Ajker Patrika

আদালতের বিচারকাজে বাধা দেওয়ায় আইনজীবীর দণ্ড, ক্ষমা চেয়ে পার

নাটোর প্রতিনিধি 
অ্যাডভোকেট আলেক উদ্দিন শেখ। ছবি: সংগৃহীত
অ্যাডভোকেট আলেক উদ্দিন শেখ। ছবি: সংগৃহীত

নাটোরে আদালতের মধ্যে হট্টগোল ও বিচারকাজে বাধা দেওয়ার অপরাধে অ্যাডভোকেট আলেক উদ্দিন শেখ নামের এক আইনজীবীকে ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন নাটোরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শানু আকন্দ। পরে আদালতের কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ায় সেই দণ্ড স্থগিত করে আইনজীবী আলেক উদ্দিন শেখকে তিরস্কার করেন এবং ভবিষ্যতের জন্য সতর্ক করে ছেড়ে দেওয়ার আদেশ দেন।

আজ বৃহস্পতিবার বেলা ১টার দিকে এ ঘটনা ঘটে।

আদালতের কর্মচারী বুলবুল আহমেদ বলেন, আজ বৃহস্পতিবার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শানু আকন্দের আদালতে মারামারিসংক্রান্ত একটি মামলার শুনানি চলাকালে আইনজীবী আলেক উদ্দিন শেখ বিচারককে শুনানি না করার জন্য চাপ দেন।

এ সময় অ্যাডভোকেট আলেক উদ্দিন শেখ আদালতে হট্টগোল শুরু করেন এবং আদালতের কাজে বাধা দেন। তখন আদালতের নির্দেশে তাঁকে আটক করে আদালতের হেফাজতে নেওয়া হয়। পরে আসামির বিরুদ্ধে পেনাল কোডের ২২৮ ধারার অপরাধ আমলে গ্রহণ করে ফৌজদারি কার্যবিধির ৪৮০ ধারা অনুযায়ী তাৎক্ষণিকভাবে অভিযোগ গঠন করেন। গঠিত অভিযোগ আসামিকে পড়ে শোনালে আসামি দোষ স্বীকারপূর্বক ক্ষমা প্রার্থনা করেন। আসামিকে পেনাল কোডের ২২৮ ধারায় ২০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। কিন্তু আসামি স্বেচ্ছায় দোষ স্বীকারপূর্বক ক্ষমা প্রার্থনা করায় তাঁর বিরুদ্ধে ইতিপূর্বে কোনো ফৌজদারি মামলা না থাকায় এবং শারীরিক অসুস্থতা বিবেচনায় আসামিকে সংশোধনের সুযোগ প্রদানের স্বার্থে অর্থদণ্ড স্থগিত করে আসামিকে তিরস্কার করা হয়।

নাটোর আইনজীবী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শহীদ মাহমুদ মিঠু বলেন, আইনজীবী আলেক উদ্দিন শেখ আদালতের কাছে নিঃশর্ত ক্ষমা চান। পরে বিকেলে তাঁকে মুক্তি দেন আদালত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

‘ফের ধর্ষণচেষ্টার ক্ষোভে’ বাবাকে খুন, ৯৯৯-এ কল দিয়ে আটকের অনুরোধ মেয়ের

আ. লীগের ক্লিন ইমেজের ব্যক্তিদের বিএনপির সদস্য হতে বাধা নেই: রিজভী

১৫ স্থাপনায় পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংসের দাবি ভারতের

আদালতের বিচারকাজে বাধা দেওয়ায় আইনজীবীর দণ্ড, ক্ষমা চেয়ে পার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত