Ajker Patrika

গরমে কমেছে চায়ের উৎপাদন, বেড়েছে দাম

মৌলভীবাজার প্রতিনিধি
গরমে কমেছে চায়ের উৎপাদন, বেড়েছে দাম

অতিরিক্ত গরমে কমেছে চায়ের উৎপাদন। ফলে কেজি প্রতি ২০-২৫ টাকা বেড়েছে চায়ের দাম। আজ বুধবার মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দেশের দ্বিতীয় আন্তর্জাতিক চা নিলাম কেন্দ্রে নিলামের সময় এ তথ্য পাওয়া গেছে। 

সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত নিলাম চলে। শ্রীমঙ্গলের পাঁচটি ও চট্টগ্রামের সাতটি ব্রোকারস হাউস মিলিয়ে প্রায় ৫০ জন বায়ার নিলামে অংশ নেন। 

নিলামে ১ লাখ ৮৩ হাজার ৫৩০ দশমিক ৬০ কেজি চা-পাতা নিলামে উঠে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৪ কোটি ৫৮ লাখ ৮২ হাজার ৬৫০ টাকা। 

নিলামে কেদার পুরের ব্ল্যাক টি কেজি প্রতি সর্বোচ্চ ৩২৫ টাকা দামে উঠে। তা ছাড়া সাবারি টি প্ল্যান্টেশনের গ্রিনটি প্রতি কেজি ১ হাজার ১৮০ টাকা দামে নিলাম উঠেছে। 

এর আগে গত ২০২২-২৩ নিলাম বর্ষের তৃতীয় চা নিলামে ৭৪ হাজার ৩৮০ দশমিক ৪০ কেজি চা পাতা নিলামে উঠলেও বিক্রি হয় ২৪ হাজার ৭৯৭ দশমিক ৬০ কেজি, যার মূল্য ৫২ লাখ ৭৬ হাজার ৬৪৪ টাকা। গড় বিক্রয় মূল্য ছিল প্রতি কেজি ১৮৩ দশমিক ২৩ টাকা। 

শ্রীমঙ্গল চা ব্যবসায়ী কাজল হাজরা জানান, চট্টগ্রামের চেয়ে শ্রীমঙ্গলের চায়ের দাম একটু বেশি। কেজিতে চট্টগ্রাম থেকে ২০-২৫ টাকা বেশি। তবে নিলামে ৬০ শতাংশ চা বিক্রি হয়েছে। 

জালালাবাদ টি ব্রোকার্সের পরিচালক সৈকত আলী খান বলেন, নিলামে শ্রীমঙ্গলের পাঁচটি এবং চট্টগ্রামের সাতটি ব্রোকারস হাউজ অংশ নেয়। এতে প্রায় ১ লাখ ৮৩ হাজারের ওপরে চা অপারিং হয়। 

এদিকে বাংলাদেশ চা-বোর্ড সূত্রে জানা গেছে, ২০২৩-২০২৪ অর্থ বছরে শ্রীমঙ্গল চা নিলাম কেন্দ্রে মোট ২৩টি চা নিলাম অনুষ্ঠিত হবে। চলতি বছর অর্থাৎ ২০২৩ সালে ১৮টি এবং আগামী বছর অর্থাৎ ২০২৪ সালে পাঁচটি নিলাম অনুষ্ঠিত হবে। সপ্তাহের মধ্যে শুধু বুধবার ভিন্ন ভিন্ন তারিখে নিলামের মাধ্যমে চা বেচা-কেনা করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত