Ajker Patrika

এ বছরই বৈশ্বিক সরকারি ঋণ ১০০ ট্রিলিয়ন ছাড়াবে: আইএমএফ

আজকের পত্রিকা ডেস্ক
এ বছরই বৈশ্বিক সরকারি ঋণ ১০০ ট্রিলিয়ন ছাড়াবে: আইএমএফ

প্রথমবারের মতো চলতি বছর বিশ্বের বিভিন্ন দেশে মোট সরকারি ঋণ ১০০ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে। বৈশ্বিক সরকারি ঋণের পরিমাণ এরপর থেকে প্রত্যাশার চেয়ে আরও দ্রুতগতিতে বাড়বে বলে জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। 

কারণ হিসেবে আইএমএফ বলেছে, অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি কমে যাওয়া এবং সরকারি ব্যয় বৃদ্ধির চাপে ঋণের পরিমাণ দ্রুত বাড়বে। 

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি ২০২৪ সালের শেষ নাগাদ বিশ্বের বিভিন্ন দেশের সরকারি ঋণের পরিমাণ মোট বৈশ্বিক জিডিপির ৯৩ শতাংশে উন্নীত হবে। ২০৩০ সালের মধ্যে তা ১০০ শতাংশে উন্নীত হতে পারে বলে ধারণা করছে আইএমএফ। 

করোনা মহামারির সময় এই ঋণের পরিমাণ জিডিপির ৯৯ শতাংশে উন্নীতে হয়েছিল। এত দিন এটিই ছিল বৈশ্বিক রেকর্ড। ২০১৯ সালের তুলনায় ২০২০ সালে একলাফে তা ১০ শতাংশীয় পয়েন্ট বাড়ে। 

আগামী সপ্তাহে বিশ্বব্যাংক ও আইএমএফের সভা অনুষ্ঠিত হবে। এর আগে আইএমএফ ফিসক্যাল মনিটর শীর্ষক প্রতিবেদন প্রকাশ করে বলেছে, মার্কিন সরকারের ব্যয় বৃদ্ধির যে সম্ভাবনা আছে, তাতে ভবিষ্যতে বৈশ্বিক ঋণের পরিমাণ আরও বেড়ে যেতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত