Ajker Patrika

হামাসের হাতে জিম্মি মার্কিন মা-মেয়ের মুক্তির পর তেলের দাম কমল

আপডেট : ২১ অক্টোবর ২০২৩, ১৩: ৫৯
হামাসের হাতে জিম্মি মার্কিন মা-মেয়ের মুক্তির পর তেলের দাম কমল

ইসরায়েলে অতর্কিত হামলার সময় হামাসের হাতে জিম্মিদের মধ্য থেকে যুক্তরাষ্ট্রের দুই জিম্মির পর বিশ্ববাজারে চড়তে থাকা তেলের দাম কিছুটা কমেছে। মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাত না ছড়ানো এবং তেল সরবরাহ অব্যাহত থাকার আশা থেকে বাজারে স্বস্তি এনেছে। বাজারসংশ্লিষ্টদের বরাত দিয়ে রয়টার্স এক প্রতিবেদনে এসব তথ্য দিয়েছে।

গতকাল শুক্রবার দিন শেষে নভেম্বরের সরবরাহের জন্য অপরিশোধিত তেলের শীর্ষ বেঞ্চমার্ক ব্রেন্টের দর ছিল ব্যারেলপ্রতি ৯২ দশমিক ১৬ ডলার, যা আগের দিনের চেয়ে ২২ সেন্ট বা শূন্য দশমিক ২ শতাংশ কম। আর ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ৬২ সেন্ট বা শূন্য দশমিক ৭ শতাংশ কমে ৮৮ দশমিক ৭৫ ডলারে বিক্রি হয়। 

গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালিয়ে সহস্রাধিক মানুষকে হত্যা করেছিল হামাস যোদ্ধারা। সেই সঙ্গে শতাধিক মানুষকে জিম্মি করেও নিয়ে যায়। গত শুক্রবার এই জিম্মিদের মধ্য থেকে দুজন আমেরিকানকে মুক্তি দিয়েছে হামাস। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটির আল-কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা বলেছেন, ‘কাতারের প্রচেষ্টার ফল হিসেবে আল-কাসাম ব্রিগেড মানবিক কারণে দুই আমেরিকান নাগরিককে (একজন মা ও তাঁর মেয়ে) মুক্তি দিয়েছে।’

প্রাইস ফিউচার গ্রুপের বিশ্লেষক ফিল ফ্লিন বলেন, জিম্মিদের মুক্তির খবর বাজার থেকে কিছুটা ঝুঁকি কমিয়ে দিয়েছে। বাজারে দিন শুরু হয়েছিল ক্ষীণ আশা নিয়ে। এরপর সংকট দূর হওয়ার ইতিবাচক বেশ কিছু ইঙ্গিতও মিলেছে।

গত বৃহস্পতিবার ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট গাজা সীমান্তে সৈন্যদের বলেছিলেন যে, তারা শিগগিরই ফিলিস্তিনকে ‘ভেতর থেকে’ দেখতে পাবে। পেন্টাগন তখন বলেছে যে, ইয়েমেন থেকে ইসরায়েলের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র আটকে দিয়েছে যুক্তরাষ্ট্র।

নিউইয়র্কভিত্তিক কোম্পানি অ্যাগেইন ক্যাপিটালের অংশীদার জন কিলডাফ বলেছেন, ‘সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কায় বিশ্ববাজারের মনোযোগের কেন্দ্রবিন্দুতে রয়ে গেছে মধ্যপ্রাচ্য। কারণ, এই সংঘাত তেল সরবরাহে ব্যাঘাত ঘটাতে পারে। ধারণা করা হচ্ছে, সরবরাহের ব্যাঘাত ঘটার আশঙ্কা এখন কম। তবে বাজার এই চিন্তাকে উপেক্ষা করতে পারবে না। কারণ, সামনেই সাপ্তাহিক ছুটি। তখন বাণিজ্য যেমন বন্ধ থাকবে, তেমনি ঘটে যেতে পারে যেকোনো কিছু।’

বছরের শেষ পর্যন্ত তেল সরবরাহ হ্রাস অব্যাহত রাখার কথা জানায় শীর্ষ উৎপাদনকারী দেশ সৌদি আরব ও রাশিয়া। এরপর বাজারে তেলের দামের কারণে বছরের শেষে বাজার প্রতিযোগিতামূলক হবে বলে ধারণা করা হচ্ছে। ইউনিয়ন ব্যাংক অব সুইজারল্যান্ডের (ইউবিএস) বিশ্লেষক জিওভান্নি স্টাউনোভো বলেন, ব্রেন্ট তেলের মূল্য আগামী সেশনে ব্যারেলপ্রতি ৯০ থেকে ১০০ ডলারের মধ্যে থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৩ আগস্ট বিমানবন্দরে বাধা পান তাপস, হাসিনাকে অনুরোধ করেন অফিসারের সঙ্গে কথা বলতে- অডিও ফাঁস

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত