Ajker Patrika

লোকালয়ে উদ্ধার হরিণ সুন্দরবনে অবমুক্ত

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
শরণখোলার লোকালয় থেকে উদ্ধার করা হরিণ শাবক। ছবি: আজকের পত্রিকা
শরণখোলার লোকালয় থেকে উদ্ধার করা হরিণ শাবক। ছবি: আজকের পত্রিকা

বাগেরহাটের শরণখোলায় লোকালয়ে উদ্ধার করা হরিণ আজ শুক্রবার দুপুরে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। আজ সকালে উপজেলার বকুলতলা গ্রামের একটি বাগান থেকে হরিণটি উদ্ধার করেন সিপিজি ও ওয়াইল্ড টিমের সদস্যরা।

বন বিভাগ সূত্রে জানা যায়, আজ সকালে শরণখোলা উপজেলার বকুলতলা গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হোসেন হাওলাদারের বাগানের মধ্যে এলাকাবাসী একটি বাচ্চা হরিণ দেখতে পান। এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে বন্য প্রাণী নিয়ে কাজ করা সংগঠন ওয়াইল্ড টিমের শরণখোলার টিম লিডার মো. আলম হাওলাদার, ভিটিআরটির সদস্য মো. হাসান মুন্সি ও সিপিজি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে হরিণটি উদ্ধার করেন। উদ্ধার করা হরিণটি তাঁরা সুন্দরবনের শরণখোলা রেঞ্জ অফিসে নিয়ে যান। বাচ্চা হরিণটি লোকালয়ের অতি কাছে সুন্দরবনে বাঘের তাড়া খেয়ে গ্রামের বাগানে এসে থাকতে পারে বলে আলম হাওলাদার বলেন। পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) রানা দেব বলেন, বকুলতলা গ্রামের বাগানে পাওয়া আনুমানিক দুই বছর বয়সী হরিণ শাবকটি আজ দুপুরে রেঞ্জ অফিসসংলগ্ন সুন্দরবনে ছেড়ে দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত