বিনোদন প্রতিবেদক, ঢাকা
২০২৪ সালের সেপ্টেম্বরে ঢাকায় পারফর্ম করতে এসেছিল পাকিস্তানের জাল ব্যান্ড। ওই কনসার্ট ঘিরে ছিল নানা নাটকীয়তা। ‘লিজেন্ডস অব দ্য ডেকেড’ শিরোনামের কনসার্টটি প্রথমে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ঢাকা অ্যারেনায়। কিন্তু ২৭ সেপ্টেম্বর শো শুরুর কয়েক ঘণ্টা আগে বৃষ্টির কারণ দেখিয়ে স্থগিত করে দেওয়া হয় আয়োজন। পরদিন যমুনা ফিউচার পার্কে আয়োজন করা হয়। সেখানেও বাধে বিপত্তি, কনসার্ট শুরুর পর বিশৃঙ্খলা দেখা দেয়। এতে মাঝপথে বন্ধ হয়ে যায় আয়োজন। প্রায় দেড় ঘণ্টা পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে আবার শুরু হয় কনসার্ট।
এক বছর পর আবারও বাংলাদেশে আসছে জাল ব্যান্ড। গত শুক্রবার সোশ্যাল মিডিয়ায় বিষয়টি জানিয়েছেন জাল ব্যান্ডের ভোকাল ও দলনেতা গহর মমতাজ। ফেসবুকে একটি পোস্টার শেয়ার করেছেন গহর। তাতে দেখা যায়, ঢাকা শহরের আবহকে পেছনে রেখে গিটার বাজিয়ে পারফর্ম করছেন গহর। পোস্টারে লেখা, ‘ঢাকা, আর ইউ রেডি? গওহর মমতাজ ও জাল দ্য ব্যান্ড ঢাকায় আসছে। দেখা হবে শিগগির।’ এই কনসার্টের আয়োজক কারা, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। কবে কোথায় কনসার্ট হবে, তা-ও জানানো হয়নি। শিগগির কনসার্টের তারিখ ও স্থান সম্পর্কে আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলে জানা গেছে।
২০০৪ সালে প্রকাশ পায় পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড জালের প্রথম অ্যালবাম ‘আদাত’। এই অ্যালবামের ‘লামহে’, ‘আদাত’, ‘পানছি’, ‘বিখরা হু ম্যা’ গানগুলো তুমুল জনপ্রিয় হয়। শুধু নিজ দেশ পাকিস্তানেই নয়, জাল ব্যান্ডের জনপ্রিয়তার ঢেউ আছড়ে পড়ে বিশ্বব্যাপী। এ নিয়ে চতুর্থবারের মতো বাংলাদেশে আসছে জাল ব্যান্ড। প্রথম এসেছিল ২০১০ সালে। এরপর ২০১২ সালে দ্বিতীয়বার এবং সর্বশেষ গত বছরের সেপ্টেম্বরে ঢাকায় পারফর্ম করে ব্যান্ডটি।
২০২৪ সালের সেপ্টেম্বরে ঢাকায় পারফর্ম করতে এসেছিল পাকিস্তানের জাল ব্যান্ড। ওই কনসার্ট ঘিরে ছিল নানা নাটকীয়তা। ‘লিজেন্ডস অব দ্য ডেকেড’ শিরোনামের কনসার্টটি প্রথমে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ঢাকা অ্যারেনায়। কিন্তু ২৭ সেপ্টেম্বর শো শুরুর কয়েক ঘণ্টা আগে বৃষ্টির কারণ দেখিয়ে স্থগিত করে দেওয়া হয় আয়োজন। পরদিন যমুনা ফিউচার পার্কে আয়োজন করা হয়। সেখানেও বাধে বিপত্তি, কনসার্ট শুরুর পর বিশৃঙ্খলা দেখা দেয়। এতে মাঝপথে বন্ধ হয়ে যায় আয়োজন। প্রায় দেড় ঘণ্টা পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে আবার শুরু হয় কনসার্ট।
এক বছর পর আবারও বাংলাদেশে আসছে জাল ব্যান্ড। গত শুক্রবার সোশ্যাল মিডিয়ায় বিষয়টি জানিয়েছেন জাল ব্যান্ডের ভোকাল ও দলনেতা গহর মমতাজ। ফেসবুকে একটি পোস্টার শেয়ার করেছেন গহর। তাতে দেখা যায়, ঢাকা শহরের আবহকে পেছনে রেখে গিটার বাজিয়ে পারফর্ম করছেন গহর। পোস্টারে লেখা, ‘ঢাকা, আর ইউ রেডি? গওহর মমতাজ ও জাল দ্য ব্যান্ড ঢাকায় আসছে। দেখা হবে শিগগির।’ এই কনসার্টের আয়োজক কারা, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। কবে কোথায় কনসার্ট হবে, তা-ও জানানো হয়নি। শিগগির কনসার্টের তারিখ ও স্থান সম্পর্কে আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলে জানা গেছে।
২০০৪ সালে প্রকাশ পায় পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড জালের প্রথম অ্যালবাম ‘আদাত’। এই অ্যালবামের ‘লামহে’, ‘আদাত’, ‘পানছি’, ‘বিখরা হু ম্যা’ গানগুলো তুমুল জনপ্রিয় হয়। শুধু নিজ দেশ পাকিস্তানেই নয়, জাল ব্যান্ডের জনপ্রিয়তার ঢেউ আছড়ে পড়ে বিশ্বব্যাপী। এ নিয়ে চতুর্থবারের মতো বাংলাদেশে আসছে জাল ব্যান্ড। প্রথম এসেছিল ২০১০ সালে। এরপর ২০১২ সালে দ্বিতীয়বার এবং সর্বশেষ গত বছরের সেপ্টেম্বরে ঢাকায় পারফর্ম করে ব্যান্ডটি।
বলিউড অভিনেত্রী পারভীন বাবি সত্তরের দশক ও আশির দশকের শুরুতে ছিলেন গ্ল্যামার, প্রতিভা এবং ফ্যাশন আইকন। অমিতাভ বচ্চনসহ প্রথম সারির তারকাদের বিপরীতে তাঁর অভিনয় দর্শকপ্রিয়তা পেয়েছিল।
১ ঘণ্টা আগে২০১৮ সালে শুরু হয়েছিল আরিফুর জামান আরিফের ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ সিনেমার শুটিং। তবে এখনো শুটিং শেষ করতে পারেননি নির্মাতা। আটকে আছে নানা জটিলতায়। অবশেষে সাত বছর পর আবার শুরু হচ্ছে সিনেমাটির শুটিং।
৪ ঘণ্টা আগেচয়নিকা চৌধুরীর পরিচালনায় দীর্ঘদিন পর নাটকে অভিনয় করলেন কাজী নওশাবা আহমেদ। সম্প্রতি তিনি অংশ নিয়েছেন সম্পর্কের গল্প নিয়ে তৈরি ‘দ্বিতীয় বিয়ের পর’ নামের নাটকের শুটিংয়ে। এতে তাঁর সহশিল্পী ইরফান সাজ্জাদ ও আইশা খান। ঠিক কত বছর পর নাটকে অভিনয় করলেন, মনে করতে পারলেন না নওশাবা। শুধু জানালেন, ‘অনেক দিন পর’।
৪ ঘণ্টা আগেসাধারণত নিজের অভিনীত সিনেমা দেখেন না লিওনার্দো ডিক্যাপ্রিও। তবে ক্ল্যাসিক সিনেমার ভীষণ ভক্ত তিনি। শুধু হলিউড নয়, জাপানিজ, ইতালিয়ান—পৃথিবীর নানা প্রান্তের, নানা ভাষার সিনেমা রয়েছে তাঁর পছন্দের তালিকায়। সম্প্রতি বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ডিক্যাপ্রিও জানিয়েছেন সাতটি সিনেমার নাম...
৫ ঘণ্টা আগে