Ajker Patrika

দেশে মাথাপিছু আয় বেড়েছে, টাকার অঙ্কে প্রথম ৩ লাখ ছাড়াল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২১ মে ২০২৪, ২১: ৩৯
দেশে মাথাপিছু আয় বেড়েছে, টাকার অঙ্কে প্রথম ৩ লাখ ছাড়াল

দেশের মানুষের গড় মাথাপিছু আয় বেড়েছে। বর্তমানে তা ২ হাজার ৭৮৪ মার্কিন ডলার হয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সাময়িক হিসাবে এ তথ্য উঠে এসেছে।

সবশেষ ২০২২-২৩ অর্থবছরে দেশের মাথাপিছু আয় ছিল ২ হাজার ৭৪৯ ডলার। আর ২০২১-২২ সালে ছিল ২ হাজার ৭৯৩ ডলার।

বিবিএস প্রতি ডলার ১০৮ দশমিক ৯৭ টাকা ধরে মাথাপিছু আয়ের হিসাব করেছে। সংস্থাটির করা টাকার হিসাবে প্রথমবারের মতো দেশের মাথাপিছু গড় বার্ষিক আয় ৩ লাখ টাকা ছাড়িয়েছে। বর্তমানে মাথাপিছু গড় বার্ষিক আয় দাঁড়িয়েছে ৩ লাখ ৬ হাজার ১৪৪ টাকা।

যদিও গত ৮ মে ডলারের অফিশিয়াল মূল্য ৭ টাকা বাড়িয়ে ১১০ থেকে ১১৭ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের এই ঘোষণার পরই খোলাবাজারে ডলারের দাম বেড়ে ১২৫ টাকা হয়।

গতকাল সোমবার রাতে বিবিএস চলতি অর্থবছরের জন্য মোট দেশজ উৎপাদন (জিডিপি), প্রবৃদ্ধি, বিনিয়োগ ও মাথাপিছু আয়ের সাময়িক হিসাব প্রকাশ করে।

গত বছরের শুরুর দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে বাংলাদেশের মাথাপিছু আয় অন্তত ১২ হাজার ডলারে নিয়ে যাওয়ার অঙ্গীকার করেছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত