Ajker Patrika

জার্সি পাল্টে অতি বিএনপি হতে চাওয়া ব্যক্তি থেকে সাবধান: আরিফুল হক

নিজস্ব প্রতিবেদক, সিলেট  
সুনামগঞ্জের পুরোনো বাসস্ট্যান্ডে বিএনপির সমাবেশ। ছবি: আজকের পত্রিকা
সুনামগঞ্জের পুরোনো বাসস্ট্যান্ডে বিএনপির সমাবেশ। ছবি: আজকের পত্রিকা

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, ‘জাতীয়তাবাদী দলের ভেতরে যেন কোনো দুষ্কৃতকারী প্রবেশ না করতে পারে, সেদিকে সজাগ থাকতে হবে। বিগত আন্দোলন সংগ্রামে যাঁরা রাজপথে ছিলেন, তাঁদের মূল্যায়ন করতে হবে।

যাঁরা এখন জার্সি পরিবর্তন করে অতি বিএনপি হতে চান, তাঁদের থেকে সাবধান থাকবেন। যাঁরা জনগণের আস্থা নষ্ট করতে চান, তাঁদের চিহ্নিত করে দল থেকে বিতাড়িত করতে হবে।’

আজ বুধবার সুনামগঞ্জের পুরোনো বাসস্ট্যান্ডে জেলা বিএনপি আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নেতা-কর্মীদের উদ্দেশে আরিফুল হক চৌধুরী বলেন, ‘এমন কোনো কাজ করবেন না, যাতে বিএনপির প্রতি মানুষের আস্থা নষ্ট হয়। কোনো ধরনের জমি দখল, চাঁদাবাজি ও সন্ত্রাসী কাজে বিএনপির নেতা-কর্মীরা যেন না জড়ায়, সে ব্যাপারে সজাগ থাকতে হবে। যাঁরা জড়াবেন তাঁদের বিরুদ্ধে কঠিন সিদ্ধান্ত নেবে দল।’

সাবেক সিটি মেয়র বলেন, ‘দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে, বিএনপির নেতা-কর্মীদের সজাগ থালতে হবে। আমাদের নেতা তারেক রহমানের ঘোষিত ৩১ দফা গ্রামেগঞ্জের মানুষের মধ্যে ছড়িয়ে দিতে হবে। জনগণের সমর্থন আদায় করতে হবে। জনগণের সমর্থন আদায় হলে আগামীতে বিএনপির বিজয় সুনিশ্চিত।’

সাবেক মেয়র বলেন, ‘প্রশাসনে এখনো আওয়ামী লীগের দোসররা ঘাপটি মেরে রয়েছে। তাঁদের চিহ্নিত করে অপসারণ করতে হবে।’ রমজানের আগে নিত্যপণ্যের দাম সহনশীলতার মধ্যে নিয়ে আসাসহ প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচনের দাবি জানান বিএনপির এই নেতা।

জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমদ মিলনের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী ও সদস্য মিজানুর রহমান চৌধুরী।

বক্তব্য দেন জেলা বিএনপির নেতা অ্যাডভোকেট মো. মল্লিক মঈনুদ্দিন সোহেল, শেরনূর আলী, মাসুক আলম, আবুল মনসুর শওকত প্রমুখ। সঞ্চালনা করেন অ্যাডভোকেট আব্দুল হক, নুরুল ইসলাম নুরুল।

এর আগে সকাল থেকে জেলার বিভিন্ন উপজেলা থেকে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতা-কর্মীরা সমাবেশে যোগ দেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সমাবেশের মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয় ওঠে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত