Ajker Patrika

গোপালগঞ্জে হামলার প্রতিবাদে ঝালকাঠিতে রাস্তা ব্লকেড

ঝালকাঠি প্রতিনিধি  
আপডেট : ১৬ জুলাই ২০২৫, ১৮: ৪৪
গোপালগঞ্জে হামলার প্রতিবাদে ঝালকাঠিতে রাস্তা ব্লকেড। ছবি: আজকের পত্রিকা
গোপালগঞ্জে হামলার প্রতিবাদে ঝালকাঠিতে রাস্তা ব্লকেড। ছবি: আজকের পত্রিকা

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের ওপর হামলার প্রতিবাদে ঝালকাঠিতে রাস্তা ব্লকেড করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা। আজ বুধবার বিকেলে বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠির কলেজ মোড়ে এই ব্লকেড করেন তাঁরা। এ সময় আন্দোলনকারীরা সড়কে টায়ার জ্বালিয়ে বিভিন্ন স্লোগান দেন।

গোপালগঞ্জে হামলার প্রতিবাদে ঝালকাঠিতে রাস্তা ব্লকেড। ছবি: আজকের পত্রিকা
গোপালগঞ্জে হামলার প্রতিবাদে ঝালকাঠিতে রাস্তা ব্লকেড। ছবি: আজকের পত্রিকা

কর্মসূচি সম্পর্কে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক ইয়াসিন ফেরদৌস ইফতি বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের পর যদি গোপালগঞ্জে ফ্যাসিস্ট সরকার ও তার অনুসারীদের বিরুদ্ধে প্রশাসন কার্যকরী পদক্ষেপ নিত, তাহলে আজকের এই হামলার ঘটনা ঘটত না। হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে এ কর্মসূচি অব্যাহত থাকবে।’

ব্লকেডের ফলে সড়কের দুই পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এবং যাত্রীরা ভোগান্তিতে পড়েন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত