আওয়ামী লীগ সরকারের সময়ে জব্দ করে রাখা এফবিসিসিআইয়ের সাবেক প্রেসিডেন্ট ও মাল্টিমোড গ্রুপের চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব খুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেলের (সিআইসি) পক্ষ থেকে সব ব্যাংকের নির্বাহীদের কাছে পাঠানো চিঠিতে তাঁর ব্যাংকিং লেনদেন স্বাভাবিক করার জন্য বলা হয়।
চিঠিতে আবদুল আউয়াল মিন্টু ছাড়াও তাঁর স্ত্রী নাসরিন ফাতেমা আউয়াল ও ছেলে তাবিথ আউয়ালের ব্যাংক হিসাবও খুলে দিতে বলা হয়েছে।
২০০৭ সালের ১ আগস্ট আবদুল আউয়াল মিন্টু, তাঁর স্ত্রী ও ছেলের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেয় এনবিআরের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল।
এনবিআর সূত্রে এ তথ্য জানা গেছে।
সিআইসির পাঠানো চিঠিতে বলা হয়, সরকারি রাজস্ব–সংক্রান্ত স্বার্থ সংরক্ষণের জন্য ১৯৮৪ সালের আয়কর অধ্যাদেশের ১১৭ (৪) ধারার প্রদত্ত ক্ষমতাবলে আবদুল আউয়াল মিন্টু, নাসরিন ফাতেমা আউয়াল ও তাবিথ আউয়ালের একক ও যৌথ নামে সব সক্রিয় ও সুপ্ত ব্যাংক হিসাব (চলতি হিসাব, সঞ্চয়ী হিসাব, মেয়াদি আমানত হিসাব, লোন হিসাব, ফরেন কারেন্সি অ্যাকাউন্ট, ক্রেডিট কার্ড, ভল্ট, লকার, সঞ্চয়পত্র ও অন্যান্য সেভিংস ইনস্ট্রুমেন্টসহ সব ধরনের হিসাব) থেকে অর্থ উত্তোলন ও স্থানান্তর স্থগিত করা হয়েছিল। এখন এই আদেশ প্রত্যাহার করা হলো।
আবদুল আউয়াল মিন্টু বিএনপি–ঘনিষ্ঠ ব্যবসায়ী হিসেবে পরিচিত। তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান পদেও আছেন। তাঁর ছেলে তাবিথ আউয়াল বিএনপি–সমর্থিত প্রার্থী হিসেবে ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) মেয়র নির্বাচনে অংশ নিয়েছিলেন।
গত সপ্তাহে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সব ধরনের ব্যাংক হিসাবও ১৭ বছর পর খুলে দেওয়া হয়। ২০০৭ সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের সময় বেগম খালেদা জিয়ার ব্যাংক হিসাব জব্দ করা হয়েছিল। ওইসব হিসাব থেকে তখন প্রতি মাসে নামমাত্র কিছু টাকা তুলতে পারতেন খালেদা জিয়া।
ক্ষমতাচ্যুত হওয়ার পর এখন আবার আওয়ামী লীগ ঘনিষ্ঠ শীর্ষ ব্যবসায়ীদের ব্যাংক হিসাবের তথ্য তলব করা হয়েছে। কর ফাঁকির প্রমাণ পেলে তাঁদেরও হিসাব জব্দ করা হতে পারে।
আওয়ামী লীগ সরকারের সময়ে জব্দ করে রাখা এফবিসিসিআইয়ের সাবেক প্রেসিডেন্ট ও মাল্টিমোড গ্রুপের চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব খুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেলের (সিআইসি) পক্ষ থেকে সব ব্যাংকের নির্বাহীদের কাছে পাঠানো চিঠিতে তাঁর ব্যাংকিং লেনদেন স্বাভাবিক করার জন্য বলা হয়।
চিঠিতে আবদুল আউয়াল মিন্টু ছাড়াও তাঁর স্ত্রী নাসরিন ফাতেমা আউয়াল ও ছেলে তাবিথ আউয়ালের ব্যাংক হিসাবও খুলে দিতে বলা হয়েছে।
২০০৭ সালের ১ আগস্ট আবদুল আউয়াল মিন্টু, তাঁর স্ত্রী ও ছেলের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেয় এনবিআরের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল।
