Ajker Patrika

নড়াইলে পাট কাটা নিয়ে বিরোধে বাবা-ছেলেকে কুপিয়ে হত্যা

নড়াইল প্রতিনিধি 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

নড়াইলের লোহাগড়ায় বিরোধপূর্ণ জমির পাট কাটাকে কেন্দ্র করে বাবা ও ছেলেকে প্রতিপক্ষের লোকজন কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে কাশিপুর ইউনিয়নের বাহিরপাড়া গ্রামে বিলের মধ্যে এই ঘটনা ঘটে। নিহত দুজন হলেন ওই গ্রামের জাহাঙ্গীর শেখ (৬২) ও তাঁর ছেলে নাহিদ শেখ (৩০)। হামলায় আহত হয়েছেন আরও দুই ব্যক্তি।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ কবির শেখ (৪৭) নামের এক ব্যক্তিকে আটক করেছে। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, বাহিরপাড়া গ্রামের কাওসার শেখ ও জাহাঙ্গীর শেখের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। আজ জাহাঙ্গীর ও তাঁর ছেলে নাহিদ শ্রমিক নিয়ে বিরোধপূর্ণ জমিতে পাট কাটতে যান। বিষয়টি টের পেয়ে কাওসার, তাঁর পক্ষের কবিরসহ অন্য লোকজন বাধা দেন। তখন উভয় পক্ষের মধ্যে তর্কবিতর্ক হয়। একপর্যায়ে কাওসারের পক্ষের সাত-আটজন মিলে জাহাঙ্গীর, নাহিদসহ চারজনকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে জখম করে পালিয়ে যান।

হামলায় জাহাঙ্গীর ঘটনাস্থলে মারা যান। আহত নাহিদকে ঢাকায় নেওয়ার পথে বেলা ৩টার দিকে তাঁর মৃত্যু হয়। অন্য আহত আব্দুল কাদের ও নয়ন শেখকে উদ্ধার করে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে নড়াইল আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা ০হয়।

লোহাগড়া থানার ওসি শরিফুল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে কবির শেখকে আটক করা হয়। অন্যদের আটকের চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত