Ajker Patrika

গণপিটুনিতে ডাকাতির ১২ মামলার আসামি নিহত

হবিগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২৭ মার্চ ২০২৪, ১২: ১৯
গণপিটুনিতে ডাকাতির ১২ মামলার আসামি নিহত

হবিগঞ্জের লাখাইয়ে গণপিটুনিতে ডাকাতির ১২ মামলার এক আসামি নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার বুল্লা ইউনিয়নের গোয়াকারা গ্রামের জনজনিয়া ব্রিজে এ ঘটনা ঘটে। 

নিহত ব্যক্তির নাম হিরাজ মিয়া (৪৫)। তিনি হবিগঞ্জ সদর উপজেলার ধল গ্রামের জজ মিয়ার ছেলে। হিরাজ মিয়া ডাকাতি করতে গিয়ে গণপিটুনিতে নিহত হয়েছেন বলে জানান স্থানীয় লোকজন। 

গণপিটুনিতে হিরাজ মিয়া নিহত হওয়ার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের। তিনি বলেন, ‘গুরুতর আহত অবস্থায় হিরাজ মিয়াকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে তাঁর মৃত্যু হয়েছে। হিরাজ মিয়ার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১২টি ডাকাতির মামলা রয়েছে।’ 

ওসি আবুল খায়ের জানান, গতকাল রাত আনুমানিক ১২টার দিকে গোয়াকারা গ্রামের জনজনিয়া ব্রিজে কয়েক ব্যক্তি মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন থামিয়ে ডাকাতি করছিলেন। এ সময় গ্রামবাসী ধাওয়া দিয়ে হিরাজ মিয়াকে আটক করে গণপিটুনি দেন। ডাকাত দলের বাকি সদস্যরা পালিয়ে যান। 

বুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোকন গোপ আজকের পত্রিকাকে বলেন, ‘জনজনিয়া ব্রিজে একদল ডাকাত অটোরিকশা ও মোটরসাইকেলের গতি রোধ করে ডাকাতি করছিল। এ সময় গ্রামবাসী খবর পেয়ে ডাকাদের ধাওয়া করে একজন আটক করে। পরে গ্রামবাসীর পিটুনিতে হিরাজ নামের এক ডাকাত মারা যায়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লাহোরে পাল্টা আঘাত হেনে পাকিস্তানকে জবাব দিল ভারত

পাকিস্তানের চীনা জে-১০ দিয়ে ভারতের রাফাল যুদ্ধবিমান ধ্বংস, যুক্তরাষ্ট্রের কড়া নজরে এই টক্বর

একটি দলের ওপর ভরসার বিনিময়ে পেয়েছি অশ্বডিম্ব: মাহফুজ আলম

গতকাল রাতে ৪৮টি ভারতীয় ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তানের

অহনার দাবি, নিজের দোষ ঢাকতে ডাবল টাইমিংয়ের কথা বলেছেন শামীম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত