Ajker Patrika

দু-এক দিনের কথা বলে রাতেই পদত্যাগ বিএসইসি চেয়ারম্যানের

আপডেট : ১১ আগস্ট ২০২৪, ১২: ৩৯
দু-এক দিনের কথা বলে রাতেই পদত্যাগ বিএসইসি চেয়ারম্যানের

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত উল ইসলাম পদত্যাগ করেছেন। ব্যক্তিগত অসুবিধার কথা উল্লেখ করে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. আবদুর রহমান খানের কাছে গতকাল শনিবার মধ্যরাতে হোয়াটসঅ্যাপ বার্তার মাধ্যমে তিনি তাঁর পদত্যাগপত্র জমা দিয়েছেন। 

বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. আবদুর রহমান খান। তিনি জানান, বিএসইসির চেয়ারম্যান হোয়াটসঅ্যাপে পদত্যাগপত্র পাঠিয়েছেন। এখন বিষয়টি অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদকে অবহিত করে নিয়মমাফিক ব্যবস্থা নেওয়া হবে। 

এর আগে শনিবার রাত ১১টায় বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত উল ইসলামের সঙ্গেও মোবাইল ফোনে যোগাযোগ করা হয়। সে সময় তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘যা শুনেছেন সেটি গুঞ্জন। আমি এখনো পদত্যাগ করিনি। তবে সিদ্ধান্ত নিয়েছি। হয়তো দু-এক দিনের মধ্যেই পদত্যাগ করব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত