Ajker Patrika

উত্তরার মহাসড়ক ছাড়ল অবরোধকারীরা

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ০৯ মে ২০২৫, ২১: ০১
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর উত্তরায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করা হয়। ছবি: আজকের পত্রিকা
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর উত্তরায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করা হয়। ছবি: আজকের পত্রিকা

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের সোয়া ঘণ্টা পর রাজধানীর উত্তরার সড়ক থেকে সরে গেছে আন্দোলনকারীরা। আজ শুক্রবার (৯ মে) বিকেল ৫টা ৫০ মিনিট থেকে সন্ধ্যা সোয়া ৭টা পর্যন্ত উত্তরা বিএনএস সেন্টার থেকে আজমপুর পর্যন্ত সড়কে অবস্থান নেয় তারা।

পরে তারা মহাসড়ক ছেড়ে দিয়ে উত্তরার মুগ্ধ মঞ্চের দিকে যায়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশের পর তারা চলে যায়।

এদিকে মহাসড়ক অবরোধের কারণে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন পথচারীরা। তারা সড়ক থেকে সরে যাওয়ায় যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে।

অবরোধ প্রসঙ্গে উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত