Ajker Patrika

দুই মিউচুয়াল ফান্ড ও ট্রাস্টির কার্যক্রম তদন্ত করবে বিএসইসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দুই মিউচুয়াল ফান্ড ও ট্রাস্টির কার্যক্রম তদন্ত করবে বিএসইসি

পুঁজিবাজারে তালিকাভুক্ত দুটি মিউচুয়াল ফান্ড এবং ট্রাস্টি ও কাস্টোডিয়ান প্রতিষ্ঠানের অনিয়ম তদন্ত করবে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আজ সোমবার এ লক্ষ্যে তিন সদস্যের কমিটি গঠন করে এ সংক্রান্ত আদেশ জারি করেছে প্রতিষ্ঠানটি।

বিএসইসির তদন্ত আদেশে সই করেছেন সংস্থার ইন্সপেকশন, ইনকোয়ারি অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগের পরিচালক মো. মাহমুদুল হক। আদেশ জারি থেকে আগামী ৬০ কর্মদিবসের মধ্যে তদন্ত শেষ করে প্রতিবেদন দাখিলের জন্য বলা হয়েছে।

তদন্ত কমিটির সদস্যরা হলেন—বিএসইসির অতিরিক্ত পরিচালক মোহাম্মদ এমদাদুল হক, উপপরিচালক মো. রফিকুন্নবী এবং সহকারী পরিচালক মো. শাকিল আহমেদ।

ইনভেস্টএশিয়া ক্যাপিটাল অ্যান্ড অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনায় পরিচালিত মিউচুয়াল ফান্ড দুটি হলো ইনভেস্টএশিয়া গ্রোথ ফান্ড এবং ইনভেস্টএশিয়া ব্যালান্সড ইউনিট ফান্ড। এদের ট্রাস্ট ও কাস্টোডিয়ান হিসেবে রয়েছে সেন্টিনেল ট্রাস্টি এবং কাস্টোডিয়াল সার্ভিসেস লিমিটেড।

বিএসইসির জারি করা আদেশে বলা হয়েছে, ইনভেস্টএশিয়া ক্যাপিটাল অ্যান্ড অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনার অধীনে পরিচালিত ইনভেস্টএশিয়া গ্রোথ ফান্ড এবং ইনভেস্টএশিয়া ব্যালান্সড ইউনিট ফান্ড। পুঁজিবাজার এবং সাধারণ বিনিয়োগকারীদের বৃহত্তর স্বার্থে এ ফান্ড দুটির তদন্ত করা প্রয়োজন।

আদেশে আরও বলা হয়েছে, তদন্ত কমিটি মিউচুয়াল ফান্ডগুলোর যে কোনো একটি থেকে কোনো সিকিউরিটিজে বেআইনি বিনিয়োগ করা হয়েছে কি না, দুটি মিউচুয়াল ফান্ডের সংশ্লিষ্ট ট্রাস্ট ডিডের প্রাসঙ্গিক ধারা বা ধারাগুলোর পঞ্চম তফসিল লঙ্ঘন করেছেন কি না, মিউচুয়াল ফান্ডের মেয়াদে ইনভেস্টএশিয়া ক্যাপিটাল অ্যান্ড অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের এমডি বা সিইওসহ মূল ব্যবস্থাপনার কর্মীদের কোনো বেআইনি কার্যকলাপ আছে কি না, সেগুলো পর্যালোচনা করবে।

এ ছাড়াও অ্যাসেট ম্যানেজার, ট্রাস্টি, তত্ত্বাবধায়ক এবং মিউচুয়াল ফান্ডগুলোর সঙ্গে সংশ্লিষ্ট যে কেউ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন মিউচুয়াল ফান্ড আইনমালা, ২০০১-এর বিসি ৪১-এর কোনো লঙ্ঘন করেছে কি না, স্বতন্ত্র বহিরাগত নিরীক্ষক, ট্রাস্টি এবং কাস্টোডিয়ানের ভূমিকা এবং অনুসন্ধানের সমর্থনে প্রাসঙ্গিক নথি সংগ্রহ করতে বলা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কূটনৈতিক পাসপোর্টকে রাতারাতি অর্ডিনারি বানিয়ে দেওয়া পরিচালক বরখাস্ত

এবার সরানো হলো জ্বালানি উপদেষ্টার পিএসকে

সব রুফটপ রেস্তোরাঁর ট্রেড লাইসেন্স বাতিল

ঈদ শুভেচ্ছা কার্টুনে কুকুরের ছবি: প্রথম আলো সম্পাদকের বিরুদ্ধে মামলার আবেদন

উদ্দীপনের ২০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক সচিব মিহির কান্তির বিরুদ্ধে ৬ মামলা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত