Ajker Patrika

আদমজী ইপিজেডে চীনা কোম্পানির ৫৯ লাখ ডলার বিনিয়োগ

আদমজী ইপিজেডে চীনা কোম্পানির ৫৯ লাখ ডলার বিনিয়োগ

জিদালাই কোম্পানি লিমিটেড ৫৮ লাখ ৫০ হাজার মার্কিন ডলার বিনিয়োগে আদমজী ইপিজেডে একটি জিপার পুলার তৈরির কারখানা স্থাপন করতে যাচ্ছে। চীনা মালিকানাধীন এ কোম্পানি বার্ষিক ৭ কোটি পিস জিপার পুলার তৈরি করবে, যেখানে ১৮৯ জন বাংলাদেশি নাগরিক কর্মসংস্থানের সুযোগ পাবে। 

উল্লেখ্য, জিদালাই কোম্পানি বিশ্ববিখ্যাত জিপার ব্র্যান্ড ‘ওয়াইকেকে’–এর একটি কৌশলগত ব্যবসায়িক অংশীদার। 

আজ বুধবার ঢাকাস্থ বেপজা নির্বাহী দপ্তরে জিদালাই কোম্পানি লিমিটেডের সঙ্গে চুক্তি স্বাক্ষর করে বেপজা। বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. আশরাফুল কবীর এবং জিদালাই কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সু সেহ-মিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। 

বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান প্রত্যক্ষ করেন। 

বেপজাকে তাদের বিনিয়োগ গন্তব্য হিসেবে নির্বাচন করায় জিদালাই কোম্পানিকে ধন্যবাদ জানান বেপজার নির্বাহী চেয়ারম্যান। তিনি বলেন, ৪৪ বছর ধরে বিনিয়োগকারীদের সেবা প্রদানের মাধ্যমে বিনিয়োগ আকর্ষণের ক্ষেত্রে বেপজা বাংলাদেশের একটি অন্যতম সফল প্রতিষ্ঠান। তিনি জিদালাই কোম্পানিকে সুষ্ঠুভাবে ব্যবসা পরিচালনায় সব ধরনের সহায়তার আশ্বাস দেন। 

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার সদস্য (প্রকৌশল) মোহাম্মদ ফারুক আলম, সদস্য (অর্থ) আ ন ম ফয়জুল হক, নির্বাহী পরিচালক (প্রশাসন) আ. স. ম. জামশেদ খোন্দকার, নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন, নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) মো. খুরশিদ আলম এবং নির্বাহী পরিচালক (জনসংযোগ) এ. এস. এম. আনোয়ার পারভেজসহ প্রতিষ্ঠানটির প্রতিনিধিবর্গ এবং ওয়াইকেকে বাংলাদেশ পিটিই লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জিন দেগুচি উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত