Ajker Patrika

ট্রাম্পের ৫০ শতাংশ শুল্কে ভারতের অর্থনীতিতে বড় ধাক্কার আশঙ্কা

অনলাইন ডেস্ক
আপডেট : ০৬ আগস্ট ২০২৫, ২৩: ৫৬
ছবি: এআই দিয়ে তৈরি।
ছবি: এআই দিয়ে তৈরি।

রাশিয়া থেকে তেল কেনার ‘শাস্তি’ হিসেবে ভারতের ওপর আরও ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এর ফলে ভারতের রপ্তানির ওপর যুক্তরাষ্ট্রের মোট শুল্কের পরিমাণ ৫০ শতাংশে দাঁড়িয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আজ বুধবার স্থানীয় সময় রাতে এক নির্বাহী আদেশে ট্রাম্প এ ঘোষণা দেন।

ট্রাম্পের এই ঘোষণার পরপরই ভারতের শেয়ারবাজার প্রভাবিত হতে শুরু করেছে। ভারতের গিফট নিফটি ফিউচার শূন্য দশমিক এক শতাংশ কমে ২৪,৫৫৫-তে দাঁড়িয়েছে, যেখানে আগের দিন বেঞ্চমার্ক নিফটি-ফিফটি ২৪,৫৭২-এ বন্ধ হয়েছিল।

অর্থনীতিবিদেরা বলছেন, এই অতিরিক্ত শুল্ক ভারতীয় রপ্তানি ও অর্থনীতির জন্য একটি বড় ধাক্কা হতে পারে।

আইসিআইসিআই সিকিউরিটিজের প্রধান অর্থনীতিবিদ এ প্রসন্ন বলেছেন, ৫০ শতাংশ শুল্ক ভারতের রপ্তানির জন্য একটি বড় নেতিবাচক দিক। এই হারে অনেক ভারতীয় পণ্য ভিয়েতনাম ও বাংলাদেশের মতো আঞ্চলিক প্রতিযোগীদের তুলনায় মারাত্মক অসুবিধার মধ্যে পড়বে।

এইচডিএফসি ব্যাংকের অর্থনীতিবিদ সাক্ষী গুপ্তা সতর্ক করে বলেছেন, ‘যদি আগামী ২১ দিনের মধ্যে কোনো চুক্তি না হয়, তাহলে আমাদের ২০২৬ অর্থবছরের জিডিপি প্রবৃদ্ধির সম্ভাবনা ৬ শতাংশের নিচে নামিয়ে আনতে হবে। এতে জিডিপিতে ৪০-৫০ বেসিস পয়েন্টের ধাক্কা লাগবে, যা আমাদের আগের অনুমানের দ্বিগুণ।’

নির্মল ব্যাংকের অর্থনীতিবিদ টেরেসা জন মনে করেন, একটি বাণিজ্যিক চুক্তিতে পৌঁছানোর জন্য ভারতের ওপর চাপ বাড়ছে। ভারত সম্ভবত ধীরে ধীরে রাশিয়া থেকে তেল কেনা কমানো ও অন্যান্য উৎস থেকে তেল সংগ্রহের বিষয়ে সম্মত হবে।

আইডিএফসি ফার্স্ট ব্যাংকের অর্থনীতিবিদ গৌর সেন গুপ্ত বলেছেন, এটি অবশ্যই ২০২৫-২৬ অর্থবছরের জিডিপির অনুমানের জন্য ঝুঁকি বাড়িয়ে দিয়েছে। যদি এই শুল্ক ২০২৬ সালের মার্চ পর্যন্ত থাকে, তাহলে জিডিপিতে শূন্য দশমিক তিন শতাংশ থেকে শূন্য দশমিক চার শতাংশ পর্যন্ত ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশে ক্ষমতার পালাবদল পুনর্বিন্যাস আনছে ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের কৌশলে

জাপায় নতুন মোড়: আনিসুল ইসলাম ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বহিষ্কৃতদের পুনর্বহাল

গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে কক্সবাজার ভ্রমণ: ৫ নেতাকে শোকজ করল এনসিপি

‘বাবার অসুস্থতায় পরামর্শ নিতে’ চিকিৎসকের বাসায় নারী, দুজনকে পুলিশে দিল স্থানীয়রা

১৪৬ যাত্রী নিয়ে ব্যাংককের পথে এক ঘণ্টা উড়ে মিয়ানমার থেকে ফিরে এল বিমানের সেই ফ্লাইট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত