বিনোদন প্রতিবেদক, ঢাকা
শামীম হাসান সরকার ও অহনা রহমানের প্রেমের সম্পর্ক নিয়ে পানি কম ঘোলা হয়নি একসময়। সোশ্যাল মিডিয়ায় একাধিকবার ভাইরালও হয়েছে তাঁদের সম্পর্কের খবর। তবে প্রেমের কথা কখনো স্বীকার করেননি তাঁরা। জানিয়েছেন, তাঁরা ভালো বন্ধু। গত মঙ্গলবার শামীম হাসান গণমাধ্যমকে জানালেন, একসময় তাঁদের মধ্যে প্রেম ছিল। কিন্তু সে সময় অহনা তাঁর সাবেক প্রেমিকের সঙ্গে যোগাযোগ রাখায় সরে আসেন শামীম। অভিনেতার এমন মন্তব্যের জবাব দিয়েছেন অহনা। তিনি বলেন, নিজের দোষ ঢাকতেই এমন কথা বলছেন শামীম।
সম্প্রতি শামীম হাসান সরকারের বিরুদ্ধে অকথ্য গালিগালাজ ও ধর্ষণের হুমকির অভিযোগ করেন অভিনেত্রী প্রিয়াঙ্কা প্রিয়া। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সংবাদ সম্মেলন করেন শামীম। ধর্ষণের হুমকির কথা অস্বীকার করলেও বাজে ব্যবহারের কথা স্বীকার করেছেন তিনি। এদিন অভিনেতা তাঁর ও অহনার সম্পর্ক নিয়েও কথা বলেন। শামীম জানান, পরিচালক মেহেদী হাসান হৃদয়ের সঙ্গে অহনার সাত বছরের সম্পর্ক ছিল। বছর দুয়েক আগে অহনার সঙ্গে সম্পর্কে জড়ান শামীম। কিন্তু তখনো মেহেদী হাসান হৃদয়ের সঙ্গে সম্পর্ক রেখেছেন অহনা। সম্পর্ক নিয়ে অভিনেত্রীর ‘ডাবল টাইমিং’য়ের কথা জানতে পেরে নাকি সরে আসেন শামীম। সংবাদ সম্মেলনে অহনার ডাবল টাইমিং নিয়ে কথা বলে আলোচনার জন্ম দেন শামীম। তাঁর করা মন্তব্য ঝড় তুলেছে নেট দুনিয়ায়। নজর এড়ায়নি অহনার।
অহনা মনে করছেন, ধর্ষণের অভিযোগ থেকে সবার দৃষ্টি সরাতেই অহনার প্রসঙ্গ টেনেছেন শামীম। তার কথায়, ‘আমি কোনো দিন কোথাও কি কারও নাম বলেছি? তাহলে আমার নাম নেওয়ার পেছনের কারণ কী? তার বিরুদ্ধে যে ধর্ষণের অভিযোগ উঠেছে, সেটা ঢাকার জন্য? ও হয়তো ভেবেছে ধর্ষণ শুধু শারীরিকভাবেই হয়। ধর্ষণ মুখেও করা যায়। সে (শামীম) মেয়েটিকে সবার সামনে গালি দিয়েছে। সে এগুলো করে। এ কারণেই আমি ওর সঙ্গে কাজ করা বন্ধ করে দিয়েছি।’
ডাবল টাইমিং প্রসঙ্গে অহনা বলেন, ‘কিসের ডাবল টাইমিং? আমি একজন নারী। প্রকাশ্যে আমাকে নিয়ে এসব কথা কীভাবে বলে! আমি কি কখনো বলেছি শামীমকে ভালোবাসি? বলিনি। শামীমের সঙ্গে কাজ করতে করতে অন্যদিকে এগিয়ে যাচ্ছিল সম্পর্কটা। আমি এগোতে দিইনি। কারণ, আমি তখনো আগের মানুষটা থেকে বের হতে পারিনি। আর শামীম কি করল! সবার সামনে আমাকে অপমান করল! মিডিয়ার আশি ভাগ মানুষ ওকে অসুস্থ বলে। ওর সামনে হয়তো বলে না। কিন্তু পেছনে বলে।’
শামীম হাসান সরকার ও অহনা রহমানের প্রেমের সম্পর্ক নিয়ে পানি কম ঘোলা হয়নি একসময়। সোশ্যাল মিডিয়ায় একাধিকবার ভাইরালও হয়েছে তাঁদের সম্পর্কের খবর। তবে প্রেমের কথা কখনো স্বীকার করেননি তাঁরা। জানিয়েছেন, তাঁরা ভালো বন্ধু। গত মঙ্গলবার শামীম হাসান গণমাধ্যমকে জানালেন, একসময় তাঁদের মধ্যে প্রেম ছিল। কিন্তু সে সময় অহনা তাঁর সাবেক প্রেমিকের সঙ্গে যোগাযোগ রাখায় সরে আসেন শামীম। অভিনেতার এমন মন্তব্যের জবাব দিয়েছেন অহনা। তিনি বলেন, নিজের দোষ ঢাকতেই এমন কথা বলছেন শামীম।
সম্প্রতি শামীম হাসান সরকারের বিরুদ্ধে অকথ্য গালিগালাজ ও ধর্ষণের হুমকির অভিযোগ করেন অভিনেত্রী প্রিয়াঙ্কা প্রিয়া। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সংবাদ সম্মেলন করেন শামীম। ধর্ষণের হুমকির কথা অস্বীকার করলেও বাজে ব্যবহারের কথা স্বীকার করেছেন তিনি। এদিন অভিনেতা তাঁর ও অহনার সম্পর্ক নিয়েও কথা বলেন। শামীম জানান, পরিচালক মেহেদী হাসান হৃদয়ের সঙ্গে অহনার সাত বছরের সম্পর্ক ছিল। বছর দুয়েক আগে অহনার সঙ্গে সম্পর্কে জড়ান শামীম। কিন্তু তখনো মেহেদী হাসান হৃদয়ের সঙ্গে সম্পর্ক রেখেছেন অহনা। সম্পর্ক নিয়ে অভিনেত্রীর ‘ডাবল টাইমিং’য়ের কথা জানতে পেরে নাকি সরে আসেন শামীম। সংবাদ সম্মেলনে অহনার ডাবল টাইমিং নিয়ে কথা বলে আলোচনার জন্ম দেন শামীম। তাঁর করা মন্তব্য ঝড় তুলেছে নেট দুনিয়ায়। নজর এড়ায়নি অহনার।
অহনা মনে করছেন, ধর্ষণের অভিযোগ থেকে সবার দৃষ্টি সরাতেই অহনার প্রসঙ্গ টেনেছেন শামীম। তার কথায়, ‘আমি কোনো দিন কোথাও কি কারও নাম বলেছি? তাহলে আমার নাম নেওয়ার পেছনের কারণ কী? তার বিরুদ্ধে যে ধর্ষণের অভিযোগ উঠেছে, সেটা ঢাকার জন্য? ও হয়তো ভেবেছে ধর্ষণ শুধু শারীরিকভাবেই হয়। ধর্ষণ মুখেও করা যায়। সে (শামীম) মেয়েটিকে সবার সামনে গালি দিয়েছে। সে এগুলো করে। এ কারণেই আমি ওর সঙ্গে কাজ করা বন্ধ করে দিয়েছি।’
ডাবল টাইমিং প্রসঙ্গে অহনা বলেন, ‘কিসের ডাবল টাইমিং? আমি একজন নারী। প্রকাশ্যে আমাকে নিয়ে এসব কথা কীভাবে বলে! আমি কি কখনো বলেছি শামীমকে ভালোবাসি? বলিনি। শামীমের সঙ্গে কাজ করতে করতে অন্যদিকে এগিয়ে যাচ্ছিল সম্পর্কটা। আমি এগোতে দিইনি। কারণ, আমি তখনো আগের মানুষটা থেকে বের হতে পারিনি। আর শামীম কি করল! সবার সামনে আমাকে অপমান করল! মিডিয়ার আশি ভাগ মানুষ ওকে অসুস্থ বলে। ওর সামনে হয়তো বলে না। কিন্তু পেছনে বলে।’
বলিউড অভিনেত্রী পারভীন বাবি সত্তরের দশক ও আশির দশকের শুরুতে ছিলেন গ্ল্যামার, প্রতিভা এবং ফ্যাশন আইকন। অমিতাভ বচ্চনসহ প্রথম সারির তারকাদের বিপরীতে তাঁর অভিনয় দর্শকপ্রিয়তা পেয়েছিল।
৪ ঘণ্টা আগে২০২৪ সালের সেপ্টেম্বরে ঢাকায় পারফর্ম করতে এসেছিল পাকিস্তানের জাল ব্যান্ড। ওই কনসার্ট ঘিরে ছিল নানা নাটকীয়তা। ‘লিজেন্ডস অব দ্য ডেকেড’ শিরোনামের কনসার্টটি প্রথমে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ঢাকা অ্যারেনায়। কিন্তু ২৭ সেপ্টেম্বর শো শুরুর কয়েক ঘণ্টা আগে বৃষ্টির কারণ দেখিয়ে স্থগিত করে দেওয়া হয় আয়োজন।
৮ ঘণ্টা আগে২০১৮ সালে শুরু হয়েছিল আরিফুর জামান আরিফের ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ সিনেমার শুটিং। তবে এখনো শুটিং শেষ করতে পারেননি নির্মাতা। আটকে আছে নানা জটিলতায়। অবশেষে সাত বছর পর আবার শুরু হচ্ছে সিনেমাটির শুটিং।
৮ ঘণ্টা আগেচয়নিকা চৌধুরীর পরিচালনায় দীর্ঘদিন পর নাটকে অভিনয় করলেন কাজী নওশাবা আহমেদ। সম্প্রতি তিনি অংশ নিয়েছেন সম্পর্কের গল্প নিয়ে তৈরি ‘দ্বিতীয় বিয়ের পর’ নামের নাটকের শুটিংয়ে। এতে তাঁর সহশিল্পী ইরফান সাজ্জাদ ও আইশা খান। ঠিক কত বছর পর নাটকে অভিনয় করলেন, মনে করতে পারলেন না নওশাবা। শুধু জানালেন, ‘অনেক দিন পর’।
৮ ঘণ্টা আগে