Ajker Patrika

বিএসইসি থেকে কমিশনার তারিকুজ্জামানকে সরানো হল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৪, ১২: ২৮
Thumbnail image

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার ড. এ টি এম তারিকুজ্জামানকে সরানো হয়েছে। গতকাল বুধবার উপসচিব ফরিদা ইয়াসমিনের সই করা প্রজ্ঞাপনে তাকে অব্যাহতি দেওয়া হয়। 

প্রজ্ঞাপনে বলা হয়, ড. এ টি এম তারিকুজ্জামানের সঙ্গে সম্পাদিত চুক্তির ৮ নম্বর শর্তানুযায়ী তাঁকে তাঁর পদ থেকে অব্যাহতি প্রদানের জন্য তিন মাসের নোটিশ প্রদান করা হলো। তিনি আগামী ১০ ডিসেম্বরের পর থেকে বিএসইসির কমিশনার পদে বহাল থাকবেন না।

এর আগে, গত সোমবার অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের নাম ভাঙিয়ে তারিকুজ্জামানকে পদত্যাগ করার জন্য চাপ দেন মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের (এফআইডি) অতিরিক্ত সচিব ড. নাহিদ হোসেন। তবে অর্থ উপদেষ্টার দপ্তর থেকে জানানো হয়েছিল, এ রকম নির্দেশনা দেওয়া হয়নি। তবে এক দিন পরেই মেয়াদ শেষের আগে সরিয়ে দেওয়া হলো তারিকুজ্জামানকে।

বিএসইসিতে কমিশনারদের মধ্যে দীর্ঘদিন থেকে দুটি গ্রুপ। একটিতে ছিলেন দুর্নীতিতে অভিযুক্ত সদ্যবিদায়ী চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টির সাবেক ডিন। আর তাঁর সহযোগী ছিলেন একই বিভাগের শিক্ষক শেখ শামসুদ্দীন আহমেদ।

কমিশনার তারিকুজ্জামান ছিলেন শিবলী রুবাইয়াতবিরোধী। আওয়ামী লীগ সরকারের পতনের পর শিবলী রুবাইয়াত ও শামসুদ্দীন সরকারের নির্দেশে পদত্যাগ করেন। কিন্তু কমিশনার তারিকুজ্জামান এবং মোহসীন চৌধুরী স্বপদে বহাল রয়েছেন। বিষয়টি ভালোভাবে নেননি শিবলী রুবাইয়াতের সরাসরি ছাত্র নাহিদ হোসেন।

এ অবস্থায় তারিকুজ্জামানকে গত সোমবার বিকেলে মোবাইল ফোনে ড. নাহিদ বলেন, ‘অর্থ উপদেষ্টা আপনাকে পদত্যাগ করতে বলেছেন। রাতেই ই-মেইলে পদত্যাগপত্র পাঠান।’ তারিকুজ্জামান সরাসরি উপদেষ্টার হাতে পদত্যাগপত্র জমা দিতে চান। কিন্তু উপদেষ্টা ব্যস্ত আছেন জানিয়ে নাহিদ বলেন, ‘আপনি কিন্তু উপদেষ্টার নির্দেশনা না মেনে সরকারকে চ্যালেঞ্জ করছেন।’ তারিকুজ্জামান বলেন, ‘আমি সরকারকে চ্যালেঞ্জ করছি না, উল্টো সসম্মানে উপদেষ্টার হাতে পদত্যাগপত্র দিতে চাইছি।’ নাহিদ বলেন, পদত্যাগের দুই দিন পর আপনি দেখা করেন।’ তবে শেষ পর্যন্ত পদত্যাগ করেননি তারিকুজ্জামান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত