Ajker Patrika

সি পার্লের শেয়ার কারসাজি নিয়ে তদন্তের নির্দেশ বিএসইসির

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২১ আগস্ট ২০২৩, ১৯: ৫৬
সি পার্লের শেয়ার কারসাজি নিয়ে তদন্তের নির্দেশ বিএসইসির

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের শেয়ার কারসাজি তদন্তের নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গতকাল রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ নির্দেশ দেন বিএসইসির সংশ্লিষ্ট বিভাগের কমিশনার মো. আবদুল হালিম। নির্দেশনা পেয়ে ইতিমধ্যে কাজ শুরু করেছে ডিএসই।

ডিএসইর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম সাইফুর রহমান মজুমদার আজকের পত্রিকাকে বলেন, ‘কমিশন থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। আমাদের সার্ভেইল্যান্সে যে তথ্য আছে, সেগুলোর ওপর ভিত্তি করে তদন্ত কার্যক্রম পরিচালনা করা হবে। যেহেতু তদন্ত কার্যক্রম শেষ হয়নি, তাই এই মুহূর্তে এর বেশি কিছু বলা যাচ্ছে না।’

গত বছরের ২০ জুলাই সি পার্লের প্রতি শেয়ারের দাম ছিল ৪৪ টাকা। চলতি বছরের ৯ মার্চ পর্যন্ত তা ৩২০ টাকায় উন্নীত হয়। অর্থাৎ, কৃত্রিম সংকট সৃষ্টি করে সাড়ে সাত মাসে কোম্পানির শেয়ারের দাম সাড়ে সাত গুণ বাড়ানো হয়েছে।

সম্প্রতি একটি জাতীয় দৈনিকে এ নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ হওয়ার পর নড়েচড়ে বসে নিয়ন্ত্রক সংস্থা। তাৎক্ষণিকভাবে তদন্ত করতে নির্দেশ দেওয়া হয়।

ওই প্রতিবেদনে বলা হয়, আটটি ব্রোকারেজ হাউস থেকে ৫০টি বিও অ্যাকাউন্ট ব্যবহার করে এসব কারসাজি করা হয়েছে। এর নেতৃত্ব দিয়েছে মো. লুৎফুল গনি টিটু নামের এক ব্যক্তির নেতৃত্বাধীন একটি চক্র। তাঁর সহযোগী হিসেবে রয়েছেন মো. আবদুর রউফ মিয়া। কৃত্রিম চাহিদার পাশাপাশি বিভিন্ন মূল্য সংবেদনশীল তথ্য ও গুজব ছড়িয়ে শেয়ারের দাম বাড়ায় গ্রুপটি। বর্তমানে তারা শেয়ার বিক্রি করে বের হয়ে যাচ্ছে।

২০১৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় কোম্পানিটি। প্রথম দুই বছরে কোম্পানির শেয়ারের মূল্য ছিল একেবারেই অস্বাভাবিক। ১০ টাকা অভিহিত মূল্যের শেয়ার ৫ টাকা প্রিমিয়ামসহ ১৫ টাকায় তালিকাভুক্ত হয়। প্রথম দুই বছর সেকেন্ডারি মার্কেটে ৪০-এর ভেতরে লেনদেন হয়। তৃতীয় বছর অর্থাৎ ২০২২ সাল থেকে অস্বাভাবিক দাম বেড়ে যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত