Ajker Patrika

পাকিস্তানি ব্যাংক আলফালাহ অধিগ্রহণের অনুমোদন ব্যাংক এশিয়ার পর্ষদে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২০ এপ্রিল ২০২৪, ২০: ১১
পাকিস্তানি ব্যাংক আলফালাহ অধিগ্রহণের অনুমোদন ব্যাংক এশিয়ার পর্ষদে

বেসরকারি ব্যাংক এশিয়ার পর্ষদে পাকিস্তানভিত্তিক ব্যাংক আলফালাহর বাংলাদেশের কার্যক্রম কিনে নেওয়ার বা অধিগ্রহণের সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হয়েছে। ব্যাংকটির পরিচালনা পর্ষদের ৫২২তম সভায় এ সিদ্ধান্ত অনুমোদন করা হয়। 

এর আগে পাকিস্তান স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত ব্যাংক আলফালাহর পক্ষ থেকে বাংলাদেশে তাদের কার্যক্রম ব্যাংক এশিয়ার কাছে বিক্রি করে দেওয়ার বিষয়টি প্রথম জানানো হয়। পাকিস্তান স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানি হিসেবে সেই তথ্য ব্যাংকটি দেশটির স্টক এক্সচেঞ্জের মাধ্যমে বিনিয়োগকারীদের জানায়। 

এরপর গত বৃহস্পতিবার ব্যাংক আলফালাহর বাংলাদেশ কার্যক্রম অধিগ্রহণের প্রস্তাব অনুমোদন করা হয় ব্যাংক এশিয়ার পর্ষদে। 

ব্যাংক এশিয়ার পক্ষ থেকে প্রকাশিত এ-সংক্রান্ত তথ্যে বলা হয়েছে, ব্যাংক আলফালাহর বাংলাদেশ কার্যক্রমের সব দায়দেনা অধিগ্রহণ করবে ব্যাংকটি। এ-সংক্রান্ত বিধিবিধান ও নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনক্রমে এ অধিগ্রহণ কার্যক্রম সম্পন্ন করা হবে। পাশাপাশি পরিচালনা পর্ষদের পক্ষ থেকে এ-সংক্রান্ত কার্যক্রম এগিয়ে নেওয়ার দায়িত্ব ব্যবস্থাপনা কর্তৃপক্ষের হাতে ন্যস্ত করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত