Ajker Patrika

২৪ ঘণ্টার মধ্যে হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবি এনসিপির

খুলনা প্রতিনিধি
আপডেট : ১৬ জুলাই ২০২৫, ২৩: ০৯
খুলনা প্রেসক্লাবে এনসিপির সংবাদ সম্মেলন। ছবি: আজকের পত্রিকা
খুলনা প্রেসক্লাবে এনসিপির সংবাদ সম্মেলন। ছবি: আজকের পত্রিকা

২৪ ঘণ্টার মধ্যে গোপালগঞ্জে হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ ছাড়া হামলার প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার সারা দেশে প্রতিবাদ সমাবেশ করবে সংগঠনটি।

আজ বুধবার রাত সাড়ে ৯টায় খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম।

এ সময় গোপালগঞ্জে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী ঘটনার বর্ণনা করে নাহিদ ইসলাম বলেন, পতিত স্বৈরাচারী, ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসীরা এখন জঙ্গি হামলা চালাচ্ছে। এ হামলার মাধ্যমে আবারও এই ফ্যাসিবাদের আসল রূপ প্রকাশ পেয়েছে। শুধু গোপালগঞ্জেই নয়, সারা দেশে জঙ্গি হামলা চালানোর পরিকল্পনা নিচ্ছে।’

নাহিদ ইসলাম বলেন, ‘গোপালগঞ্জে আমাদের পথে পথে বাধা দেওয়া হয়েছে। আমাদের ওপর হামলা করা হয়েছে। গাড়িবহরে হামলা হয়েছে। হামলায় আমাদের তিনজন কর্মী আহত ও ছয়টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।’

সদস্যসচিব আখতার হোসেন বলেন, ‘গোপালগঞ্জের কর্মসূচি সফল হয়েছে। কর্মসূচি শেষে আমরা যখন মাদারীপুরের উদ্দেশে যাত্রা শুরু করি, তখনই আমাদের ওপর ন্যক্কারজনক হামলা চালায় ছাত্রলীগের সন্ত্রাসীরা। তারা জঙ্গি কায়দায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় আমরা নিরাপদে খুলনা চলে আসি।’

আখতার আরও বলেন, ‘গোপালগঞ্জ এখন আওয়ামী সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয়কেন্দ্র। সারা দেশে যাদের নামে মামলা হয়েছে, তারাই এখন গোপালগঞ্জে আশ্রয় নিচ্ছে। এনসিপির নেতা-কর্মীদের হত্যার উদ্দেশ্যেই আজকে হামলা চালানো হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সিকিউরিটি আরও কঠোর হলে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হতো।

‘এই হামলার মাধ্যমে আওয়ামী লীগের চরিত্র ফুটে উঠেছে। মুজিববাদীদের বিরুদ্ধে সংগ্রাম শেষ হয়নি। সারা দেশে লড়াইটা চালিয়ে যেতে হবে। যত বাধাই আসুক, ৬৪ জেলায় আমাদের কর্মসূচি চলবে।’

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমালোচনা করে নাহিদ বলেন, ‘পুলিশের ব্যর্থতা রয়েছে। পুলিশ প্রথম থেকে সতর্ক থাকলে এ ধরনের ঘটনা ঘটত না। যতই বাধা আসুক, আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে। আগামীকাল বৃহস্পতিবার ফরিদপুরে আমাদের সমাবেশ রয়েছে, আমরা সেখানে কর্মসূচি পালন করব। তবে মাদারীপুর ও শরীয়তপুরের কর্মসূচি আপাতত স্থগিত থাকছে।’

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন সংগঠনের সদস্যসচিব আখতার হোসেন। এ সময় অন্য নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে গোপালগঞ্জ থেকে নিরাপদে সন্ধ্যায় খুলনায় পৌঁছেছেন এনসিপির নেতারা। সংগঠনের কেন্দ্রীয় সদস্যসচিব আখতার হোসেন, তাসনিম জারা খুলনা সার্কিট হাউসে এবং আহ্বায়ক নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ, সারজিস আলমসহ অন্য কেন্দ্রীয় নেতারা স্থানীয় একটি হোটেলে অবস্থান করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত