেন বাঁধন ও সাবা

ভারতের চেয়ে শুল্ক কম, ব্যবসায়ীরা সরকারকে কৃতজ্ঞতা জানাবে—আশা তৈয়্যবের

সাবেক কেরানির ২৪টি আলিশান বাড়ি ও ৩০ হাজার কোটির সম্পদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত