Ajker Patrika

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

নাটোরের বড়াইগ্রামে প্রথম শ্রেণির এক শিক্ষার্থীকে (৬) ধর্ষণচেষ্টার অভিযোগে এক কিশোরকে (১৬) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়।

ভুক্তভোগী শিশুর মা বলেন, গত ৮ জুলাই দুপুরে ওই শিশু বাড়ির পাশে বসে খেলা করছিল। এ সময় ওই কিশোর অটোভ্যানে চড়িয়ে বেড়ানোর লোভ দেখিয়ে তাকে নিয়ে যায়। পরে তাকে পাশের কুমারখালী গ্রামের একটি বাঁশঝাড়ে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এরপর তাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে বিষয়টি কাউকে জানাতে নিষেধ করে পুনরায় তার খেলার স্থানে রেখে যায়।

মঙ্গলবার বিকেলে শিশুটি দাদির সঙ্গে ওই কিশোরের বাড়ির পাশ দিয়ে প্রাইভেট পড়তে যাওয়ার সময় ভয়ে কাঁদতে শুরু করে। এ সময় তার কাছে জানতে চাইলে ধর্ষণচেষ্টার বিষয়টি জানায়।

শিশুটির বাবা বলেন, ‘স্বপ্ন ছিল মেয়েকে লেখাপড়া শিখিয়ে বড় করব। আমার সব স্বপ্ন নষ্ট করে দিল। এ ঘটনার বিচার চাই।’

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারওয়ার হোসেন বলেন, ‘মঙ্গলবার বিকালে শিশুটির বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার নাটোর আমলি আদালতে সোপর্দ করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জয়া আহসানকে নিয়ে খেপেছেন তৃণমূল নেত্রী, টালিউডে বাংলাদেশিদের নিষিদ্ধের দাবি

এনবিআর চেয়ারম্যানের বিরুদ্ধে কুৎসা, বরখাস্ত নিরাপত্তাপ্রহরী

অবৈধ অভিবাসী বিষয়ে কঠোর মালয়েশিয়া, ফেরত পাঠাচ্ছে বিমানবন্দর থেকেই

এনসিপির পদযাত্রা ঘিরে গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা, অগ্নিসংযোগ

ময়মনসিংহে সত্যজিৎ রায়ের পৈতৃক ভিটা রক্ষায় মোদির হস্তক্ষেপ চান মমতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত