নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (ডিএসই ও সিএসই) স্বতন্ত্র পরিচালকেরা পদত্যাগ করেছেন। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) মৌখিক নির্দেশের পরিপ্রেক্ষিতে তাঁরা পদত্যাগ করেন। বৃহস্পতিবার ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এ বিষয়ে ডিএসইর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এজিএম সাত্তিক আহমেদ শাহ আজকের পত্রিকাকে বলেন, ‘বিভিন্ন মাধ্যমে তাঁরা পদত্যাগপত্র জমা দিয়েছেন। সবগুলোই বিএসইসি চেয়ারম্যান বরাবর পাঠানো হয়েছে।’
এ বিষয়ে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র রেজাউল করিম বলেন, ‘স্বতন্ত্র পরিচালকেরা পদত্যাগ করেছেন বলেই জানি।’
তথ্যমতে, গত বুধবার ডিএসইর পাঁচজন স্বতন্ত্র পরিচালক মেইল ও হার্ড কপির মাধ্যমে পদত্যাগপত্র জমা দিয়েছেন। সরকারের মনোনীত পরিচালক হিসেবে আসা একজন ব্রিগেডিয়ার জেনারেলের বদলি হয়ে গেছে। ফলে তিনিও পরিচালক পদে নেই। এর আগে ডিএসইর চেয়ারম্যান পদত্যাগ করেছেন।
অন্যদিকে, গত দুই দিনে বিভিন্ন মাধ্যমে সিএসইর চেয়ারম্যান আসিফ ইব্রাহীমসহ ৭ স্বতন্ত্র পরিচালক পদত্যাগ করেছেন।
এর আগে, গত মঙ্গলবার সন্ধ্যায় দুই স্টক এক্সচেঞ্জের এমডিকে বিএসইসির পক্ষ থেকে স্বতন্ত্র সকল পরিচালককে পদত্যাগের বিষয়ে মৌখিকভাবে নির্দেশনা দেওয়া হয়। বিএসইসির পক্ষ থেকে বলা হয়েছে, যদি মৌখিক নির্দেশনায় এসব পরিচালক স্বেচ্ছায় পদত্যাগ না করেন, তাহলে তাঁদের অপসারণের বিষয়ে উদ্যোগ নেওয়া হবে। যেহেতু স্বতন্ত্র পরিচালকেরা সমাজের সম্মানিত ব্যক্তি, সেহেতু বিএসইসি তাঁদের স্বেচ্ছায় পদত্যাগের সুযোগ দেওয়ার জন্য ওই নির্দেশনা দেয়।
ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (ডিএসই ও সিএসই) স্বতন্ত্র পরিচালকেরা পদত্যাগ করেছেন। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) মৌখিক নির্দেশের পরিপ্রেক্ষিতে তাঁরা পদত্যাগ করেন। বৃহস্পতিবার ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এ বিষয়ে ডিএসইর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এজিএম সাত্তিক আহমেদ শাহ আজকের পত্রিকাকে বলেন, ‘বিভিন্ন মাধ্যমে তাঁরা পদত্যাগপত্র জমা দিয়েছেন। সবগুলোই বিএসইসি চেয়ারম্যান বরাবর পাঠানো হয়েছে।’
এ বিষয়ে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র রেজাউল করিম বলেন, ‘স্বতন্ত্র পরিচালকেরা পদত্যাগ করেছেন বলেই জানি।’
তথ্যমতে, গত বুধবার ডিএসইর পাঁচজন স্বতন্ত্র পরিচালক মেইল ও হার্ড কপির মাধ্যমে পদত্যাগপত্র জমা দিয়েছেন। সরকারের মনোনীত পরিচালক হিসেবে আসা একজন ব্রিগেডিয়ার জেনারেলের বদলি হয়ে গেছে। ফলে তিনিও পরিচালক পদে নেই। এর আগে ডিএসইর চেয়ারম্যান পদত্যাগ করেছেন।
অন্যদিকে, গত দুই দিনে বিভিন্ন মাধ্যমে সিএসইর চেয়ারম্যান আসিফ ইব্রাহীমসহ ৭ স্বতন্ত্র পরিচালক পদত্যাগ করেছেন।
এর আগে, গত মঙ্গলবার সন্ধ্যায় দুই স্টক এক্সচেঞ্জের এমডিকে বিএসইসির পক্ষ থেকে স্বতন্ত্র সকল পরিচালককে পদত্যাগের বিষয়ে মৌখিকভাবে নির্দেশনা দেওয়া হয়। বিএসইসির পক্ষ থেকে বলা হয়েছে, যদি মৌখিক নির্দেশনায় এসব পরিচালক স্বেচ্ছায় পদত্যাগ না করেন, তাহলে তাঁদের অপসারণের বিষয়ে উদ্যোগ নেওয়া হবে। যেহেতু স্বতন্ত্র পরিচালকেরা সমাজের সম্মানিত ব্যক্তি, সেহেতু বিএসইসি তাঁদের স্বেচ্ছায় পদত্যাগের সুযোগ দেওয়ার জন্য ওই নির্দেশনা দেয়।
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির সাবসিডিয়ারি প্রতিষ্ঠান এমটিবি ক্যাপিটাল লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন সুমিত পোদ্দার। রোববার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
২৩ মিনিট আগেজাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১৪ প্রকল্প অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকার। প্রকল্পগুলোর ব্যয় ধরা হয়েছে ২৪ হাজার ২৪৭ কোটি ২৪ লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন ৩ হাজার ১ কোটি ৩৪ লাখ টাকা, প্রকল্প ঋণ ১৬ হাজার ৭১৯ কোটি ৭৩ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ৪ হাজার ৪২৬ কোটি ১৭ লাখ
২ ঘণ্টা আগেদেশের আমদানি সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে অসংগতিপূর্ণ বা ত্রুটিপূর্ণ আমদানি বিলের বিপরীতে নির্ধারিত পণ্যের বিল পরিশোধ করতে নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। তবে অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোর ত্রুটিপূর্ণ আমদানি বিল গ্রহণে সংশ্লিষ্ট আমদানি পণ্যে কোনোরূপ পরিবর্তন করার সুযোগ থাকবে না। আর অসংগতি
৩ ঘণ্টা আগেমাত্র ১ মাস ১৯ দিনে ৫০০ কোটি ডলার বা ৫ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। গত মার্চ মাসে তাঁরা ৩২৯ কোটি ডলার বা ৩ দশমিক ২৯ বিলিয়ন ডলার পাঠিয়েছেন। আর চলতি মাস এপ্রিলের প্রথম ১৯ দিনেই এসেছে ১৭১ কোটি ৮৭ লাখ ২০ হাজার ডলারের রেমিট্যান্স। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)
৩ ঘণ্টা আগে