Ajker Patrika

ব্র্যাক ব্যাংকের আস্থা অ্যাপে ১০ লাখ গ্রাহক, মাসে ২০ হাজার কোটি টাকা লেনদেন

আজকের পত্রিকা ডেস্ক­
ব্র্যাক ব্যাংকের আস্থা অ্যাপে ১০ লাখ গ্রাহক, মাসে ২০ হাজার কোটি টাকা লেনদেন

ব্র্যাক ব্যাংকের স্মার্ট ব্যাংকিং অ্যাপ ‘আস্থা’ সম্প্রতি ১০ লাখ গ্রাহকের মাইলফলক অর্জন করেছে। একই সঙ্গে, ২০২৫ সালের জুলাই মাসে এই অ্যাপের মাধ্যমে ২০ হাজার কোটি টাকা লেনদেন হয়েছে, যা বাংলাদেশের ব্যাংকিং খাতে মাসিক অ্যাপ-ভিত্তিক লেনদেনের একটি নতুন রেকর্ড।

‘আস্থা’ অ্যাপটি গ্রাহকদের জন্য একটি পূর্ণাঙ্গ ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবে গড়ে উঠেছে, যা তাঁদের ২৪/৭ ব্যাংকিং সেবা দিচ্ছে। এটি কেবল আর্থিক লেনদেনেই সীমাবদ্ধ নয়, বরং লাইফস্টাইলের নানা সুবিধাও প্রদান করছে। এর মাধ্যমে গ্রাহকেরা ঘরে বসেই ই-কেওয়াইসি (eKYC)-এর সাহায্যে অ্যাকাউন্ট খুলতে পারেন, যা ডিজিটাল অন্তর্ভুক্তিতে বড় ভূমিকা রাখছে।

‘আস্থা’ অ্যাপে গ্রাহকদের জন্য অনেকগুলো গুরুত্বপূর্ণ সুবিধা রয়েছে—

ফান্ড ট্রান্সফার: এনপিএসবি, বিইএফটিএন, ভিসা ডিরেক্ট এবং আরটিজিএস ব্যবহার করে সহজেই টাকা পাঠানো যায়।

মোবাইল ওয়ালেট: মোবাইল ওয়ালেট থেকে ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাঠানো এবং ’স্ক্যান অ্যান্ড পে’ সুবিধার মাধ্যমে কিউআর কোড ব্যবহার করে পেমেন্ট করা যায়।

অন্যান্য সেবা: ইউটিলিটি বিল পরিশোধ, মোবাইল রিচার্জ, কার্ডবিহীন এটিএম উত্তোলন, কার্ড ব্লক/রিসেট করা, এফডিআর/ডিপিএস খোলা বা ভাঙানো এবং শেয়ারবাজারে বিনিয়োগের জন্য বিও অ্যাকাউন্ট খোলার মতো সেবাগুলো এখানে পাওয়া যায়।

লাইফস্টাইল: ‘আস্থা লাইফস্টাইল’-এর মাধ্যমে বাসের টিকিট বুকিং, ই-পেপার পড়া, কনটেন্ট স্ট্রিমিং এবং দক্ষতা উন্নয়ন কোর্সে অংশ নেওয়ার সুযোগ রয়েছে। গ্রাহকদের জন্য আছে ‘আস্থা ইসলামিক’ ফিচার।

এই মাইলফলক অর্জন সম্পর্কে ব্র্যাক ব্যাংকের চিফ ডিজিটাল অফিসার মোকাররবিন মান্নান বলেন, ‘১০ লাখেরও বেশি ব্যবহারকারীই প্রমাণ করে যে, অ্যাপটি মানুষের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। এটি এখন আর শুধু ব্যাংকিংয়েই সীমাবদ্ধ নয়, বরং দেশে আর্থিক অন্তর্ভুক্তি ও ব্যবহারকারীদের লাইফস্টাইল সুবিধা প্রদানের জন্য কাজ করছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

‘মিরপুরের উইকেটের পাশে পুঁইশাক বের হচ্ছে, এত বছর হয়নি কেন’

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ: ভাতা দ্বিগুণ হয়ে ১২০০, ঘণ্টায় সম্মানী ২৫০০ থেকে বেড়ে ৩৬০০ টাকা

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত