অনলাইন ডেস্ক
সবুজ কারখানার স্বীকৃতি পেয়েছে তৈরি পোশাক খাতের আরও একটি কারখানা। গাজীপুরের কনসিস্ট অ্যাপারেলস লিমিটেড নামের ওই কারখানা প্লাটিনাম স্বীকৃতি পেয়েছে। এ নিয়ে দেশে মোট এলইইডি বা লিড সনদ পাওয়া কারখানার সংখ্যা বেড়ে দাঁড়াল ২৩৩টি।
দেশের তৈরি পোশাকমালিকদের সংগঠন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সূত্রে এ তথ্য জানা গেছে।
গাজীপুরের কুনিয়ায় অবস্থিত কনসিস্ট অ্যাপারেলস লিমিটেডের নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম ইমন।
দেশের ২৩৩টি পরিবেশবান্ধব কারখানার মধ্যে প্লাটিনাম সনদ পাওয়া কারখানার সংখ্যা ৯৩, গোল্ড সনদ পাওয়া কারখানার সংখ্যা ১২৬, সিলভার সনদ পাওয়া কারখানা ১০ ও সার্টিফায়েড সনদ পাওয়া কারখানা ৪টি।
২০২৪ সালে পরিবেশবান্ধব কারখানার স্বীকৃতি পেয়েছে ২৬টি প্রতিষ্ঠান। ২০২৩ সালে সনদ পেয়েছিল ২৪টি কারখানা। ২০২২ সালে পেয়েছিল ৩০টি। ২০১১ সালে দেশের ২টি কারখানা প্রথম লিড স্বীকৃতি পায়।
যুক্তরাষ্ট্রের ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি) থেকে পরিবেশবান্ধব সনদ পাওয়ার জন্য কয়েকটি শর্ত পরিপালন করতে হয়। মোট ১০০ নম্বরের মধ্যে কোনো কারখানা ৮০-এর বেশি পেলে লিড প্লাটিনাম, ৬০-৭৯ পেলে লিড গোল্ড, ৫০-৫৯ নম্বর পেলে লিড সিলভার ও ৪০-৪৯ নম্বর পেলে লিড সার্টিফায়েড সনদ দেওয়া হয়।
বিশ্বের বেশ কিছু প্রতিষ্ঠান পরিবেশবান্ধব স্থাপনার সনদ দিয়ে থাকে। সেগুলোর মধ্যে অন্যতম হলো যুক্তরাষ্ট্রের ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি)। ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত ইউএসজিবিসি যে সনদ দেয়, তার নাম লিড। লিডের পূর্ণাঙ্গ রূপ লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন। এ সনদ পেতে প্রতিটি প্রকল্পকে ইউএসজিবিসির তত্ত্বাবধানে স্থাপনা নির্মাণের কাজ থেকে শুরু করে উৎপাদন পর্যন্ত বিভিন্ন পর্যায়ে মান রক্ষা করতে হয়।
সবুজ কারখানার স্বীকৃতি পেয়েছে তৈরি পোশাক খাতের আরও একটি কারখানা। গাজীপুরের কনসিস্ট অ্যাপারেলস লিমিটেড নামের ওই কারখানা প্লাটিনাম স্বীকৃতি পেয়েছে। এ নিয়ে দেশে মোট এলইইডি বা লিড সনদ পাওয়া কারখানার সংখ্যা বেড়ে দাঁড়াল ২৩৩টি।
দেশের তৈরি পোশাকমালিকদের সংগঠন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সূত্রে এ তথ্য জানা গেছে।
গাজীপুরের কুনিয়ায় অবস্থিত কনসিস্ট অ্যাপারেলস লিমিটেডের নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম ইমন।
দেশের ২৩৩টি পরিবেশবান্ধব কারখানার মধ্যে প্লাটিনাম সনদ পাওয়া কারখানার সংখ্যা ৯৩, গোল্ড সনদ পাওয়া কারখানার সংখ্যা ১২৬, সিলভার সনদ পাওয়া কারখানা ১০ ও সার্টিফায়েড সনদ পাওয়া কারখানা ৪টি।
২০২৪ সালে পরিবেশবান্ধব কারখানার স্বীকৃতি পেয়েছে ২৬টি প্রতিষ্ঠান। ২০২৩ সালে সনদ পেয়েছিল ২৪টি কারখানা। ২০২২ সালে পেয়েছিল ৩০টি। ২০১১ সালে দেশের ২টি কারখানা প্রথম লিড স্বীকৃতি পায়।
যুক্তরাষ্ট্রের ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি) থেকে পরিবেশবান্ধব সনদ পাওয়ার জন্য কয়েকটি শর্ত পরিপালন করতে হয়। মোট ১০০ নম্বরের মধ্যে কোনো কারখানা ৮০-এর বেশি পেলে লিড প্লাটিনাম, ৬০-৭৯ পেলে লিড গোল্ড, ৫০-৫৯ নম্বর পেলে লিড সিলভার ও ৪০-৪৯ নম্বর পেলে লিড সার্টিফায়েড সনদ দেওয়া হয়।
বিশ্বের বেশ কিছু প্রতিষ্ঠান পরিবেশবান্ধব স্থাপনার সনদ দিয়ে থাকে। সেগুলোর মধ্যে অন্যতম হলো যুক্তরাষ্ট্রের ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি)। ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত ইউএসজিবিসি যে সনদ দেয়, তার নাম লিড। লিডের পূর্ণাঙ্গ রূপ লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন। এ সনদ পেতে প্রতিটি প্রকল্পকে ইউএসজিবিসির তত্ত্বাবধানে স্থাপনা নির্মাণের কাজ থেকে শুরু করে উৎপাদন পর্যন্ত বিভিন্ন পর্যায়ে মান রক্ষা করতে হয়।
গ্রামীণ ব্যাংকের ওপর থেকে সরকারের একক কর্তৃক ঝেড়ে ফেলতে আইনে সংশোধনী এনে নতুন অধ্যাদেশ জারি করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে আজ বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের সভায় গ্রামীণ ব্যাংক (সংশোধন) অধ্যাদেশের খসড়া অনুমোদনের জন্য উত্থাপনের কথা রয়েছে বলে...
৪ ঘণ্টা আগেভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহার এবং যুক্তরাষ্ট্রের একপেশে পাল্টা শুল্ক আরোপ—দুই দিক থেকেই বাণিজ্যিক চাপে পড়েছে বাংলাদেশ। শুধু ট্রান্সশিপমেন্ট বাতিলের ফলে অতিরিক্ত ব্যয়ের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ২ হাজার কোটি টাকা। অন্যদিকে যুক্তরাষ্ট্রে রপ্তানি পণ্যের ওপর ৩৭ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক আরোপ...
৪ ঘণ্টা আগেদেশীয় কৃষিতে সমাধান দিতে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে এসিআই মোটরস। পয়লা বৈশাখ উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে সোনালিকা ট্রাক্টরের দুটি নতুন মডেল উদ্বোধন করা হয়েছে। নতুন এই মডেল দুটি হলো সোনালিকা ৩৫-আরএক্স এবং সোনালিকা অলরাউন্ডার এসএস-৫৫ (১২এফ+৩আর)।
৭ ঘণ্টা আগেজব্দ করা ব্যাংক হিসাব থেকে টাকা তুলেছেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এইচ বি এম ইকবাল। আর তাঁকে অর্থ উত্তোলনের এই সুযোগ করে দিয়েছে তাঁরই মালিকানাধীন প্রিমিয়ার ব্যাংক। তিনি প্রিমিয়ার ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। ১৯৯৯ সাল থেকে তিনি ব্যাংকের চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করে আসছিলেন। গত ৫ আগস্ট আওয়াম
৭ ঘণ্টা আগে