এনবিআর সূত্রে এ তথ্য জানা গেছে।
সিআইসির পাঠানো চিঠিতে বলা হয়, সরকারি রাজস্ব–সংক্রান্ত স্বার্থ সংরক্ষণের জন্য ১৯৮৪ সালের আয়কর অধ্যাদেশের ১১৭ (৪) ধারার প্রদত্ত ক্ষমতাবলে আবদুল আউয়াল মিন্টু, নাসরিন ফাতেমা আউয়াল ও তাবিথ আউয়ালের একক ও যৌথ নামে সব সক্রিয় ও সুপ্ত ব্যাংক হিসাব (চলতি হিসাব, সঞ্চয়ী হিসাব, মেয়াদি আমানত হিসাব, লোন হিসাব, ফরেন কারেন্সি অ্যাকাউন্ট, ক্রেডিট কার্ড, ভল্ট, লকার, সঞ্চয়পত্র ও অন্যান্য সেভিংস ইনস্ট্রুমেন্টসহ সব ধরনের হিসাব) থেকে অর্থ উত্তোলন ও স্থানান্তর স্থগিত করা হয়েছিল। এখন এই আদেশ প্রত্যাহার করা হলো।
আবদুল আউয়াল মিন্টু বিএনপি–ঘনিষ্ঠ ব্যবসায়ী হিসেবে পরিচিত। তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান পদেও আছেন। তাঁর ছেলে তাবিথ আউয়াল বিএনপি–সমর্থিত প্রার্থী হিসেবে ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) মেয়র নির্বাচনে অংশ নিয়েছিলেন।
গত সপ্তাহে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সব ধরনের ব্যাংক হিসাবও ১৭ বছর পর খুলে দেওয়া হয়। ২০০৭ সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের সময় বেগম খালেদা জিয়ার ব্যাংক হিসাব জব্দ করা হয়েছিল। ওইসব হিসাব থেকে তখন প্রতি মাসে নামমাত্র কিছু টাকা তুলতে পারতেন খালেদা জিয়া।
ক্ষমতাচ্যুত হওয়ার পর এখন আবার আওয়ামী লীগ ঘনিষ্ঠ শীর্ষ ব্যবসায়ীদের ব্যাংক হিসাবের তথ্য তলব করা হয়েছে। কর ফাঁকির প্রমাণ পেলে তাঁদেরও হিসাব জব্দ করা হতে পারে।
বিলাসবহুল ব্রিটিশ ফ্যাশন ব্র্যান্ড বারবেরি জানিয়েছে, খরচ কমাতে আগামী দুই বছরে বিশ্বব্যাপী ১ হাজার ৭০০ কর্মী ছাঁটাই করা হতে পারে, যা তাদের মোট কর্মীর প্রায় এক-পঞ্চমাংশ। গতকাল বুধবার প্রতিষ্ঠানটির ৭৫ মিলিয়ন পাউন্ড নিট ক্ষতির তথ্য প্রকাশের পর এই ঘোষণা এসেছে। গত বছর বারবেরি ২৭০ মিলিয়ন পাউন্ড লাভ...
৪ ঘণ্টা আগেবাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যকার বাণিজ্য সম্ভাবনা পুরোপুরি কাজে লাগাতে ট্যারিফ ও নন-ট্যারিফ বাধা দূর করা জরুরি বলে মত দিয়েছেন উভয় দেশের শীর্ষ কর্মকর্তারা। গতকাল বুধবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) আয়োজিত ‘ভিয়েতনাম...
৪ ঘণ্টা আগেসিগারেটের বর্তমান চার স্তরের করকাঠামো কমিয়ে তিন স্তরে নামিয়ে আনা এবং প্রতি শলাকার দাম ন্যূনতম ৯ টাকা নির্ধারণের সুপারিশ করেছেন অর্থনীতিবিদ ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। তাঁদের মতে, এখন রাজনৈতিকভাবে অনুকূল পরিবেশ বিরাজ করছে। এ সুযোগে জনস্বার্থে করকাঠামোয় প্রয়োজনীয় সংস্কার আনা জরুরি।
৪ ঘণ্টা আগেদেশের শীর্ষস্থানীয় নির্মাণসামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান বিএসআরএম আয়োজিত স্থাপত্যবিষয়ক সম্মেলন ‘আর্কিটেকচার: হোয়ার টু গো’ রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে। দুই দিনব্যাপী এই সম্মেলনে দেশের খ্যাতনামা স্থপতি, একাডেমিশিয়ান ও উদ্ভাবনী তরুণ প্রজন্ম অংশ নেয়।
৮ ঘণ্টা আগে